শ্রীপুর
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ঘষিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান শেখ(১২) একই উপজেলার রাজাপুর কিরন আলীর ছেলে। সে টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, গোয়ালদাহ বাজারে সাকার্স দেখে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার ঘষিয়াল এলাকায় সড়ক দুঘটনায় জিসান শেখের মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বগুড়ায় টাকার জন্য স্কুল শিক্ষার্থীর হাতে শিক্ষার্থী খুন
গোয়াইনঘাটে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাগুরায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
মাগুরার শ্রীপুরে সাড়ের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত রিয়াজ জোয়াদ্দার (১০) একই উপজেলার মদনপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: সাজেকে সাপের কামড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুবকের মৃত্যু
মৃতের পরিবার ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মসিয়ার রহমান বলেন, রিয়াজের বাড়ি মদনপুর গ্রামে হলেও সে নানা বাড়ি হোগলডাঙ্গা গ্রামে থেকে লেখাপড়া করতো। বৃহস্পতিবার সে যথারীতি স্কুলে ক্লাসও করে এবং সন্ধ্যার পর পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৮টার দিকে ঘুমন্ত অবস্থায় রিয়াজের বাম হাতে সাপে কামড় দেয়। কান্নার আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাকে প্রাথমিক পর্যায়ে ওঝা-কবিরাজ এবং পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ২ মাদরাসাছাত্রের মৃত্যু
ইউপি চেয়ারম্যান বলেন, ‘আমাদের ইউনিয়ন পর্যায়ে সাপের কামড়ের কোনো চিকিৎসা নেই। আমার ইউনিয়নে চিকিৎসা থাকলে স্কুলছাত্র মারা মিজানুর যেত না।’
গাজীপুরে অটোরিকশার চালককে গলাকেটে হত্যার অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার এক চালককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দুখু মিয়া (১২) সুনামগঞ্জের দোয়া বাজার থানার জাবেদ মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে স্থানীয় এক বাড়িতে ভাড়ায় থেকে অটোরিকশা চালাতো।
আরও পড়ুন: সিলেটে চা বাগানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রাত সাড়ে ৯টার দিকে হাওলা গ্রাম থেকে দুখু মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তিনি জানান, দুখু মিয়া মাঝে মাঝে অটোরিকশাটি চালাত। হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি ওসি।
মেহেন্দীগঞ্জে ঝড়ে ঘরচাপা পড়ে নিহত ২
বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পরে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঝড়ে ১৫/২০টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৃতরা হলো, রুস্তম আলী হাওলাদার (৭৫) ও তার পুত্রবধূ জয়নব বিবি (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামদু বেপারী জানান, রুস্তম আলী হাওলাদার পরিবার নিয়ে শ্রীপুরের মিয়ারচর এলাকায় থাকতেন। নদী ভাঙনের কবলে পরে সে পরিবার নিয়ে আলিমাবাদের গাগুরিয়ায় নতুন করে ঘর তুলে বসবাস শুরু করেন। পৌনে ৫টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে গাগুরিয়া গ্রামের ১৫ থেকে ২০টি ঘর বিধ্বস্ত হয়। নিজ ঘরেই চাপা পরেন রুস্তম ও তার পুত্রবধূ জয়নব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হুমায়ুন কবির নামে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
আরও পড়ুন: বরিশালে চাঁদা না পেয়ে গৃহবধূ হত্যার অভিযোগ
বরিশালে হোটেল থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার
শ্রীপুরে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার অভিযোগ, আটক ১
গাজীপুরের শ্রীপুরে অপু দেওয়ান নামে এক শ্রমিককে পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার শ্রীপুরের মাধখোলা এলাকার আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনায় রাজু নামে অপুর এক সহকর্মীকে আটক করেছে পুলিশ।
নিহত অপু মুন্সিগঞ্জের সিরাজদিখান পূর্ব শিয়ানদি গ্রামের পলাশ দেওয়ানের ছেলে। সে স্থানীয় মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতো। বর্তমানে তার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল রয়েছে।
পুলিশ জানায়, অসাবধানতাবশত পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় অভিযুক্ত রাজু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপু মারা যান। এ ঘটনায় রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে একজন আটক রয়েছে।
গাজীপুরে স্পিনিং মিলের গোডাউনে আগুন
গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার আউটপেস স্পিনিং মিলের তুলার গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান,আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: খুলনায় আগুনে পুড়ল ২১ দোকান ও ৫ ঘর
আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, নিহত ৩
মাগুরায় শপথ শেষে ৩ ইউপি সদস্য গ্রেপ্তার!
মাগুরার শ্রীপুরে শপথ গ্রহণ শেষে উপজেলার নবনির্বাচিত তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১ টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কক্ষ থেকে বের হওয়া মাত্রই পুলিশ তাদেরকে আটক করে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
আটক ইউপি সদস্যরা হলেন- শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফারুক হোসেন, ৩নং শ্রীকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বি এম শিহাব উদ্দিন বিশ্বাস ও ৪ নং শ্রীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মো. হাবিবুর রহমান মন্ডল।
এরা সবাই গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের নামে শ্রীপুর থানায় মারামারির মামলা রয়েছে। তাই শপথ গ্রহণ শেষে তাদেরকে আটক করে থানায় আনা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় আটকে রেখে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩
মাগুরায় ট্রাকচাপায় শিশু নিহত, চালক গ্রেপ্তার
বেয়াইনকে বিয়ে করায় ভাড়াটে খুনি দিয়ে বন্ধুকে হত্যা!
বেয়াইন কারিমাকে বিয়ে করতে চেয়েছিল রাজীব শেখ। কিন্তু পরিবারের অসম্মতিতে তার বন্ধু শরিফুল ইসলাম তাকে বিয়ে করে। এই ক্ষোভেই ভাড়াটে খুনি দিয়ে বন্ধুকে হত্যা করে রাজীব। মাত্র এক লাখ টাকার বিনিময়ে সহযোগীদের নিয়ে আজমত ওরফে তারেক অটো রিকশাচালক শরিফুলকে গলা কেটে হত্যা করে।
গাজীপুরে এ হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদেরই দু’জন স্বীকারোক্তিমূলক জবাববন্দিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- শ্রীপুরের বনখড়িয়া এলাকার শফিকুল ইসলাম, আফ্রিদি, হানিফ এবং মির্জাপুরের রাকিব, রাজিব শেখ ও জুয়েল রানা।
শনিবার দুপুরে নগরের নিয়ামত সড়কে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
আরও পড়ুন: জয়পুরহাটে ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
গ্রেপ্তার শফিকুল ইসলাম ও আফ্রিদির জবানবন্দির বরাত দিয়ে তিনি জানান,শরিফুলের স্ত্রী কারিমাকে বিয়ে করতে না পারার ক্ষোভেই কারিমার বিয়াই রাজিবের ভাড়াটে খুনীরা গত ৯ ডিসেম্বর শ্রীপুর উপজেলার বনখড়িয়া গ্রামের অটোচালক শরিফুলকে গলা কেটে হত্যা করে। ওই গ্রামের আজমত ওরফে তারেককে একলাখ টাকার বিনিময়ে শফিকুলকে হত্যার কন্টাক্ট দেয় রাজিব শেখ। কিলিং মিশনে মোট চারজন ছিল।
পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে দুই পরিবারের অসম্মতিতে ভাওয়াল মির্জাপুর এলাকার মেয়ে কারিমাকে বিয়ে করেন শরিফুল। তবে বিয়ের আগে থেকেই কারিমার বড় ভাইয়ের শ্যালক রাজিব তাকে পছন্দ করতেন। তাই কারিমার এই বিয়ে মেনে নিতে পারেনি তার পরিবার। এই বিরোধেই কারিমার বিয়াই রাজিবসহ তারা সবাই শরিফলকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, এক লাখ টাকার বিনিময়ে হত্যা মিশনে শরিফুলের বন্ধু আজমতকে যুক্ত করেন তারা।
আরও পড়ুন: চট্টগ্রামে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১
গত ৯ ডিসেম্বর আজমত ও তার সহযোগীরা অটোরিকশা চালক শরীফুলকে সিগারেট খাওয়ার কথা বলে বনখড়িয়া এলাকার জঙ্গলে নিয়ে যান। সেখানে প্রথমে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর তাকে গলাকেটে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।
তথ্য প্রযুক্তির সহায়তা ও তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার।
এদিকে, গ্রেপ্তার শফিক ও আফ্রিদি আদালতে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: পাওনা টাকা চাওয়ায় লালমনিরহাটে নারীকে পিটিয়ে হত্যা
গাজীপুরে কেমিকেল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট
গাজীপুরের শ্রীপুরে একটি কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাওনা টেপিরবাড়ি এলাকার এ এস এম কেমিকেল কারখানার একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসসহ আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: রূপগঞ্জে কারখানায় আগুন: শনাক্ত ২৪ জনের লাশ বুঝে পেল পরিবার
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
মতিঝিলে বিসিআইসি ভবনে আগুন
মাগুরায় স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২
মাগুরার শ্রীপুর উপজেলার এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানায়, গত ৫ আগস্ট বরিষাট গ্রামের এক স্কুলছাত্রীকে একই গ্রামের দুই যুবক তার বাড়ি থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে পালাক্রমে ধর্ষণ করে।
কিছুদিন পর ধর্ষণের শিকার ওই ছাত্রী কৌশলে পালিয়ে নিজ বাড়িতে ফিরে এসে সব ঘটনা জানায়। পরে এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা করা হয়।
ওসি আরও জানান, পুলিশ তদন্তকালে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বরিষাট গ্রাম থেকে মামলার আসামি মিজানুর রহমান আদিল (৩৬) ও বাব্বি শেখকে (২২) গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করেছে।
পড়ুন: রাজশাহীতে সাঁওতাল নারীকে ধর্ষণের অভিযোগে মামলা
কাশবনে ছবি তোলার কথা বলে কিশোরীকে ধর্ষণ: গ্রেপ্তার ২
গাজীপুরে পার্লার কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২