জাতীয় বাজেট
আগামীকাল বিকাল ৩টায় বাজেট ঘোষণা করা হবে
আগামীকাল সোমবার জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তথ্য বিবরণীতে জানানো হয়েছে যে, পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্বনির্ধারিত বিকাল ৪টার পরিবর্তে বিকাল ৩টায় সম্প্রচারিত হবে।
এছাড়াও, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছে। সূত্র অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতি ও প্রকৃত আয় কমার উদ্বেগ থাকা সত্ত্বেও মূল করনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
ব্যক্তিগত করদাতাদের জন্য বার্ষিক আয়করমুক্ত থাকার সীমা গেল বছরের মতো ৩ লাখ ৫০ হাজার টাকা থাকার সম্ভাবনা রয়েছে। মূল্যস্ফীতির কারণে এ সীমা বাড়ানোর দাবি থাকলেও তা বিবেচনা করা হয়নি।
তবে, ব্যবসায় কর কিছুটা বাড়বে। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়; এমন কোম্পানিগুলোর করহার ২.৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ২৭.৫ শতাংশ করা হতে পারে। বার্ষিক ৩০ লাখ টাকার বেশি লেনদেন থাকা কোম্পানিগুলোর ন্যূনতম ট্যাক্স (কর) ০.৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হতে পারে।
মার্চেন্ট ব্যাংকগুলো ক্ষেত্রে, কর ৩৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৭.৫ শতাংশ করা হতে পারে। তবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য বর্তমান ২০ শতাংশ কর অপরিবর্তিত থাকবে।
কিছু লক্ষ্যভিত্তিক কর ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে—নতুন করদাতাদের উৎসাহ দিতে ন্যূনতম কর ৩ থেকে ৫ হাজার টাকার পরিবর্তে সর্বনিম্ন ১ হাজার টাকায় নামিয়ে আনা হতে পারে।
জমি কেনাবেচায় কর কমিয়ে ঢাকায় ৬ শতাংশ, বিভাগীয় শহরে ৪ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩ শতাংশ করার প্রস্তাব রয়েছে, যা বর্তমানে যথাক্রমে ৮, ৬ ও ৪ শতাংশ।
আরও পড়ুন: ১১ মাসে রেমিট্যান্স এসেছে রেকর্ড ২৭৫০ কোটি ডলার
আয়কর রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা শিথিল হতে পারে। বর্তমানে ৪৫টি সেবায় রিটার্নের প্রমাণপত্র লাগে—এ সংখ্যা কমানো হতে পারে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে রিটার্ন লাগবে না, তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বাধ্যতামূলক থাকবে।
আত্মীয়দের উপহার হিসেবে অর্থ দিলে করমুক্তির সুযোগ স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তানের পাশাপাশি ভাই-বোনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বেসরকারি খাতের কর্মীদের করমুক্ত ভাতা ৪ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হতে পারে।
নিয়োগকারীরা এখন তাদের কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও আর্থিক সুবিধা (যেমন: গাড়ি, বাড়িভাড়া, বোনাস ইত্যাদি) বাবদ ২০ লাখ টাকা পর্যন্ত ব্যয় বাড়তি কোনো হিসাব বা জটিলতা ছাড়াই করপত্রে দেখাতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ লাখ টাকা।
এছাড়া, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং সার্বজনীন পেনশন স্কিম থেকে আসা আয় করমুক্ত থাকবে।
জমি ও ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকতে পারে, তবে এলাকাভেদে বেশি হারে কর দিতে হতে পারে। অর্থের উৎস ঘোষণার বিধানও থাকতে পারে। বিদেশে পাচার করা অর্থ ও সম্পদের ওপর কর ও জরিমানা আরোপের ঘোষণা আসতে পারে, বিশেষ করে যারা নাগরিকত্ব ত্যাগ করেও দেশ থেকে আয় করছেন।
ব্যাংক হিসাবে এক লাখ টাকার নিচে কোনো আবগারি কর (এক্সসাইজ ডিউটি) না থাকলেও, এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হতে পারে।
মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির কারণে ফ্রিজ, এসি ও মোবাইল ফোনের দাম বাড়তে পারে। তবে আমদানি শুল্ক হ্রাসের কারণে বাস, মাইক্রোবাস, চিনি, মাখন, সফট ড্রিংকস, বিশেষ ধরনের কাগজ ও ক্রিকেট ব্যাটের দাম কমতে পারে। রড, ফেসওয়াশ, লিপস্টিক ও চকলেটের দাম বাড়তে পারে।
১৮৬ দিন আগে
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে মাসিক সম্মানী ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব পেশ করেন।
সংসদে ২০২১-২২ রাজস্ব বছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে মন্ত্রী এই বাবদ ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দের কথা বলেন।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করার ঘোষণা দেন। সেই অনুসারে ২০২১-২২ রাজস্ব বছরে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয় বলে মন্ত্রী উল্লেখ করেন।
মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মন্ত্রী বলেন, ফ্রেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি জিটুপি সিস্টেমের আওতায় সকল মুক্তিযোদ্ধাদের সম্মানী এবং অন্যান্য ভতুর্কি প্রদানের প্রক্রিয়া উদ্বোধনকরেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ভাতা: আগামী অর্থ বছরে প্রায় ৬৭ শতাংশ হারে বাড়ছে
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নিরাপদ আবাসন নিশ্চিতকল্পে ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ 'বীর নিবাস' স্থাপনের কাজ চলছে।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে, দেশের প্রত্যেকটি উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
১৬৪৫ দিন আগে
বাজেট ২০২১-২২: অগ্রাধিকার নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয় কমিটির সভা
২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজের সফল প্রয়োগ, স্বাস্থ্য খাতের উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করাসহ নয়টি ক্ষেত্রে মনোনিবেশ করার পরিকল্পনা করেছে সরকার।
১৭৮১ দিন আগে
বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন তুলনামূলক ভালো: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশের অর্থনীতি এখন কম-বেশি ভালো অবস্থানে রয়েছে।
১৯০৬ দিন আগে
‘অবাস্তবায়নযোগ্য’ উল্লেখ করে জাতীয় বাজেট প্রত্যাখ্যান করল বিএনপি
২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে বিএনপি বলেছে, করোনাভাইরাস মহামারির এই সময়ে এটি 'অবাস্তবায়নযোগ্য'।
১৯৮১ দিন আগে
বাজেট উচ্চাভিলাষী, তবে বাস্তবায়ন সম্ভব: প্রধানমন্ত্রী
আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ৮.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী হিসেবে স্বীকার করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাজেট বাস্তবায়নে অতীতেও ব্যর্থ হইনি ভবিষ্যতেও ব্যর্থ হবো না।’
১৯৮৪ দিন আগে
২০২০-২১ অর্থবছরে অবৈধ টাকা সাদা করার সুযোগ
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেট বক্তৃতায় একটি পরিকল্পনা ঘোষণার মধ্য দিয়ে ২০২০-২১ অর্থবছরে অবৈধ অর্থ সাদা করার সুযোগ চালু করা হয়েছে।
২০০২ দিন আগে
বাজেট ২০২০-২১: সুদ পরিশোধে ব্যয় হবে ১১.২৩ শতাংশ
সুদের অর্থ পরিশোধে সরকারকে ৬৩ হাজার ৮০১ কোটি টাকা ব্যয় করতে হবে, যা ২০২০-২১ অর্থবছরের মোট জাতীয় বাজেট বরাদ্দের ১১.২৩ শতাংশ।
২০০২ দিন আগে
বিদ্যুত-গ্যাসের বকেয়া বিল ৩০ জুনের মধ্যে না দিলে জরিমানা: প্রতিমন্ত্রী
গ্যাস ও বিদ্যুত বিলের বিলম্ব মাশুল মওকুফ করা আগামী ৩০ জুনের পরে আর বাড়ছে না এবং এর মধ্যে এসব বকেয়া বিল না দিলে জরিমানা দিতে হবে বলে বুধবার জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
২০০৩ দিন আগে
বাজেটে কালো টাকা বৈধ করার পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে টিআইবির আহ্বান
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে সচল করা, রাজস্ব আয় বাড়ানোসহ বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার নামে আসন্ন জাতীয় বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে মঙ্গলবার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২০০৪ দিন আগে