বিভাগ
রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে
রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।
বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, ‘রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’
এতে আরও বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: তেতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে
দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
'পদ্মা' ও 'মেঘনা' বিভাগ গঠন স্থগিত
বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’বিভাগ গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: 'পদ্মা' ও 'মেঘনা' নামেই হচ্ছে নতুন দুই বিভাগ
রবিবার (২৭ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সচিবালয়ের বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আরও পড়ুন: রাজশাহীতে পদ্মা সেতুর নামে গুজব ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড
বৃহত্তর রংপুর বিভাগসহ কুড়িগ্রামেও গণপরিবহন বন্ধ
রংপুর মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটে কুড়িগ্রাম-রংপুর সড়কেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে পরিবহনের অভাবে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস চলাচল করতে দেখা যায়নি।
বাসস্ট্যান্ডে গিয়ে বাস না পেয়ে বাধ্য হয়ে অনেক যাত্রী ব্যাটারি চালিত অটোরিক্সায় চরে নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন। তবে সকাল থেকে দূরপাল্লার বাস অথার্ৎ ডে-কোচ সমূহও কুড়িগ্রাম থেকে ঢাকা যেতে পারেনি বলে জানা গেছে।
এছাড়াও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে, শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডাকা পরিবহন ধর্মঘটকে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশ বানচালের ধর্মঘট হিসেবে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার
তারা বলছেন, সরকারি ছুটির দুদিন পরিবহন ধর্মঘট ঘোষণা প্রমাণ করে এ ধর্মঘট রংপুরে বিএনপি’র সমাবেশকে ঘিরে দেয়া হয়েছে।
শুক্রবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে আগত যাত্রীরা রংপুরসহ জেলার বাইরে যাওয়ার উদ্দেশে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকেই ভেঙে ভেঙে অটো রিক্সা কিংবা সিএনজিতে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে দেখা যায়।
বাসস্ট্যান্ডে আসা ভূরুঙ্গামারীর এক যাত্রী মইনুল আমীন জানান, মেয়ের সঙ্গে দেখা করতে যাবো রংপুর। কিন্তু জানতাম না ধর্মঘট। মারাত্মক ভোগান্তিতে পড়েছি। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে এখন সিএনজি করে রংপুর যাচ্ছি। আগে জানলে হয়তো এভাবে রওয়ানা হতাম না।
রংপুর জেলা মোটর মালিক সমিতির ডাকা দুই দিনব্যাপী পরিবহন ধর্মঘটে কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির কোন মত নেই বলে জানান কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বকসি।
তিনি জানান, আমাদের পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে কোনও নির্দেশনা নেই। তবে রংপুরের ডাকা ধর্মঘটে আমাদের জেলার মোটর মালিকরা গাড়ি চালাবেন কিনা সে সিদ্ধান্ত সকল মালিকের।
আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: গণপরিবহন বন্ধে দেশজুড়ে যাত্রীদের দুর্ভোগ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: রাজধানীতে গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ
৮ বিভাগে ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা!
বুধবার দুপুর ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
চলমান মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: বৃষ্টি অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অফিস
লঘুচাপ: সাতক্ষীরায় বৃষ্টিপাত অব্যাহত, বেড়িবাঁধের ৩৫ পয়েন্ট ঝুঁকিতে
বৃষ্টির দিনেও ঢাকার বাতাস দূষিত
দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমডি জানিয়েছে, ‘শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী (৪৪-৮৮ মিমি.) থেকে ভারী (৮৯ মিমি.) হতে পারে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: দেশে মৌসুমী বৃষ্টির সম্ভাবনা
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
ঝড়ো হাওয়া সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এতে আরও বলা হয়েছে, ‘উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।’
আরও পড়ুন: সারাদেশে বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
২৪ ঘণ্টায় দেশে বৃষ্টির পূর্বাভাস
৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড
এছাড়া বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকা বিভাগের নিকলীতে ২৬ মিলিমিটার।
এদিকে, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এবং মৌসুমী নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরও পড়ুন: ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
বিচার বিভাগকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করার আহ্বান বিএনপির
সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সরকারকে সাহায্য না করে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি।
শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ আপিল বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন ‘দুর্ভাগ্যবশত জনসাধারণের মনে ধারণা রয়েছে যে বিচার বিভাগসংবিধানে অর্পিত স্বাধীনতা রক্ষার পরিবর্তে অন্যায়ভাবে ক্ষমতাসীন দলের অবৈধ, দখলদার ও অনির্বাচিত সরকারকে সংকীর্ণ উদ্দেশ্যে সহযোগিতা করছে।’
বিএনপি নেতা বলেন, তাদের সভা এ ধরনের ঘৃণ্য প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিনি বলেন,আমরা সংবিধানকে সমুন্নত রেখে নিরপেক্ষ মনোভাব নিয়ে স্বাধীনভাবে বিচার বিভাগীয় কার্যাবলী সম্পাদন করার জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানাই।
আরও পড়ুন: বিরোধী রাজনৈতিক নেতারা ন্যায়বিচার পাচ্ছে না: বিএনপি
এর আগে গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের একটি রায় বহাল রাখে। যা ডা. জুবাইদার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম পুনরায় শুরু করার জন্য নিম্ন আদালতের পথ পরিষ্কার করে।
ফখরুল বলেন, ডা. জুবাইদার রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এ মামলায় জড়িয়েছে।
তিনি আরও বলেন,‘কোনো ভিত্তি ছাড়াই শুধুমাত্র জিয়া পরিবারকে হয়রানি ও অপমান করার জন্য মামলাটি করা হয়েছে।’
তিনি বলেন, আপিল বিভাগ যে আদেশ দিয়েছে তা নির্দেশিত (অন্য কারো) বলে মনে হচ্ছে।
এই বিএনপি নেতা অভিযোগ করেন, সরকার বিচার বিভাগের ওপর ‘নিয়ন্ত্রণ’ ও ‘প্রভাব’ প্রতিষ্ঠা করে ‘মিথ্যা’ মামলা করে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, একইভাবে তারা (সরকার) রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেআইনিভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে।
সরকার বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধানের গণতান্ত্রিক চরিত্র বিনষ্ট করে একদলীয় স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।
আরও পড়ুন: মেগা প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে: বিএনপি
ক্ষমতাসীন দলের দুর্নীতি তদন্তে দুদকের প্রতি বিএনপির আহ্বান
৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ছয় বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: দেশের ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।
আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টিতে ভিজল দেশের বিভিন্ন জায়গা
এদিকে, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বিদ্যুৎ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দেয়া হলো প্রধানমন্ত্রীর হাতে
মুজিববর্ষে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার গৌরবময় সাফল্য অর্জনে দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর নীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিদ্যুৎ বিভাগের প্রাপ্ত স্বাধীনতা পুরস্কার তুলে দেয়া হয়েছে।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান এবং দেশের শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় আনার সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ এই জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার-২০২২ পেয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ আরও ১০ ব্যক্তি ও সংস্থা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
পরে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মর্যাদাপূর্ণ পুরস্কার (পদক ও সনদ) তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন: ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, নীতি ও কৌশলের কারণেই দেশের শতভাগ বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়েছে।
তারা বলেন, ‘তিনিই এই গৌরবময় অর্জনের স্থপতি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে প্রতিটি ঘর আলোকিত করার ঘোষণা দেন।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি দেশের শতভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতায় আনার কাজে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এভাবেই সারাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। তাই প্রধানমন্ত্রীর এই অর্জনের স্মারক প্রাপ্য বলে তারা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শতভাগ বিদ্যুতায়ন একটি যুগান্তকারী অর্জন: প্রধানমন্ত্রী
‘জয় বাংলা’ স্লোগান না দেয়া মানে স্বাধীনতার আদর্শকে অবিশ্বাস করা: প্রধানমন্ত্রী
করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা ও সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে
করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মোট যে সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে শতকরা বিবেচনায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। বয়স ভিত্তিক বিবেচনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ৫১ বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত।
রবিবার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।তিনি বলেন, করোনাভাইরাসে আমাদের মোট জনসংখ্যার ৮০ শতাংশের ওপরে সম্ভাব্য সংক্রমণের হার থাকলেও আমরা মৃত্যুর হার খুব বেশী দেখিনি। দেশে এই পর্যন্ত মোট আক্রান্তদের মধ্যে মৃতের হার হলো ৫ দশমিক ৮৭ শতাংশ।
আরও পড়ুন: বুস্টার ডোজ দেয়া থাকলে ভারতে যেতে লাগবে না করোনা টেস্টের সনদ
রোবেদ আমিন বলেন, ‘আমরা যদি বিভাগ ভিত্তিক মৃত্যুর হার দেখি, ঢাকা বিভাগের সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে। সেটি প্রায় ৪৩ দশমিক ৯১ শতাংশ। এরপরই আছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মৃত্যুর হার ২০ দশমিক ১৫ শতাংশ। খুলনা বিভাগে মারা গিয়েছে ১২ দশমিক ৭৭ শতাংশ, আর সাত দশমিক ৩৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে রাজশাহীতে। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে চার দশমিক ৮৭ শতাংশ এবং সিলেট বিভাগে চার দশমিক ৫৫ শতাংশ মানুষ মারা গেছেন। আর বরিশাল বিভাগেতিন দশমিক ৩৭ এবং সর্বনিম্ন মৃত্যুর হার ময়মনসিংহ বিভাগে, যেখানে শতকরা মারা গিয়েছেন তিন দশমিক ০২ শতাংশ।’স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, বয়স ভিত্তিক বিবেচনায় ৫১ বয়স থেকে শুরু করে ৮০ বছরের মধ্যে করোনায় প্রায় আমাদের দেশে ৭০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। এর মানে এই নয় যে ৫০ বছরের নিচে কোন মৃত্যু নেই। আমরা দেখেছি ৪১ বছর থেকে ৫০ বছর পর্যন্ত ১১ শতাংশ মানুষ করোনায় মৃত্যু বরণ করেছে। আর ৩১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত পাঁচ দশমিক ৮৩ শতাংশ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই দশমিক ৩৫ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: করোনা টিকার সকল ডোজই চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা টিকা উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেয়ার আহ্বান ঢাকার