জুয়ার আসর
জুয়ার আসরে বিজিবি সদস্য, ‘পুলিশের তাড়া খেয়ে’ নিহত
গোপালগঞ্জে হাফিজুর রহমান রিপন (৪৫) নামে সাবেক এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দুপুরে সদর উপজেলার কলপুর গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হাফিজুর রহমান রিপনের বাড়ি কলপুর গ্রামে। তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, মঙ্গলবার দুপুরের খাওয়া শেষে বাড়ি থেকে বের হন হাফিজুর। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ (বুধবার) সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পরিবার ও বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে কলপুর এলাকায় একটি জুয়ার আসরে পুলিশ হানা দেয়। ওই আসরে সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান রিপনও ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিভিন্ন দিক ছুটে পালান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।’
আরও পড়ুন: কালবৈশাখীতে গাছের ডাল পড়ে র্যাব সদস্য নিহত
২০৫ দিন আগে
আশুগঞ্জে জুয়াড়িকে ‘পিটিয়ে হত্যা’
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়ার আসরে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’ করেছে দুর্বৃত্তরা।
২০৭৯ দিন আগে
চট্টগ্রামে জুয়ার আসর থেকে আটক ১২
কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।
২১১৬ দিন আগে
ধুনটে ‘জুয়ার আসর’ থেকে আ’লীগ নেতাসহ গ্রেপ্তার ৮
বগুড়া, ১২ ডিসেম্বর (ইউএনবি)-বগুড়ার ধুনট উপজেলার খোকশাবাড়ী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতাসহ আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
২১৮৫ দিন আগে
স্কুলে জুয়ার আসর, বরিশালে যুবলীগ নেতাসহ আটক ৯
ঢাকা, ২৩ সেপ্টেম্বর (ইউএনবি)- বরিশালে বিদ্যালয়ের কক্ষ দখল করে জুয়ার আসর বসানো স্থানীয় যুবলীগ নেতাসহ আট জুয়ারিকে আটক করেছে পুলিশ।
২২৬৫ দিন আগে