গৃহ পরিচারিকা
সিলেটে তুলে নিয়ে প্রাইভেটকারে গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ
সিলেটে এক গৃহ পরিচারিকাকে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ধর্ষণকারীর সঙ্গে জড়িত অপর এক নারী সহযোগিসহ চার জনের নামে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
রবিবার (২২ জুন) রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, ২১ জুন রাতে চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্তরা হলেন— সিলেটের বিশ্বনাথ উপজেলার নভাগ কামালবাজার গ্রামের বাসিন্দা। একই গ্রামের মতিউর রহমান নাজমুল, ফাহিম, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর মাহমুদা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের হতদরিদ্র পরিবারের পাঁচ সন্তানের জননী ওই নারী। স্বামী পঙ্গু হওয়ার কারণে মাহমুদার সঙ্গে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একই বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন তিনি।
গত বুধবার (১৮ জুন) কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে অন্য একটি বাসায় কাজের কথা বলে মাহমুদা অপর তিন ব্যক্তির সঙ্গে ভুক্তভোগী নারীকে তুলে দেন প্রাইভেট কারে।
পুলিশ আরও জানায়, প্রাইভেটকারের ভেতরই ওই নারীকে আপক্তিকর প্রস্তাবসহ তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে জোর-পূর্বক কয়েক দফা শ্লীলতাহানী ঘটায় ওই তিন আরোহী। প্রায় ঘণ্টা খানেক প্রাইভেটকার চালিয়ে দক্ষিণ সুরমা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পাশে ওই নারীকে জোরপূর্বক নামানো হয়।
আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন
এরপর, দুই সহযোগীকে পাহারায় রেখে আবু সালমান ওরফে আবুল ওই নারীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
এক পর্যায়ে পাহারায় থাকা অপর দুজন ফের ধর্ষণের চেষ্টা করলে ওই নারী কান্নাকাটি, চিৎকার শুরু করলে নারীকে বিদ্যালয়ের বাথরুমের পাশে ফেলে রেখে আবু সালমান ওরফে আবুল তার সহযোগীদের নিয়ে চলে যান।
পরে বাসায় ফিরে পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনকে ধর্ষণের ঘটনাটি অবহিত করেন ভুক্তভোগী নারী।
এরপর, শুক্রবার (২০ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিজ সেন্টারে চিকিৎসার জন্য তাকে ভর্তি করান পরিবারের লোকজন।
চিকিৎসা গ্রহণ ও ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে ওই দিনই থানায় অভিযোগ করেন ওই নারী।
ওসি মিজানুর রহমান জানান, অভিযোগে একাধিক ব্যক্তির নাম থাকায় তদন্তে সম্পৃক্ততা পেলে পরবর্তীতে থানায় মামলা রুজু করা হবে।
১৬৫ দিন আগে
বাঁশখালীতে গৃহ পরিচারিকার লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাফিয়া বেগম নামে এক পরিচারিকার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনুমিয়াজীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত রাফিয়া ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাঁসপাড়া এলাকার আবুল হাশেমের স্ত্রী। এদিকে পুলিশ ও পরিবারের ধারণা রাফিয়া বেগমকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা : ওসি মিজানের ১০ বছর কারাদণ্ড
নিহতের বড় ছেলে মামুনুর রশীদ বলেন, ‘আমার মা ৬ মাস ধরে ওই বাড়িতে কাজ করছেন। মা শারীরিক প্রতিবন্ধী। কেউ আমার মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা খুনিদের বিচার চাই।’
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃত আরেফুল কাদের চৌধুরীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে থাকতেন রাফিয়া বেগম। ভোরে বাড়িসংলগ্ন পুকুরের ঘাটে রাফিয়া বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, লাশের কপালে, মুখে, মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ রাফিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন করে আসামি ধরতে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: মারা গেল চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী ‘নোভা’
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
৭৮৩ দিন আগে
কুমিল্লায় গৃহ পরিচারিকার কাজ দেয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দধিখলা গ্রামের এক নারীকে (২৯) গৃহ পরিচারিকার কাজ দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
১৭৩২ দিন আগে
মণিরামপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
যশোরের মণিরামপুর উপজেলার জালালপুর গ্রামে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
১৯৯১ দিন আগে