মতলব দক্ষিণ
চাঁদপুরে ৪ জেলায় হত্যাসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণে চার জেলায় ১৪ মামলার আসামি মো. নুর নবীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ পরিদর্শক মীর হাবিবুর রহমানসহ একটি বিশেষ দল কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার মোহনা আবাসিক এলাকার চান্দিনা রোড থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার নুর নবী নোয়াখালী জেলার হাতিয়া থানার পশ্চিম বড় দেইল গ্রামের আলা বক্স পাটওয়ারী বাড়ির মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
তিনি মতলব-গৌরীপুর সড়কের নাগদা এলাকায় দেলোয়ার হোসেন মিলন নামে এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ ফেলে যাওয়ার ঘটনায় জড়িত এবং চাঁদপুরসহ ৪ জেলায় ১৪ মামলার আসামি।
শুক্রবার বিকালে চাঁদপুর শহরতলীর বাবুরহাটে পিবিআই জেলা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মতলব দক্ষিণ উপজেলার নাগদা মতলব-গৌরীপুর সড়কের দক্ষিণ পাশে জনৈক ইউসুফ বেপারীর জমি হতে অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার করেন। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় জানা যায়।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, আটক ২
৯৮৬ দিন আগে
চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই, আহত ১০
জেলার মতলব দক্ষিণের বরদিয়া আড়ং বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডে তিনটি দোকানসহ প্রায় সাড়ে ছয় লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
১৯০৪ দিন আগে
চাঁদপুরে একদিনে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু
জেলার হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়ায় একদিনেই করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
১৯৮৯ দিন আগে