ইজিবাইক চালক
যশোরে ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
মাগুরার শালিখার হরিশপুর গ্রামের ইজিবাইক চালক আল আমিন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একই সঙ্গে অপর এক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকালে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জয়ন্তী রাণী দাস এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) এসএম আব্দুর রাজ্জাক।
মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন— শালিখা উপজেলার রামপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে জুয়েল খান, একই এলাকার সেলিম হোসেনের ছেলে হারুন অর রশিদ এবং যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের হযরত আলীর ছেলে আলামিন।
দুই বছরের সাজা পাওয়া আসামি রাসেল মোল্যা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের সুলতান মোল্যার ছেলে। তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদ এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় হারুন অর রশিদ ও রাসেল মোল্যা আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, মৃত্যুদণ্ডের সাজা পাওয়া আসামিদের মধ্যে হারুন কারাগারে আটক আছেন। জুয়েল কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসে কোর্ট পুলিশের কাছ থেকে পালিয়ে যান। তাছাড়া জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন আরেকিআসামি আলামিন। আর দুই বছরের সাজা পাওয়া রাসেল মোল্যাও কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: নওগাঁয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
মামলার বিবরণে জানা গেছে, মাগুরার শালিখার হরিশপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আল আমিন। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর বিকালে আল আমিন বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ায় চালানের উদ্দ্যেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় আল আমিনের মোবাইলে কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পরদিন দুপুরে এক আত্মীয়ের মাধ্যমে আল আমিনের স্বজনরা জানতে পারেন, তার ইজিবাইক যশোর চাঁচড়া ফাঁড়ি পুলিশ উদ্ধার করেছে। একই সঙ্গে বাঘারপাড়ার বুধোপুর গ্রামের রাস্তার পাশ থেকে আল আমিনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের পিতা মোস্তাফিজুর রহমান বাঘারপাড়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
একই বছরের ২৫ ডিসেম্বর আল আমিনকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামি জুয়েল, হারুন ও আলামিন এবং চোরাই ইজিবাইক ক্রয় করায় রাসেলকে আটক করে র্যাব। পরে ২০২২ সালের ১৫ মে ওই চারজনকে আসামি করে আদালতে আভিযোপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হরষিত রায়।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামি জুয়েল, হারুন ও আলামিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড ও ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এ মামলার অপর আসামি রাসেল মোল্যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১২৩ দিন আগে
লালমনিরহাটে হিট স্ট্রোকে ইজিবাইক চালকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে হিট স্ট্রোকে রাসেদুল ইসলাম নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চামটাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু
রাসেদুল হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ক্ষুব্ধ বিছনদই এলাকার বদর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাসেদুল দুপুরের খাবার শেষ করে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
স্থানীয়রা ধারণা করছেন- রাশেদুল অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে মারা গেছেন।
মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে জানাতে পারব।
আরও পড়ুন: হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা
৫৮৭ দিন আগে
ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা
ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামে মসজিদের সামনে তার ওপর হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।
জনাব আলী (৪৭) ওই গ্রামের গোলাম আকবর বিশ্বাসের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ১৫-২০ দিন আগে পাকাকাঞ্চনপুর গ্রামের ইজিবাইক চালক জনাব আলীর সঙ্গে পাশের গ্রাম কাঞ্চনপুরের সরোয়ার ফকিরের ছেলে মিজানুর রহমানের বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে শানিবার সন্ধ্যায় জনাব আলীর ওপর হামলা হয়।
সে সময় তিনি ইছাখাদা বাজার থেকে ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মিজানুর রহমান ও তার সঙ্গীরা পথরোধ করেন।
পরে ইজিবাইক থেকে নামিয়ে তাকে রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা জনাব আলীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। অন্যদিকে লাশের ময়না তদন্ত ও এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১০৬৮ দিন আগে
সিরাজগঞ্জে ইজিবাইক চালক হত্যা: ৩ আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে চালক ইসলামকে হত্যার পর ইজিবাইক ছিনতাই মামলার তিন আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছেন পিবিআই-এর পুলিশ সুপার মো.রেজাউল করিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাগলপুর কয়রা গ্রামের মৃত খোকা সরকারের ছেলে ইছা সরকার, মো. শরিফুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম হোসেন টুটুল ও মৃত খোকা সরকারের ছেলে মো. ছুরুত আলী সরকার।
আরও পড়ুন: ফরিদপুর চাঁদাবাজির অভিযোগে ৩ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার
পুলিশ সুপার জানান,প্রতিদিনের মতো ২৫ মে ভোরে ইজিবাইক চালক ইসলাম কাজের উদ্দেশ্যে তাড়াশ উপজেলার বারুহাস বাজারে যান। ওইদিন রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। পরদিন সকালে বারুহাস সড়কের জোড়া পুকুরের মধ্যে থেকে ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়। এ মামলা তদন্তকালে বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জকে তদন্তের আদেশ দেন।
তিনি আরও জানান, পিবিআই মামলার তদন্তের শুরুতেই বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে সিরাজগঞ্জের পিবিআই কর্মকর্তারা জানতে পারে অভিযুক্তরা টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে। এরপর টাঙ্গাইল থেকে তাদের গ্রেপ্তার করে সিরাজগঞ্জে নিয়ে আসা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর পর ১৬৪ ধারায় ঘটনায় জড়িত থাকার বিষয়ে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তিনি আরও বলেন, তাদের চার জনের একটি সংঘবদ্ধ দল রয়েছে। যারা বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি ও ছিনতাই করে থাকে। এদের মধ্যে একজন নারীও রয়েছে। তারা চারজন বিকাল বা সন্ধ্যার দিকে ইজিবাইক ভাড়া করতো এবং ইজিবাইক চালানো শুরুর পর ওই নারী নানানভাবে ওই চালককে আকৃষ্ট করতেন। চালক আকৃষ্ট হলেই তাকে প্রলোভনে নির্জন স্থানে নিয়ে যেতেন এবং সেখানে তাকে হাত-পা বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই করতো সংঘবদ্ধ দলটি।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর ইন্সপেক্টর গোলাম কিবরিয়া, মো. নুরুল ইসলাম, মো. সোহেল রানা, মাহবুব মোর্শেদ খান, তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল খালেক অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মাদারীপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য গ্রেপ্তার
১১৫৫ দিন আগে
শার্শায় খাল থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
যশোরের শার্শায় খাল থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার উলশী ইউনিয়নের ধলদা গ্রামের বড়বাড়িয়া খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইজিবাইক চালক শাকিব (১৯) উপজেলার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বিরামপুরে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
স্থানীয়দের বরাত দিয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, খালে শাকিবের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
১৪১৭ দিন আগে
মহেশপুরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান (৪০) মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এরই জের ধরে মোটরসাইকেলের চালক খালিদ হাসানের সাথে হাফিজুরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে খালিদ হাসান কয়েকজনকে সাথে নিয়ে হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এতে হাফিজুর রহমান আহত হলে খালিদ তাকে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের আটকে অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: বাঘাইছড়িতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা
শাহরাস্তিতে নারীকে কুপিয়ে হত্যা
১৫৩৯ দিন আগে
সাতক্ষীরায় আখখেত থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
সাতক্ষীরার সখিপুর এলাকার একটি আখখেত থেকে শুক্রবার সকালে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৯৮৮ দিন আগে