যুবক নিহত
কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগস্ট) বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
নিহত আব্দুর রহমান (৩০) কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
উপজেলার ১ নম্বর পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হলেন, জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহতদের পুরো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করেন আব্দুর রহমানসহ কয়েকজন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুর রহমান। শনিবার বিকাল পর্যন্ত লাশ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পড়ুন: পরশুরামে বিএসএফের গুলিতে নিহত সেই যুবকের লাশ হস্তান্তর
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ভারত সীমান্ত থেকে লাশ আনার প্রক্রিয়া চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে বিজিবির (১৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, এরকম সংবাদ আমরা পেয়েছি। শুক্রবার রাত থেকে লাশ শনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, লাশ গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছালে লাশ হস্তান্তরের কাজ শেষ হবে বলে তিনি জানান।
৯৬ দিন আগে
লালবাগে সংঘবদ্ধ পিটুনিতে যুবক নিহত
রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় সংঘবদ্ধ পিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ১৪ আগস্ট শহীদনগর লোহার ব্রিজ এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণের সঙ্গে তৌফিকুল জড়িত ছিলেন বলে সন্দেহ করেন স্থানীয়রা। এরপর শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আজিমপুর আর্মি ক্যাম্পের একটি দল। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, তৌফিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
১০৯ দিন আগে
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
চাঁদপুর সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল হোসেন শিশির (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কাছে ময়দান খোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামের দিঘিরপাড় এলাকার নজরুল ইসলাম স্বপনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রুবেল সম্প্রতি বাবুরহাট স্কুল থেকে এসএসসি পাস করেছেন। গতকাল (রবিবার) নানার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (রবিবার) দুপুরে রুবেল তার নানার মোটরসাইকেলে করে সদরের লালদিয়া এলাকা থেকে বাবুরহাট যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাববোঝাই ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খেলে তিনি ছিটকে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় তার মস্তিষ্ক বের হয়ে আসে।
দীর্ঘ সময় রাস্তার পাশে রুবেলের মরদেহ পড়ে থাকলেও স্থানীয়রা কেউ তাকে হাসপাতালে নিতে সাহস পাননি।
পরে এক সিএনজি অটোরিকশাচালক মানবিক কারণে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১
এরপর চিকিৎসক ডা. মাহমুদুল হাসান সুমন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রুবেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে আহাজারি শুরু করেন।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন বলেন, ‘হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ইউএনবিকে জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শেষ বিকালে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
১১৫ দিন আগে
গাজীপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২
গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও জব্দ করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, মাওনা চৌরাস্তার গল্প ছড়া নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে কয়েকজন যুবক ঘুমাতে যায়। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত জুয়েল এবং আটক রাকিব ও রবিনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিবের ছুরিকাঘাতে জুয়েলের বুক বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।
আরও পড়ুন: মৌলভীবাজারে নিজ দোকানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে প্রথমে মাওনার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওনা চৌরাস্তার টহলরত পুলিশ খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে রাকিব ও রবিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি জানান, নিহত জুয়েল ও গ্রেপ্তাররা সবাই ভাসমান এবং মাওনা চৌরাস্তা কেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।
১১৮ দিন আগে
নেত্রকোনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল যুবকের
নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১টার দিকে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম।
নিহত যুবক ওই উপজেলার নারন্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: ধারালো রাম দার সামনে স্বামীর ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১টার দিকে কাকন আহমেদ দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজারসংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। কাকনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ওসি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ মমেক হাসপাতাল রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
১২০ দিন আগে
গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন আরও তিনজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ভোরে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত (২০) নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।
আহতরা হলেন, কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বড়হরা (বড্ডা) এলাকার মৃত হাফিজুল্লাহর ছেলে রিফাত (১৯), বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এলাকার মৃত ইসমাইলের ছেলে রুবেল (২৮) এবং তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার আবদুল্লাহ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে একদল চোর হানা দেয়। ওই সময় গরুর মালিক শামসুদ্দিন মোল্লা পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। চোরদের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার, চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সহায়তায় চোরদের ধাওয়া করা হয়। এসময় স্থানীয়রা চোর চক্রের চারজনকে ধরে ফেলেন।
এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে শান্ত নামে একজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক অপর তিনজনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
নিহত শান্তর লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শহিদুল ইসলাম জানান, গণপিটুনিতে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গরু চুরির অভিযোগে চারজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে একজন মারা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৩৫ দিন আগে
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, সিলেটে যুবক নিহত
সিলেটের জকিগঞ্জে গরু ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সুহেল আহমদ (৩০) নামে এক যুবক মারা গেছেন। গুরুতর অবস্থায় প্রায় এক সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে মারা যান সুহেল। ঘটনাটি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সমসখানি এলাকার।
নিহত সুহেল ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়ে তার ছোট ভাই তারেক আহমদ এখনও চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় গরু বিক্রির টাকা নিয়ে সুহেলের সঙ্গে একই গ্রামের এহিয়া আহমদের কথা কাটাকাটি হয়। এর জেরে পরদিন সকালে থানায় লিখিত অভিযোগ করেন সুহেল। অভিযোগের পরদিন ৩০ জুন বিকালে অভিযুক্ত এহিয়া ও তার স্বজনরা ধারালো অস্ত্র নিয়ে সুহেল ও তার ছোট ভাই তারেকের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (মঙ্গলবার) সকালে মৃত্যু হয় তার।
আরও পড়ুন: হবিগঞ্জে এসএসসি ফলপ্রত্যাশীকে হত্যা, ঘাতক গ্রেপ্তার
নিহতের চাচা আব্দুল গফুর জানান, তারা হাসপাতালে ব্যস্ত থাকায় হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি। তবে জানাজা ও দাফনের পর মামলা করার কথা জানান তিনি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভু্ক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
১৪৯ দিন আগে
মুন্সীগঞ্জে মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ভবেরচরের দড়িবাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন— মাহমুদুল হাসান (৩১) ও মেহেদী হাসান (৩০)। মাহমুদুল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং মেহেদী একই উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত মাহমুদুল হাসান ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শী মতলবের মাজহারুল ইসলাম সোহান জানান, মতলব দক্ষিণ থেকে মোটরসাইকেলে চড়ে মাহমুদুল ও মেহেদী ঢাকা যাচ্ছিলেন। পথে ভবেরচর দড়ি বাউশিয়া এলাকায় পৌঁছালে তিশা পরিবহনের একটি বাস পেছন থেকে এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এর ফলে সড়কের ওপর ছিটকে পড়ে একজন সেখানেই নিহত হন। অপরজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ গজারিয়া থানায় একটি মামলা করেছে বলেও জানান তিনি।
১৫৩ দিন আগে
মৌলভীবাজারে ট্রেনের নিচে কাটা পড়ে যুবক নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শাহিন মিয়া (৩০) নামে যুবক নিহত হয়েছেন।
বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের বাজিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যান অতিক্রম করার সময় হঠাৎ ওই যুবক রেললাইনের ওপর চলে আসেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঘুমের মধ্যেই কুড়ালের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর
শাহিনের লাশের সঙ্গে থাকা রাসেল মিয়া বলেন, ‘শাহিন লাউয়াছড়ায় ঘুরতে এসে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। সে সময় অন্যদের সঙ্গেও আমিও তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু পথেই শাহিনের মৃত্যু হয়।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) শামীম আকনজি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। কিভাবে তিনি রেল লাইনে চলে আসেন, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
১৭৫ দিন আগে
কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
কুষ্টিয়ার ভেড়ামারায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তর পাল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে ১০ মাইল এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর পাল (২৭) কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে। তিনি আউটসোর্সিংয়ের কাজ করতেন।
আরও পড়ুন: গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২৫
স্থানীয়রা জানান, অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ১০ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৮০ দিন আগে