নাসিরনগর
নাসিরনগরে দুই পক্ষের সংর্ঘষে আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
মঙ্গলবার(১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ৪৩ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন- জালাল মিয়া (৪৫), দুলাল মিয়া(৩২), শাহ আলম(৩৫), রাব্বি মিয়া(১১),আমীর আলী(৩৫), মাসুক মিয়া(৪৫) ও সাহার আলী(১৮)।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শসা খাওয়ার ঘটনার জেরে দেশীয় অস্ত্র নিয়ে সরকার বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। বতর্মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শেষ খবর পাওয়া পযর্ন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি।
১৭৮ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসাছাত্রের
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে) সন্ধ্যায় উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আকাশ শ্রীঘরের উত্তরপাড়ার আনোয়ার হোসেন ছেলে এবং স্থানীয় মাদরাসায় পড়াশুনা করত।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ফুটবলার নিহত
স্থানীয়রা জানান, চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আকাশ। পরে পরিবারের লোকজন তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত বলেন, ‘ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
২১৭ দিন আগে
নাসিরনগরে লাইব্রেরিতে বই পড়ে পুরস্কার পেলেন ২৩ শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আগস্ট মাসে লাইব্রেরিতে যেসব পড়ুয়ার সবচেয়ে বেশি উপস্থিতি ছিল, তাদের পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ২৩ শিক্ষার্থীর হাতে এ পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন: ডিআরইউ’র ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’ উদ্বোধন
পুরস্কার পাওয়া ২৩ শিক্ষার্থী হলেন-
বালিকা বিভাগে ২৭ দিন উপস্থিত থেকে যৌথভাবে প্রথম হয়েছেন সাদিয়া বুশরা, হাফছা বেগম, নুসরাত সাকুরা, সুমাইয়া আফরিন, মহিমা রায়, সৃষ্টি রায়, লামিয়া আক্তার, আদ্রিতা, নুসরাত জাহান সোহা ও শাহ সামিয়া।
বালক বিভাগে ২৭ দিন উপস্থিত থেকে যৌথভাবে প্রথম হয়েছেন স্নেহাল গোপ পান্না, তন্ময় সরকার, সৌমিক রায়, গগনদীপ কুন্ডু, পৃথিবী দাস সূর্য্য, আব্দুল গফফার মাহুদী, সৌভিক রায়, আরিয়ান ইসলাম সোহান ও ওমর ফারুক।
এছাড়া ২০ দিন উপস্থিত থেকে দ্বিতীয় হয়েছেন ইস্পা আক্তার এবং ২৫ দিন উপস্থিত থেকে দ্বিতীয় হয়েছেন সপ্তদীপ কুন্ডু।
এদিকে ১১ দিন উপস্থিত থেকে তৃতীয় হয়েছেন ইসরাত সানিয়া আক্তার এবং ২২ দিন উপস্থিত থেকে তৃতীয় হয়েছেন ক্বারি মো. আব্দুল্লাহ।
আরও পড়ুন: ডিজিটাল লাইব্রেরি অ্যাপ চালু করল ইউএনডিপি
৪৪৮ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে অক্সিজেন স্বল্পতায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দেশে আরও ৯ জনের করোনা শনাক্ত
নিহতরা হলেন- মাধবপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের মৃত ফজলুল হকের ছেলে ঠিকাদার আলম মিয়া, একই উপজেলার মৌজপুর গ্রামের আবিদ মিয়া ছেলে সম্রাট মিয়া ও সম্পদপুর গ্রামে নজব আলীর ছেলে চুন্নু মিয়া।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মধ্যে গুটমা বাজারের পাশে আবদুল আহাদের নিমার্ণাধীন স্বপ্না মার্কেটের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন তিনজন। এসময় ভেতরে অক্সিজেন না থাকায় নিঃশ্বাস বন্ধ হয়ে একে একে তিনজনই মারা যান।
ঘন্টাখানেক তাদের কোন সাড়া না পাওয়ায় স্থানীয় লোকজন নাসিরনগর পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রাকিবুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা।
ওসি মো. সোহাগ রানা বলেন, সেপটিক ট্যাংক থেকে তিনজন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধারের পর নাসিরনগর থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জন আক্রান্ত
৬০০ দিন আগে
নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন- দুবাই প্রবাসী আক্তার শাহ এর মেয়ে রৌজা (৭) ও আরেক দুবাই প্রবাসী শাহানুর শাহ এর ছেলে শামী (৫)।
পরিবারের পক্ষ থেকে জানায়, বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। পরে তাদেরকে পুকুর থেকে তুলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৯৫৬ দিন আগে
নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পরিবারের সংঘর্ষে ৪০ বছরের এক ব্যক্তি নিহত এবং নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আকতার মিয়া উপজেলার গুনিয়াউকের মৃত খুরশেদ আলীর ছেলে৷
আরও পড়ুন: নড়াইলে ভাঙচুর: গ্রেপ্তার যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, চাচাতো ভাই দুলাল মিয়ার সঙ্গে আকতারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাকবিতণ্ডা থেকে দুই পরিবারের সদস্যরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ: শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
তিনি জানান, আহতদের মধ্যে আকতার মিয়া ও দুলাল মিয়াসহ ১১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ১টার দিকে আকতার মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
১২৩৬ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বুধবার বিকেলে জেলার নাসিরনগর ও বিজয়নগর উপজেলায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নাসিরনগরের ধানকুড়া গ্রামে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী আলী শাহ (৬৩) ও করিম শাহ (৫৫) নিহত হন। নিহত আলী শাহ নাসির নগর সদর উপজেলার সমুজ শাহ’র ছেলে এবং করিম শাহ একই গ্রামের মো. আলীর ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ্ সরকার বলেন, ‘ধানকুড়া গ্রাম থেকে একটি ট্রাক্টর বিশ্ব রোডের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনায় তারা দুইজন নিহত হয়। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। এছাড়াও বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা জগৎপুর এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আব্দুল হেকিম (৯৫) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি চান্দুরা ইউপির জালালপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
এদিকে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৩৬০ দিন আগে
৫০ মণ ওজনের মানিক ও বাবু’র দাম উঠেছে ১৪ লাখ
কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সবার নজর কাড়ছে ৫০ মন ওজনের মানিক ও বাবু যুগল। ক্রেতারা শান্তপ্রকৃতির এ দুটি ষাঁড়ের এখন পর্যন্ত দাম হাকিয়েছে ১৪ লাখ টাকা। তবে মালিক অলি মিয়া ষাঁড় দুটির বিক্রয় মূল্য নিধারণ করেছেন ২২ লাখ টাকা।
প্রবাসফেরত অলি মিয়া ও তার স্ত্রী হাবিবা বেগম বাড়ির আঙ্গিনায় একটি গরুর খামার গড়ে তুলেছেন। যেখানে কোরবানি ঈদ উপলক্ষে বেশ কিছু পশু হৃষ্টপুষ্ট করা হয়েছে। সে সকল পশুর মধ্যে রয়েছে মানিক ও বাবু নামে দুটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়।
অত্যন্ত যত্নের সাথে ষাঁড় দুটির লালন পালন করছেন তারা। প্রতিদিন তাদের খাবারের তালিকায় দিচ্ছেন খৈল, ভূষি, বন, খড়, ঘাসসহ বিভিন্ন প্রাকৃতিক খাবার। তাদের পরিচর্যায় একজন লোকও রাখা হয়েছে। কালো দেহী মানিকের ওজন প্রায় ২৫ মণ। আগাগোড়া একেবারে থুলথুলে মাংসল। সাদা রংয়ের বাবুরও ওজন প্রায় ২৫ মণ। দেখতে অনেকটা গোলগাল।
আরও পড়ুন: অনলাইনে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা
অলি মিয়া জানান, গত চার বছর ধরে মানিক ও বাবুর লালন পালন করছেন। কোরবানির ঈদে বিক্রি করার লক্ষে তাদের প্রাকৃতিক খাবারের মাধ্যমে হৃষ্টপুষ্ট করেছেন। এতে তাদের পিছনে প্রতিদিন এক হাজার টাকা খরচ করছেন। শুধু তাই নয়, তাদের খাবারের জন্য বাড়ির পাশে তিন কানি জমিতে ধান চাষ বাদ দিয়ে ঘাসের আবাদ করেছেন।
তিনি জানান, পরিবারের সদস্যর মতই তাদের প্রতিপালন করা হচ্ছে। তবে খামারের পরিধি বাড়ানোর জন্য এবং আর্থিক স্বচ্ছলতা ফেরাতে শত কষ্টে সত্বেও পশু দুটি বিক্রি করে দিতে হচ্ছে।
তার স্ত্রী হাবিবা বেগম বলেন, গত চার বছর আগে খামারে থাকা একটি গাভী গরু থেকে এ দুটি ষাঁড়ের জন্ম। অনেক শখ করে তাদের নাম রাখা হয়েছে মানিক ও বাবু। তারপর থেকেই কোরবানির ঈদে বিক্রি করার লক্ষ নিয়ে এ গুলোকে লালন পালন করা হচ্ছে। এবারের ঈদে মানিক ও বাবুকে বিক্রি করে দেয়া হবে। মনে শত কষ্ট থাকলেও তাদের বিক্রি করতে হচ্ছে।
আরও পড়ুন: হাজার কেজির ‘বাংলার টাইগার’: দাম হাঁকছেন ৫ লাখ
গরু কিনে ‘ডিজিটাল পশুর হাট’ উদ্বোধন করলেন স্থানীয় সরকারমন্ত্রী
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.বি.এম সাইফুজ্জামান বলেন, চলমান করোনা পরিস্থিতির কারণে অনেকেই প্রবাস থেকে দেশে ফিরে আসছেন। তাদের কাছে যে পুঁজি আছে তা বিনিয়োগের নিরাপদ স্থান হচ্ছে পশু পালন। এতে স্বল্প পুঁজি দিয়ে গ্রামীণ পরিবেশে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ পশুপ্রাণী পালন করে তারা লাভবান হতে পারবেন। তবে যারা এ ধরনের উদ্যাগে নিবেন তারা যেন বিষয়টি আমাদের অবহিত করেন। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সব্বোর্চ্চ সহযোগিতা করা হবে।
তিনি বলেন, খামারি অলি মিয়া যে উদ্যোগ নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই এবং যে কোন প্রয়োজনে আমরা তার পাশে থাকব।
১৬০৯ দিন আগে
শিশু ধর্ষণের ঘটনায় চিকিৎসকদের ভিন্ন ভিন্ন প্রতিবেদন: এসপিসহ ১০ চিকিৎসককে তলব
ধর্ষণের শিকার ৭ বছরের এক শিশুর ডাক্তারি পরীক্ষায় একাধিক চিকিৎসক ভিন্ন ভিন্ন প্রতিবেদন দেয়ায় এবং তদন্তে গাফিলতির জন্য ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ১০ চিকিৎসক এবং এসপিসহ তিন পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।
১৭৮৩ দিন আগে
নিখোঁজের ৪ দিন পর তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের চারদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাইজু বেগম (১৬) নামে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৯৮৭ দিন আগে