সরকারি কর্ম কমিশন
পিএসসির সংস্কারসহ ৭ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার ও প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তিসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রবিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ঘুরে এসে শান্ত চত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন মুন্না ৭ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো— ৪৫ তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করা, প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করা, প্রতিটি বিসিএসের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা, সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে ভেরিফিকেশনের হয়রানি লাঘবের ব্যবস্থা এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া, ভাইভা উত্তীর্ণ সবার চাকুরির নিশ্চিত করা, বেসরকারি ক্ষেত্রে আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে আগামী ৭ দিনের মধ্যে কমিশন গঠন করার পাশাপাশি বিসিএসসহ সব চাকুরি পরীক্ষার ভাইবা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ দেওয়া, বিসিএস প্রশ্ন ফাঁসকারী চক্রাদ্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা, তা না হলে নতুন করে পরীক্ষা নেওয়া আহ্বান জানান তারা।
মুন্না বলেন, ‘৫ আগস্টের পরে এ বিষয় নিয়ে কথা বলা লজ্জার। আমাদের হতাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ভেবেছিলাম আমাদের আর রাজপথে নামতে হবে না।গত বিসিএসের প্রশ্নফাঁসের ব্যাপারে সবাই জানেন এবং সবার কাছে পানির মত পরিস্কার।’
আরও পড়ুন: পিএসসিতে আরও ৭ সদস্য নিয়োগ
এ সময় বিসিএস ভাইবাতে শিক্ষার্থীদের হেনস্তার শিকার হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান এই শিক্ষার্থী।
পদার্থবিজ্ঞানের ১২ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরেও পিএসসির সংস্কার নিয়ে আমাদের আন্দোলন করতে হবে; এটা ভাবিনি। আমাদের দাবি না মানলে জুলাইয়ের মত আবারো রাজপথে নামতে বাধ্য হবো।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, ‘৪৬ তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে এটাতে কোন সন্দেহ নেই। জড়িত কর্মকর্তা ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’
ওই পরিক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবি জানিয়ে আরমান বলেন, পিএসসির সংস্কার না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে।
এছাড়া একই দিনে যেন কয়েকটি চাকরির পরীক্ষা নেওয়া না হয় সে সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
২২১ দিন আগে
পিএসসির চেয়ারম্যানসহ ১২ সদস্যের পদত্যাগ
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, মঙ্গলবার বিকেলে পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন সোহরাব।
আরও পড়ুন: প্রশ্নফাঁস: পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালকসহ ১৭ জন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম পিএসসির সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।
চাকরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষা এই সপ্তাহেই শুরু হওয়া উচিত বলে জোর দেন তিনি। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যুবকদের অগ্রাধিকারের কথা ভুলে যাওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি।
২০২০ সালের ১৬ সেপ্টেম্বর পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সোহরাব হোসাইন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা সোহরাব শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: প্রশ্নফাঁসের প্রমাণ পেলেই রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল: পিএসসি চেয়ারম্যান
৪২২ দিন আগে
পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯০৫ দিন আগে
৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল: বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেলেন ২২০৪ জন
বহুল প্রতিক্ষিত ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
১৯৮৩ দিন আগে