নৌপুলিশ
সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, আটক ২: নৌপুলিশ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় সদর উপজেলার টুকেরবাজার নৌপুলিশের অভিযানে বালু ও পাথর বোঝাই স্টিল বডির নৌকা জব্দ এবং দুই জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে নৌপুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রক্তি নদীর আবুয়ার মুখে অভিযান চালিয়ে নৌকা জব্দ ও তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী অনন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে যুবরাজ ও আবিনুর মিয়ার ছেলে আক্তার হোসেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: লক্ষ্মীপুরে জেলে-নৌপুলিশ সংঘর্ষে নিহত ১
স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, এসআই পরিমল চন্দ্র মল্লিকের নিকট খবর আসে যে একটি চক্র প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে যাদুকাটা নদীতে বালু ও পাথর উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে নৌপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌকা জব্দ ও তাদের আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করে পরিমল চন্দ্র মল্লিক জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করবেন তাদের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত
সুনামগঞ্জে লেনদেনের অর্থ নিয়ে কথা কাটাকাটি, বন্ধুর হাতে বন্ধু খুন
৯১০ দিন আগে
বরিশালে ৩৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
বরিশালের মেহেন্দিগঞ্জে নৌপুলিশের অভিযানে আনুমানিক এক কোটি ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় কেউ আটক না হলেও চারটি দোকানের পাঁচজন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে নৌপুলিশ।
নৌপুলিশের কালিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যাদের দোকানঘর থেকে এসব জাল জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান নৌপুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: মাগুরায় ২ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার
বাঘাইছড়িতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা
১৫৪০ দিন আগে
৯৯৯ এ কল দিয়ে ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কলে ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিককে বৃহস্পতিবার ভোরে উদ্ধার করেছে নৌপুলিশ।
১৭৪৪ দিন আগে
মেঘনায় নিখোঁজের ২দিন পর জেলের লাশ উদ্ধার
চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজের দুদিন পর এক জেলের লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ ও নৌপুলিশ।
১৮৭০ দিন আগে
পদ্মায় নৌকা ডুবি: নৌকার মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নৌকার মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌপুলিশ।
১৮৯৬ দিন আগে
বুড়িগঙ্গা থেকে বস্তাবন্দী অবস্থায় যুবকের লাশ উদ্ধার
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
১৯৭৯ দিন আগে