শ্রম মন্ত্রণালয়
৩০ প্রতিষ্ঠানকে ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ দেবে শ্রম মন্ত্রণালয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’কে অধিকতর গৌরবোজ্জ্বল ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ৬টি খাতের ৩০টি প্রতিষ্ঠানকে ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করবে।
নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরও অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতামূলক অংশগ্রহনে উদ্বুদ্ধকরণে ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করবেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আওতায় শ্রমমান সম্পর্কিত কিছু নির্ণায়ক মাপকাঠি যেমন-অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ৬টি সেক্টরের ৩০টি শিল্প-কারখানাকে নির্বাচন করা হয়েছে।
প্রথমবারের মতো এবছর তৈরী পোশাক খাতের ১৫টি কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেক্টরে ৩টি প্রতিষ্ঠান, চা শিল্পে ৪টি প্রতিষ্ঠান, চামড়াজাতপণ্য সেক্টরের ২টি শিল্প-কারখানা, প্লাষ্টিক সেক্টরে ৩টি প্রতিষ্ঠান এবং ফার্মাসিউটিক্যালস সেক্টরে ৩টি প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আরও পড়ুন:জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
শীত ঘনিয়ে আসতেই ‘অস্বাস্থ্যকর’ হচ্ছে ঢাকার বাতাস
১৫৪০ দিন আগে
শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগ ভূমিকা রাখছে
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে কারখানা পর্যায়ে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চত করতে এবং শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে গৃহীত পদক্ষেপ ভালো ভূমিকা রাখছে।
১৭২০ দিন আগে
গার্মেন্টস শিল্পের শ্রমিকদের ৮৪ কোটি টাকা সহায়তা দিয়েছে শ্রম মন্ত্রণালয়
শতভাগ রপ্তানীমুখী শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল হতে গার্মেন্টস শিল্পের শ্রমিকদের প্রায় ৮৪ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
২০২১ দিন আগে