মংলা
বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে জীবিত উদ্ধার
ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলারচর ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- রামপাল উপজেলার আব্দুল্লাহ ও ইয়াকুব আলী এবং বাগেরহাটের মংলা উপজেলার রাজু শেখ।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান (মিডিয়া অফিসার) জানান, কোস্টগার্ডের দুবলার চর ফাঁড়ির তল্লাশি অভিযানের সময় তাদের উদ্ধার করা হয় এবং প্রাথমিক ওষুধ দেয়া হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ
সুন্দরবন পূর্ব বিভাগের দুবলারচর ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় জানান, জেলেরা বঙ্গোপসাগর ও দুবলারচরের বিভিন্ন এলাকায় মাছ আহরণ করছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের কবলে পড়ে দুবলার চরের আট কিলোমিটারের মধ্যে ১০টি ও দুবলারচর থেকে ৪৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় আটটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা শতাধিক জেলে সাঁতরিয়ে এবং অন্য ট্রলারের সাহায্যে তীরে উঠতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, ঝড়ের সময় মুষলধারে বৃষ্টিতে ভিজে দুবলারচরে জেলেদের বিপুল পরিমাণ শুটকি মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুটকি মাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলেরা আর্থিকভাবে দুই কোটি টাকার ওপরে ক্ষতির মুখে পড়েছে। প্রায় ১০ হাজার জেলে শুটকি মৌসুমে দুবলারচরে মাছ শুকানোর কাজে অবস্থান করছেন।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: আরও ৩ জনের মরদেহ উদ্ধার
১৪৪৪ দিন আগে
বাগেরহাটে হরিণ শিকারি আটক
খুলনার দাকোপ উপজেলার লাউডোপ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জীবিত হরিণ ও ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
১৭৮১ দিন আগে
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
২০১০ দিন আগে