মহানন্দা নদী
মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলার মহানন্দা নদীর চক নরেন্দ্রপুর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে তার।
অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০ বছর হবে বলেও ধারণা করা যাচ্ছে।
আরও পড়ুন: গোপদিঘী হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক শুকুমল দেবনাথ জানান, নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিচয় জানতে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।
আরও পড়ুন: পাবনায় নিখোঁজের ১ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
৫৩২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলা পৌরসভার রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শুভ (২২) স্বরুপনগর এলাকার জিতেনের ছেলে। তিনি শাহ নেয়ামতুল্লাহ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, দুপুরে শুভ কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে গোসলে নেমে হঠাৎ পানিতে ডুবে যান। পরে তার বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক শুভকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরিবার থেকে অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
৫৮২ দিন আগে
শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শাকিল আহমেদ ও মারিয়া খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধাইনগর-নাককাটিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ
মৃত দুই শিশু হলো- শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁ এলাকার রাসেল আলীর ছেলে শাকিল আহমেদ (৯) ও পীরগাছি এলাকার আলমগীর হোসেনের মেয়ে মারিয়া খাতুন (৮)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাকিল ও মারিয়া মহানন্দা নদীতে গোসল করতে নামে। এ সময় তারা নদীর গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযানে নামলে বেলা সাড়ে ১১টার দিকে দুইজনের লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে দুই শিশুর লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ঢাকাসহ ৪ জেলার মাধ্যমিক পর্যায়ের নন-এসি স্কুল বন্ধ থাকবে সোমবার
চুয়াডাঙ্গায় ১০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি
৬০১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ভোলাহাটের মহানন্দা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা আনন্দ বাজার সংলগ্ন মহানন্দা নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ভোলাহাট থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালে স্থানীয়রা নদীতে ভাসমান লাশ দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ধারণা করছে নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে।
এছাড়া ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসতাপাতল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ব্রিজের নিচ থেকে গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
১০৫৮ দিন আগে
মহানন্দায় ধরা পড়লো ৩২ কেজির বাঘাইড় মাছ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে সম্প্রতি একদল যুবকের জালে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
এ ব্যাপারে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের সোহাগ, আনিছুর, মনছুর, বকুলসহ কয়েকজন যুবক মহানন্দা নদীতে মাছ ধরতে যায়। নদীর পানিতে বড় মাছের অবস্থান টের পেয়ে তারা জাল ফেলেন। এক পর্যায়ে জাল দিয়ে মাছটি ধরে নদীর পাড়ে নিয়ে আসেন। মাছটি বাসায় নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমান।
আরও পড়ুন: সিলেটের বাজারে ২০০ কেজি ওজনের বাঘাইড় মাছ!
মাছ ধরা দলের সদস্য বকুল, আনিছুর ও মনছুর জানান, শখের বসে বন্ধুরা মিলে প্রতিবছর মহানন্দায় মাছ ধরতে যাই। এর আগেও বাঘাইড় মাছ ধরেছি। তবে এবারের বাঘাইড় মাছটি বড়। কিছু মাছ নিজেদের জন্যে রেখে অবশিষ্ট মাছ প্রতি কেজি ১৫০০ টাকা দরে বাজারে বিক্রি করা হয়েছে। নদী থেকে বড় মাছ ধরতে পারাটা সত্যিই আনন্দের।
১২৬৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে সায়েদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধাইনগর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় মহানন্দা নদীর ঘাটে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
শিশু সায়েদ ধাইনগর ইউনিয়নের নামোপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার সিরাজ উদ্দিন জানান, দুপুরে নানার সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক পর্যায়ে পানিতে ডুবে যায় শিশু সায়েদ। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়। দুপুরের পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। কিন্তু সেখানে পানির গভীরতা বেশি থাকায় রাজশাহী ডুবরি দলকে খবর দেয়া হয়। রাজশাহীর ডুবরি দল এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে শিশু সায়েদের লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের দল বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির লাশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: জকিগঞ্জে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৩৯১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ব্যাপক ভাঙন
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। সদর উপজেলার দেবিনগর ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে চলছে ভাঙনের তাণ্ডব।
১৯৮০ দিন আগে