যাত্রীবাহী বাস খাদে
মাদারীপুরে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ১৯
মাদারীপুরের শিবচরে রবিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও তিনজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মাদারীপুর থেকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
তিনি বলেন, আহত আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
মাদারীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
এর আগে সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক বলেন, শনিবার সকাল ৮টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সীমানা এলাকায় পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোডে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১৪ জন নিহত হয়।
বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান তিনি।
ওসি জানান, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত আহত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১
সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে ২ জনের মৃত্যু
৯৯২ দিন আগে
দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
১৭৩১ দিন আগে
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খালে, হতাহত নেই
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জানিগাও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে।
১৯৬৩ দিন আগে