অর্থ আত্মসাতের অভিযোগ
জবি শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, অর্থ আত্মসাতের অভিযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য প্রতারকদের হাতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে ‘মেধা বৃত্তি’ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
সম্প্রতি এমন প্রতারণার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী। প্রতারকরা নির্দিষ্ট শিক্ষার্থীর নাম, বিভাগ ও বর্ষ জেনে প্রথমে মেধা বৃত্তি অনুমোদনের কথা জানায়। পরে একটি ওটিপি কোড মোবাইলে পাঠানোর কথা বলে সেটি জানানোর অনুরোধ করে। শিক্ষার্থীরা ওটিপি সরবরাহ করার সঙ্গে সঙ্গেই তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রবেশ করে টাকা তুলে নেয় প্রতারক চক্রটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর দুই ধরনের বৃত্তি দেওয়া হয় শিক্ষার্থীদের। এরমধ্যে মেধা বৃত্তির আওতায় শিক্ষার্থীদের নগদ টাকা দেওয়া হয়। অন্যদিকে, সাধারণ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হয়।
সাম্প্রতিক প্রতারণার ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী বলেন, ‘এক অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে আমার নাম, বিভাগ ও বর্ষ জানায়। তারা বলে আমি মেধা বৃত্তি পেয়েছি এবং টাকা পাঠানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চায়। অসচেতনতাবশত আমি নম্বর দিয়ে দেই। পরে দেখি আমার কার্ড থেকে ছয় হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী আজিজুল হাকিম আকাশ বলেন, একইভাবে এক অপরিচিত নম্বর থেকে কল দিয়ে তার পরিচয় নিশ্চিত করে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়।
তিনি বলেন, ‘তারা জানায় আমার ইসলামি ব্যাংকে করা বৃত্তির আবেদন অনুমোদিত হয়েছে। সন্দেহ হওয়ায় আমি কোনো তথ্য দিইনি। পরে একজন শিক্ষার্থীর ফেসবুক পোস্টে দেখি, একই কৌশলে তার চার হাজার টাকা আত্মসাৎ করেছে চক্রটি।’
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো অনলাইন ফর্ম, বৃত্তির আবেদন অথবা অভ্যন্তরীণ ডেটাবেইস থেকে এসব তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও তথ্য ফাঁসের উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: জবি ওয়েবসাইটে শিক্ষকদের প্রোফাইল হালনাগাদের দাবিতে স্মারকলিপি
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন বলেন ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই, তাই এই মুহূর্তে কিছু বলতে পারছি না। খোঁজ নিয়ে আপনাকে জানাবো।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। কিছু কুচক্রী মহল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছে। শিক্ষার্থীদের এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা কোনো অনলাইন মাধ্যম থেকে তথ্য চুরি হয়েছে কি না, সেটি প্রশাসন তদন্ত করে দেখবেন বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি।
১৮৬ দিন আগে
অর্থ আত্মসাতের অভিযোগ: চট্টগ্রামের ৩ সার্ভেয়ার কারাগারে
চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ শাখার এক কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মামলায় তিন সার্ভেয়ারকে সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা তাদের জামিনের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- রাঙ্গুনিয়া ভূমি অফিসের মো. মজিবুর রহমান (৪০), মো. আমানতুল মাওলা (৩৬) ও আশীষ চৌধুরী (৫০)।
আদালত সূত্রে জানা গেছে, আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে উত্তর পতেঙ্গা এলাকায় মোট শূন্য দশমিক ২৩ শতাংশ জমি অধিগ্রহণ করেছে কর্তৃপক্ষ।
আসামিরা তাদের পদ ব্যবহার করে জমি অধিগ্রহণের জন্য এক কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ করেন।
পরে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জাফর আহমদ বাদী হয়ে মামলাটি করেন।
আরও পড়ুন: খুলনায় নাশকতার মামলায় বিএনপির ৬৬ নেতাকর্মী কারাগারে
চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে বয়স বাড়িয়ে শিশুকে কারাগারে পাঠানোর অভিযোগ
১০১৮ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ১১ লাখ ৬৫ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করার প্রমাণ পায় তদন্ত কমিটি।
আরও পড়ুন: বৃক্ষপ্রেমিক শিক্ষক নুরুল ইসলাম
এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক জানান, স্কুলের অর্থ আত্মসাৎ করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
১৬১৫ দিন আগে
অর্থ আত্মসাতের অভিযোগে সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
এনআরবি ব্যাংক থেকে ১ কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করীমসহ চারজনের বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৯৬২ দিন আগে