উদযাপন
কেক কেটে কালের কণ্ঠ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু
দেশের শীর্ষ দৈনিক কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পা রাখলো দৈনিকটি।
সোমবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়ার সম্মেলনকক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। একইসঙ্গে তিনি কালের কণ্ঠ অনলাইন ভার্সনের নতুন সংস্করণ উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক, জনপ্রিয় কথাসাহিত্যিক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (প্রেস ও মিডিয়া) মোহাম্মদ আবু তৈয়ব, কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের নির্বাহী সম্পাদক রাহুল রাহা প্রমুখ।
কালের কণ্ঠ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।
জাতিকে ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারিতে পথচলা শুরু হয়েছিল কালের কণ্ঠের।
আরও পড়ুন: বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ইউএনবির প্রতিনিধি মো. আরজু
ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১১ সাংবাদিক
নভোএয়ার এর ১০ম বার্ষিকী উদযাপন
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সফলভাবে তার ১০ বছর পূর্ণ করেছে। সোমবার (৯ জানুয়ারি)বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নভোএয়ার তার ১০ বছর পূর্তি উদযাপন করছে।
২০১৩ সালের এই দিনে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট শুরু করে নভোএয়ার।
১০ বছর পূর্তি উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এক দশকের যাত্রায় নভোএয়ারের সঙ্গে থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়ী সহযোগী এবং যাত্রীদের ধন্যবাদ দিয়েছেন।
আরও পড়ুন: নভোএয়ারের বিশেষ ফ্লাইটে গোহাটি গেল ১৬ ভারতীয়
তিনি বলেন,‘বিশ্বমানের পরিষেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সময়মতো ফ্লাইট পরিচালনা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আমাদের দুটি মূলমন্ত্র নিরাপত্তা ও সেবাকে সমান গুরুত্ব দিই।’
তিনি আরও বলেন, ‘নভোএয়ার বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা কাটিয়ে ১০ বছরে এক লাখের বেশি ফ্লাইট পরিচালনা করে ৫ দশমিক ৫ মিলিয়নেরও বেশি যাত্রীদের সেবা দিয়েছে এবং একটি বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন বছরে আমরা আমাদের যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যগুলো সম্প্রসারণের মাধ্যমে উন্নত যাত্রী পরিষেবা নিশ্চিত করা এবং বহরে আরও বিমান সংযোজন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া এটি সরাসরি যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে যাত্রী পরিবহন করছে।
নভোএয়ার সবসময় নতুন নতুন সেবা যুক্ত করে যাত্রীসেবার মান উন্নয়নে সচেষ্ট থাকে।
যাত্রীদের বিশেষ পরিষেবা প্রদানকারী দেশের প্রথম এয়ারলাইন হিসেবে নভোএয়ার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস, নভোএয়ার-ইবিএল কো-ব্র্যান্ডেড প্রিপেইড মাস্টারকার্ড, সহজে টিকিট কেনার জন্য একটি মোবাইল অ্যাপ এবং চেক-ইন প্রক্রিয়াকে ঝামেলাপূর্ণ করতে ওয়েব চেক-ইন-ফ্রি, নভোএয়ার এমটিবি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড পরিষেবা চালু করে।
নভোএয়ারকে ২০১৪ সালে সেরা দেশীয় এয়ারলাইন্স, ২০১৯ সালে সেরা দেশীয় এয়ারলাইনস এবং ২০২১ সালে পাক্ষিক ভ্রমণ পত্রিকা ‘দ্য বাংলাদেশ মনিটর’ সেরা অনটাইম পারফরম্যান্স এয়ারলাইন্সের পুরস্কার দেয়।
আরও পড়ুন: নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
পল্লীকবি জসীম উদদীনের ১২০তম জন্মবার্ষিকী আজ
ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পল্লীকবি জসীম উদদীন এর ১২০তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
রবিবার সকাল ৯ টায় কবির বাড়ির আঙ্গিনায় তার কবরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর নিজ বাড়ি অম্বিকাপুরে তার জন্মবার্ষিকী উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তাসলিমা আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মবার্ষিকী উদযাপিত
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জনাব মো. কামরুল আহসান তালুকদার পিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রফেসর মো.শাহজাহান , অধ্যাপক এম এ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা কবির কর্মজীবন ও বাংলা সাহিত্যে তার অবদানের কথা তুলে ধরেন এবং কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আরও পড়ুন: বাউল কামাল পাশার ১২১তম জন্মবার্ষিকী পালিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
বাংলাদেশে চলছে বড়দিন উদযাপন
খ্রিস্টান সম্প্রদায় রবিবার সকালে উৎসব ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো দেশেও বড়দিন উদযাপন করছে।
খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন প্রতি বছর ২৫ ডিসেম্বর সারা বিশ্বে যীশু খ্রিস্টের জন্মকে স্মরণ করে উদযাপিত হয়।
আরও পড়ুন: বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে রাস্তা কিংবা ফ্লাইওভারে কোনো কনসার্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
এটি এমন একটি সময় যখন পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়রা বাড়িতে সজ্জিত রঙিন আলো ও ক্রিসমাস ট্রি দিয়ে দিনটি উদযাপন করতে একত্রিত হয়।
গির্জাগুলোতে প্রার্থনার আগে ও পরে বড়দিনের বিশেষ স্তুতি গান গাওয়া হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তর সূত্রে জানা যায়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বড়দিন উদযাপনের সময় জরুরি ও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য সংস্থার আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক র্যাব ইতোমধ্যেই সারা দেশে মোতায়েন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বড়দিন খ্রিস্টান সম্প্রদায়সহ সবার জন্য অফুরন্ত আনন্দ ও কল্যাণ বয়ে আনুক। সকলের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক।’
প্রধানমন্ত্রী এই উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়সহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং একটি সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ জাতি গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
এ উপলক্ষে আজ (রবিবার) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি এক অভ্যর্থনার আয়োজন করবেন।
বাংলাদেশের আর্চবিশপ, রাষ্ট্রদূত, বিদেশি মিশনের প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা অনুষ্ঠানে যোগ দেবেন।
পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অতিথিদের সঙ্গে এক চা পার্টিতে যোগ দেবেন।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
আরও পড়ুন: বড়দিনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি
রবিবার শুভ বড়দিন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে ভক্তের মৃত্যু
সিলেটের শিবগঞ্জে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করার সময় ২৫ বছর বয়সী দলটির এক ভক্ত ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন। সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত জয়ব্রত ভট্টাচার্যের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি ফার্মে কাজ করতেন।
জয়ব্রতের বোন নির্জরনী ভট্টাচার্যের বরাতে সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী মুজিবুর রহমান বলেন, জয়ব্রত রবিবার রাতে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় একটি মেসে বন্ধুদের সঙ্গে খেলা দেখেন। আর্জেন্টিনার জয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে সবার সঙ্গে স্লোগান দেন, আনন্দ-উল্লাস করেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন।
আরও পড়ুন: ফাইনাল উপলক্ষে পিকনিক, আর্জেন্টাইন সমর্থককে কুপিয়ে জখম
তিনি আরও বলেন, ব্যথা তীব্র হলে রাত তিনটার দিকে বন্ধুরা তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সোমবার ভোর চারটার দিকে তিনি মারা যান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, জয়ব্রত ভট্টাচার্য হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তার মৃত্যুর কারণ সুষ্পষ্টভাবে বলা যাচ্ছে না।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন যে ভোরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই তরুণের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সকাল ১০টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: খেলা দেখা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শাবিপ্রবিতে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
সিউলে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে ‘মহান বিজয় দিবস-২০২২’ উদযাপন করে। উক্ত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে চ্যান্সারি ভবনটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
দিবসের শুরুতে রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রদূত দূতাবাসে জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিকালে মহান মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন: মহান বিজয় দিবস পালিত
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিজয় দিবস উদযাপন
আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন বিজয় দিবস উদযাপন করেছে।
মিশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসব্যাপী যুদ্ধে জাতির ঐতিহাসিক বিজয়ের এক গৌরবময় উদযাপনে স্বাধীনতা যুদ্ধের লাখো শহীদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে।
হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ১৬ ডিসেম্বর সকালে জাতীয় সঙ্গীতের পাশাপাশি লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন।
হাইকমিশনার রহমান ও অন্যরা মিশনের মুজিব কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: জাতি বিজয় দিবস উদযাপন করছে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বিজয় দিবসের বাণী পাঠ করা হয়। এ.কে.এম. আতিকুল হক (বাণিজ্যমন্ত্রী); উইং কমান্ডার এস এম রাগিব সামাদ (সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা - বিমান); মো. আব্দুল ওয়াদুদ আকন্দ (কাউন্সেলর - রাজনৈতিক), জাকারিয়া বিন আমজাদ (দ্বিতীয় সচিব) ও সেলিম মো. জাহাঙ্গীর (মন্ত্রী - কনস্যুলার) আলোচনায় অংশ নেন।
বঙ্গবন্ধু ও যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাতের পর ৫২ বছরের বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের যাত্রার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
হাইকমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছিলেন, যেটি হবে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির দেশ। গত পাঁচ দশক ধরে আমরা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য ক্রমাগত পদক্ষেপ নিয়েছি।
আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, বাংলাদেশ দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জনস্বাস্থ্যের উন্নতি, শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ এখন ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পথে।
প্রধানমন্ত্রীর দূরদর্শী তত্ত্বাবধায়নে হাইকমিশনার বলেন, তারা এখন বাংলাদেশকে একটি উন্নত, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করে বর্তমান সরকারের ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে আবারও ৭ দিনের টিকা ক্যাম্পেইন
মাগুরায় আমন ধান কাটা উৎসব উদযাপন
মাগুরার শ্রীপুরের বরালিদহ ব্লকের হাজরাতলা মাঠে সোমবার আমন ধান কাটা উৎসব ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা ও ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ধান কাটা উৎসবে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মো.মশিউদ্দৌলা রেজা উপস্থিত ছিলেন।
এছাড়াও,মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো.রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.কামরুজ্জামান, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়নুর রশীদ মুহিত সহ অন্যান্যরা।
জানা গেছে,মতবিনিময় সভার আগে হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই কার্যক্রমে অংশ নেন অতিথিরা।
আরও পড়ুন: হাওরের ৯০% বোরো ধান কাটা শেষ
হাওরের ৪১ শতাংশ ধান কাটা শেষ হয়েছে: কৃষি মন্ত্রণালয়
সুনামগঞ্জে ঢলের আশঙ্কায় হাওরে দ্রুত ধান কাটার অনুরোধ করে মাইকিং
দুর্গাপূজা উদযাপন বিঘ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকুন: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুর্গাপূজা উদযাপনে বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
আরও পড়ুন: মির্জা ফখরুলের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি দেশের মানুষকে আতঙ্কিত করছে: ওবায়দুল কাদের
পরে রাজধানীর বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এসময় কাদের বলেন,শেখ হাসিনার জন্ম তার বাবা শেখ মুজিবের মতো কষ্ট সহ্য করার জন্য।
বঙ্গবন্ধুর পর বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট বাঙালি এবং সৎ,সাহসী ও দক্ষ প্রশাসক শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,শেখ হাসিনা পরিবর্তনের প্রতীক।
আরও পড়ুন: শেখ হাসিনাকে টার্গেট করে পার পাবেন না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
পরে ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও এককালীন মেধা বৃত্তি বিতরণ করেন।
আরও পড়ুন: মেগাপ্রকল্প বিএনপির ‘মেগা-যন্ত্রণার’ কারণ: ওবায়দুল কাদের
পহেলা বৈশাখ উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে র্যাব সতর্ক অবস্থানে আছে: ডিজি
পহেলা বৈশাখকে সামনে রেখে সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন এই এলিট ফোর্সের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
র্যাব প্রধান বলেন,‘আমরা জঙ্গি হামলার হুমকি নির্মূল করার ব্যবস্থা নিয়েছি। যদিও তেমন কোনো আশঙ্কা নেই। বিগত বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’
বুধবার উৎসবের কেন্দ্রস্থল রমনা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত র্যাব বাহিনী সেখানে থাকবে।
তিনি বলেন, উৎসবকে সামনে রেখে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে র্যাব।
তিনি বলেন, রমনা বটমূল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, শিল্পকলা একাডেমি, বিআইসিসি ভবন, নজরুল একাডেমি, উত্তরা মাঠসহ যেসব স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পহেলা বৈশাখ পালনে পুলিশের ১১ নির্দেশনা
টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলে চেকপোস্ট বসানো হয়েছে এবং নিরাপত্তার কারণে পর্যবেক্ষণ পোস্টও বসানো হয়েছে।
এর পাশাপাশি র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার করা হবে।
যেকোনো নাশকতা মোকাবিলা বা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের একটি কমান্ডো দল প্রস্তুত রাখা হবে বলে জানান তিনি।
পরিস্থিতি পর্যবেক্ষণে র্যাবের এয়ার উইং টিম হেলিকপ্টারে টহল দেবে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গুজব ছড়ানো ঠেকাতে র্যাব সাইবার মনিটরিংয়ের ব্যবস্থাও নেবে বলে জানান তিনি।
আরও পড়ুন: পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার
পহেলা বৈশাখের মতো দুর্গাপূজাও সবার উৎসব: শিক্ষামন্ত্রী