স্ত্রীর মৃত্যু
শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে শিলপাটার আঘাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
আটক আকবর হোসেন (২৬) ভোলা জেলার রামদাসপুর এলাকার আমির হোসেনের ছেলে।
নিহত আঁখি আক্তার (২৩) একই এলাকায় মহাবুবুর আলমের মেয়ে ও আকবর হোসেনের স্ত্রী। তারা গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন: স্বামীর দেয়া আগুনে দগ্ধ সাদিয়ার মৃত্যু
পুলিশ ও পরিবার সূত্র জানায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার রাতে এরই জের ধরে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী শিলপাটা দিয়ে আঘাত করলে স্ত্রী আঁখি আক্তার ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ফেসবুক লাইভে স্বামীর নির্যাতনের বর্ণনার দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা!
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, শিলপাটার (পুতার) আঘাতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্ত্রীর মৃত্যুতে আটক, পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু
স্ত্রীকে হত্যার অভিযোগে আটকের কয়েক ঘণ্টা পর শুক্রবার লালমনিরহাট জেলায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি পুলিশ হেফাজতে মারা গেছেন।
তবে পুলিশের দাবি, বিশ্বেশ্বর রায়ের ছেলে হিমাংশু চন্দ্র থানার ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, শুক্রবার সকালে হিমাংশু রায়ের বাড়িতে তার স্ত্রী ছবিতা রানীর (৩০) লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারসহ মৃত্যুর কারণ জানতে ওই নারীর স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন: পুলিশ হেফাজতে মৃত্যু: ৩ সদস্যের যাবজ্জীবন
ওসি জানান, জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি রুমে তাকে রাখা হয়। সেই রুমে হিমাংশু রায় আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হিমাংশুর বড় ভাই সুধীর চন্দ্র রায় বলেন, ‘সুস্থ ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশ। থানা হেফাজতে কীভাবে মারা গেল আমাদের জানা নেই। আমাদের ধারণা তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই।’
আরও পড়ুন: ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু: সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. হিরনর্ময়ন বর্মন সাগর জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
মহেশপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বামীর লাঠির আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার সীমান্ত এলাকার চাঁদরতনপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা খাতুন (২০) ওই উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
কাজীরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী মহিদুল ইসলাম লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে রোজিনার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মহিদুল ইসলাম পলাতক রয়েছেন।
আরও পড়ুন: স্বামীর মৃত্যুর ৬ ঘণ্টার পর স্ত্রীর মৃত্যু
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্র্যাক কর্মকর্তার স্ত্রীর মৃত্যু
জেলার চিলমারীতে শনিবার সকাল ৯টায় উপজেলা সদরের ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্র্যাক কর্মকর্তার স্ত্রীর মৃত্যু হয়েছে।