চাল জব্দ
সিরাজগঞ্জে দু্ই গুদাম থেকে সাড়ে ৩ টন সরকারি চাল জব্দ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই গ্রামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খানের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে এ অভিযান চালায়।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার মেঘাই গ্রামে বৃহস্পতিবার বিকালে এ অভিযান চালিয়ে সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি বস্তা ও ৩০ কেজির ৪৪ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ করা হয়েছে।
পড়ুন: নওগাঁয় অবৈধ মজুদবিরোধী অভিযানে ২৯ টন চাল জব্দ
এরপর একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকেও ৫০ কেজির ২৮ বস্তা ও ৩০ কেজির ২২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। দুই গুদাম থেকে উদ্ধার করা মোট ৩৪৩ বস্তা সরকারি চাল উপজেলা খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে। গুদাম মালিকরা পালিয়ে গেছে।
জাড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে। অভিযানে কাজীপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
৯৮ দিন আগে
নওগাঁয় অবৈধ মজুদবিরোধী অভিযানে ২৯ টন চাল জব্দ
নওগাঁর রাণীনগরে অবৈধ খাদ্যপণ্য মজুদবিরোধী অভিযানে সরকারি ২৯ টন ৩১০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটের দুইটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।
এসময় জাহাঙ্গীর আলম বাবু নামের এক ধান-চাল ব্যবসায়ীর দুইটি গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় তার সঙ্গে রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কারিগরি খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, রাণীনগর উপজেলার একডালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ হামিদুল ইসলামসহ ওএমএস ডিলার ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলাররা উপস্থিত ছিলেন।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান শনিবার জানান, সরকারি খাদ্যবান্ধবসহ বিভিন্ন প্রকল্পের চাল কয়েকজন অসাধু ব্যবসায়ী কিনে দুইটি গোডাউনে মজুত করে রেখেছেন—এমন গোপন সংবাদে শুক্রবার রানীনগর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচলনা করা হয়।
তিনি বলেন, অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তা পাওয়া গেছে। অভিযানের সময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ সবাই পলাতক ছিলেন।
আরও পড়ুন: ফসলি জমির মাটিকাটায় ২ স্কেভেটর অকেজো ও ৪ ট্রাক জব্দ
মোবাইল কোর্টের মাধ্যমে চালগুলো জব্দ করে রাণীনগর উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জব্দ করা চালগুলো রানীনগর উপজেলা খাদ্য গুদামের হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত চালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর উপজেলার যাত্রাপুর গ্রামের চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ কয়েকজন অসাধু ব্যবসায়ী মিলে নওগাঁর রানীনগর, বগুড়ার আদমদিঘী, দুপচাঁচিয়া, কাহালু, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি সুবিধাভোগীদের কাছ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ সরকারি বিভিন্ন প্রকল্পের চাল কিনে রানীনগর উপজেলার প্রত্যন্ত পল্লী আবাদপুকুর এলাকায় গোডাউন ভাড়া করে সেখানে মজুদ করে রাখতেন। পরে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করেন। কোনো কোনো ক্ষেত্রে আবার চুক্তিবদ্ধ মিল মালিকদের মাধ্যমে এ চাল সরকারি খাদ্য গুদাম সংগ্রহ অভিযান চলাকালে সরবরাহ করা হতো বলেও অভিযোগ আছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান আরও জানান, ওই দুটি গোডাউন ও চালের মালিক জাহাঙ্গীর আলম বাবুসহ যে কয়জন অসাধু ব্যবসায়ীরা এই অবৈধ মজুদের সঙ্গে জড়িত আছে, তাদের বিরুদ্ধে আজ শনিবার উপজেলা খাদ্য বিভাগ রাণীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করবে।
আরও পড়ুন: সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
মামলার দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাবুসহ অসাধু ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশের টিম কাজ করছে বলে জানান তিনি।
২২৩ দিন আগে
বাগেরহাটে জুট মিলে ১১৮৯ মেট্রিকটন সরকারি চাল জব্দ
বাগেরহাটের ফকিরহাটে একটি জুট মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক হাজার ১৮৯ মেট্রিকটন সরকারি চাল জব্দ করেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার লখপুর খাজুড়া এলাকায় এম এম জুট মিলে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযান চলাকালে চালবোঝাই ওই মিলটি সিলগালা করা হয়। এছাড়া ওই মিলের সহকারী ম্যানেজার অলোক চক্রবর্তীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান এবং খুলনা র্যাব-৬ এর সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার বদরুদ্দোজা।
আরও পড়ুন: খাদ্য বান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ, আটক ২
রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে ওই জুট মিলে ভ্রাম্যমাণ আদলাতের অভিযান পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চাল জব্দ করে মিলটি সীলগালা করে রাখা হয়েছে। একই সঙ্গে কৃষি বিপণন আইনে মিলের সহকারী ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, জুট মিলের এই গুদামে সরকারিভাবে আমদানি করা চাল মজুত করে রাখা হয়েছে। মিলের কর্মকর্তাদের দাবি সরকারিভাবে বাতিল করা এক হাজার ১৮৯ মেট্রিকটন চাল এখানে রাখা হয়। তবে তাদের ধারণা এই মিলে প্রায় ২০ হাজার মেট্রিকটন চাল মজুত রয়েছে। মজুত করা অধিকাংশ চাল খাবারের উপযোগী। জব্দ করা ওই চালের বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা র্যাব-৬ এর সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার বদরুদ্দোজা জানান, খবর পেয়ে তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেয়। জুট মিলের মধ্যে হাজার হাজার বস্তায় প্রায় ২০ হাজার মেট্রিকটন চাল মজুত করে রাখা হয়েছে। নষ্ট চালের কথা বলা হলেও এখানে খাবার উপযোগী অনেক চাল পাওয়া গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ফরিদপুর পূজা মণ্ডপের বরাদ্দকৃত ২০০ বস্তা চাল জব্দ, আটক ১
সুবর্ণচরে পাচারকালে রোহিঙ্গাদের ২ ট্রাক চাল জব্দ, আটক ৩
১০৩৬ দিন আগে
খাদ্য বান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ, আটক ২
বগুড়ার নন্দীগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের দুই হাজার কেজি ওজনের ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামে এ সময় পুলিশ দুইজনকে আটক করেছে।
আটক দু’জন হলেন- ওই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে আল-আমিন এবং পশ্চিমপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম।
আরও পড়ুন: পঞ্চগড়ে ভিজিএফের ২৯ বস্তা চাল জব্দ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আল-আমিন ও শহিদুল খাদ্য বান্ধব কর্মসূচির ৪০ বস্তা (২ হাজার কেজি) চাল ভটভটিতে তুলে নিয়ে অন্যত্র পাচার করার প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলামকে জানান। এরপর অমিনুল ইসলাম ও স্থানীয় লোকজন ভটভটি বোঝাই চালসহ ওই দুই জনকে আটক করে থানায় খবর দেয়।
এরপর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে ভটভটি বোঝাই চালগুলো জব্দ করে ওই দুই জনকে আটক করে থানা হেফাজতে নেন।
এ ঘটনায় ইউপি সদস্য আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খাদ্য বান্ধব কর্মসূচির এ চাল হতদরিদ্র মানুষের কাছ থেকে তাঁরা ক্রয় করে পাচার করছিল। আমরা খবর পেয়ে ভটভটি বোঝাই চাল জব্দসহ ওই দুই জনকে আটক করেছি।
এ ঘটনায় অবৈধভাবে চাল সংগ্রহ করে গুদামজাত পূর্বক কালোবাজারির অপরাধে থানায় মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো করা হয়।
আরও পড়ুন: ফরিদপুর পূজা মণ্ডপের বরাদ্দকৃত ২০০ বস্তা চাল জব্দ, আটক ১
সুবর্ণচরে পাচারকালে রোহিঙ্গাদের ২ ট্রাক চাল জব্দ, আটক ৩
১১৪৩ দিন আগে
পঞ্চগড়ে ভিজিএফের ২৯ বস্তা চাল জব্দ
সদর উপজেলার তালমা বাজার সংলগ্ন দুটি গুদাম থেকে ২৯ বস্তা (৩০ কেজি করে) ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
১৯৫৬ দিন আগে
বগুড়ায় ৪১ বস্তা সরকারি চাল জব্দ, আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা
বগুড়ার কাহালু উপজেলায় রাতের আঁধারে কালোবাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৪১ বস্তা চাল জব্দ করেছে স্থানীয়রা।
২০২১ দিন আগে
নারায়ণগঞ্জে যুবলীগ নেতার কাছ থেকে ১২০০ বস্তা চাল জব্দ
জেলার বন্দরে যুবলীগ নেতার নিয়ন্ত্রণে থাকা ১ হাজার ২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
২০৪৫ দিন আগে
বরিশালে ৭,৬৮০ কেজি চাল জব্দ, আ'লীগ নেতার কারাদণ্ড
বানারিপাড়া উপজেলায় শুক্রবার এক আওয়ামী লীগ নেতার কাছে ৭ হাজার ৬৮০ কেজি সরকারি চাল পাওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ইউসুফ আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
জেলা প্রশাসন সূত্র জানায়, বেলা ১১টার দিকে উপজেলার উত্তরপার বাজারের একটি দোকান থেকে ৭ হাজার ৬৮০ কেজি চাল উদ্ধার করা হয়। ওই দোকানে খাদ্য অধিদপ্তরের বস্তা খুলে চাল অন্য বস্তায় ভরার চেষ্টা চলছিল।
এ সময় সেখানে উপস্থিত ইউসুফ আলী ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন যে চালগুলো কাবিখার এবং তা অন্যত্র বিক্রির জন্য বস্তা পরিবর্তন করা হচ্ছিল।
এ ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘এ পর্যন্ত যেখানেই সরকারি চাল আত্মসাতের খবর পাওয়া গেছে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ ভবিষ্যতে এমন ঘটনার সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
২০৫৮ দিন আগে
হবিগঞ্জে ৩শ’ বস্তা সরকারি চাল জব্দ
হবিগঞ্জ, ০৬ অক্টোবর (ইউএনবি)- হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধভাবে মজুদ করা ১০ টাকা কেজি দরের ৩শ’ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।
২২৫২ দিন আগে