এম আব্দুর রহিম মেডিকেল কলেজ
করোনাভাইরাস: ঠাকুরগাঁওয়ে ৫০ শতাংশেরও বেশি শনাক্ত
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ১২১টি নমুনা পরীক্ষায় এই বছরের মধ্যে সর্বাধিক ৬১ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৪১ শতাংশ।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট), ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলো (এন্টিজেন টেস্ট) থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় মঙ্গলবার নতুন করে ৬১ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার ৩৫ জন, বালিয়াডাঙ্গীর ১১ জন, রানীশংকৈলের ৭ জন, হরিপুরের ৪ জন এবং পীরগঞ্জের ৪ জন। ১২১ জন রোগীর করোনা টেস্ট করা হয়। শনাক্তের হার ৫০ দশমিক ৪১ শতাংশ।
আরও পড়ুন: রামেক হাসপাতালের করোনায় ১২ মৃত্যু
সিভিল সার্জন আরও জানান, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২ হাজার ১২১ জন, যাদের মধ্যে ১ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মোট মৃত্যু ৫১ জন।
আরও পড়ুন: মাগুরায় করোনা নিয়ন্ত্রণে লকডাউন শুরু
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, এই জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: সিনোফার্মের দ্বিতীয় দফায় ৬ লাখ টিকা দেশে পৌঁছেছে
১৬৩৩ দিন আগে
ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ
ঠাকুরগাঁও জেলায় প্রতিদিন করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
গত এক বছরের মধ্যে মঙ্গলবার সবচেয়ে বেশি সংখ্যক করোনা শনাক্ত হয়েছে একদিনে। এদিন ৩০ জন করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে ৪৪ প্রাণহানি, শনাক্ত ২৩২২
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, মঙ্গলবার রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন করে ৩০ জন করোনায় সংক্রমিত হয়েছে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট), ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলো (এন্টিজেন টেস্ট) থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১২ জন, বালিয়াডাঙ্গী ৬ জন, রানীশংকৈল ৭ জন, হরিপুর ২ জন এবং পীরগঞ্জ ৩ জন। মোট ১০৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ২৮ দশমিক ৩০ শতাংশ।
আরও পড়ুন: সুশাসনের ঘাটতি করোনাভাইরাস নিয়ন্ত্রণকে দীর্ঘায়িত করছে: টিআইবি
মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা নিবাসী ৮০ বছর বয়সী একজন করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন অবস্থায় রংপুর করোনা ডেডিকেটেড হাসাপাতালে মারা যান।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১ হাজার ৮১২ জন। এদের মধ্যে ১ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গিয়েছেন ৪১ জন।
আরও পড়ুন: করোনা: রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
এদিকে ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর পাঠানো হয়েছে।
১৬৪০ দিন আগে
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে করোনায় আক্রান্ত ২৩
ঠাকুরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তা ও দুই স্বাস্থ্যকর্মীসহ একদিনে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৯৪২ দিন আগে
করোনা: ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্য, চিকিৎসকসহ শনাক্ত ১৪
ঠাকুরগাঁওয়ে এক দিনে তিন বিজিবি সদস্য, চিকিৎসক, কলেজ শিক্ষক ও স্বাস্থ্য সহকারীসহ নতুন করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
১৯৫৬ দিন আগে