গড়াই নদী
গড়াই-তীর দখল করে চলছে অবৈধ নির্মাণ, নীরব প্রশাসন
কুষ্টিয়ার খোকসা পৌরসভার হাওয়া ভবন এলাকায় গড়াই নদীর তীরে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ী—মেসার্স আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আলম টুটুল।
প্রায় দুই মাস ধরে প্রকাশ্যেই চলছে অবৈধ নির্মাণকাজ। নদীর পাড় ঘেঁষে গড়ে উঠছে পাকা ভবন। অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ দেখা যাচ্ছে না।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের ভাষ্য, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। আর প্রশাসন যেন দেখেও দেখে না।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, খোকসা-কমলাপুর সড়কের হাওয়া ভবন এলাকায় অবস্থিত মেসার্স আলম ট্রেডার্স। দোকানটির পেছনেই গড়াই নদী। নদীতীর ঘেঁষে পাকা ভবনের নির্মাণ কাজ চলছে। ভেতরে কয়েকজন শ্রমিককে কর্মরত অবস্থায় পাওয়া যায়।
জিজ্ঞাসা করা হলে নাম প্রকাশ করতে নিষেধ করে তাদের একজন বলেন, ‘ঘরের ভেতরে কয়েক ফুট সরকারি জমি পড়িছে। এই ব্যাপারে মালিক টুটুলের সঙ্গে কথা বলেন।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রায় দুই মাস ধরে টুটুল গড়াই নদীর পাড় দখল করে দালান তুলতিছে। ভয়ে কেউ কিছু কয় না। প্রশাসনও কোনো ব্যবস্থা নেয় না। মনে হয়, চোখ থাকতিও তারা অন্ধ।
১৫৩ দিন আগে
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। তার পরনে একটি কালো রঙের প্যান্ট রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে গড়াই নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন খেয়াঘাটের মাঝিরা। খবর পেয়ে খোকসা থানা পুলিশ লাশটি উদ্ধার করে নৌ - পুলিশকে খবর দেন। এরপর নৌ পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশটির প্রায় সব অংশই পচে গেছে।
আরও পড়ুন: দরজা ভেঙে শিক্ষিকার রক্তাক্ত লাশ উদ্ধার!
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বেলা সাড়ে ১১ টার দিকে গড়াই নদীতে একটি ভাসমান যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নৌ পুলিশকে খরব দেয়। পরে নৌ - পুলিশ লাশের সুরতহাল করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: যশোরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
সিলেটে শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১১২৪ দিন আগে
ঝিনাইদহে গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা
ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদী আগ্রাসী হয়ে উঠেছে। ক্রমাগত ভাঙনে বসতভিটা ও চাষের জমি হারিয়ে অনেকে সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন। যে হাতে মুঠো ভরে সাহায্য দিতো অন্যকে, সেই হাত এখন সাহায্যের জন্য হাত বাড়ায়।
অনেকে অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। কেউ কেউ তখন যে টাকা ছিল তা দিয়ে নতুন জমি কিনতে পারত।
কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক মন্ডল তাদের একজন।
গত কয়েক বছরে তিনি নদীর তীব্র ভাঙন থেকে বাঁচতে অন্তত সাতবার জায়গা বদল করেছেন।
এক সময় তার একটি টিনশেড ঘর, দশ বিঘা ফসলি জমি থাকলেও এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।
মালেক বলেন, ‘ভিটেবাড়ি আর চাষের জমি সবই চলে গেছে গড়াই নদীর গর্ভে। একটা সময় ছিল যখন আমি অন্যদের সাহায্য করতাম। এখন আমি অন্যদের কাছে সাহায্য চাই।’
মালেকের মতো নদীতে বাড়িঘর ও জমি হারিয়েছে বহু মানুষ।
একই গ্রামের আব্দুর রহিম মন্ডল জানান, তিনি বসতবাড়ির জায়গা পাল্টেছেন ছয় বার। তারও ৮ বিঘা জমি ছিল। পাঁকা পোতার টিনের চৌরি ঘর ছিল। বাড়িতে গরু-ছাগল ছিল। যা হারিয়ে এখন অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করেন। তারও সবকিছু চলে গেছে এই গড়াই নদীতেই।
এই অবস্থা ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের উত্তরপাড়ার। যে পাড়াতে ৪০টি পরিবার বসবাস করতেন, এখন সেখানে আছেন ৫টি। বাকিরা নদী ভাঙনে সব হারিয়ে অন্যত্র চলে গেছেন। অনেকে ভিটেবাড়ি হারিয়ে যাবাবরের মতো জীবন কাটাচ্ছেন। যারা এখনও আছেন তারাও নদী ভাঙনের ঝুঁকিতে।
পড়ুন: সেতুর অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ
১৩৮০ দিন আগে
গড়াই নদীতে জেলের জালে বিষধর ‘রাসেল ভাইপার সাপ’
কুষ্টিয়ায় গড়াই নদীতে জেলেদের জালে বিষধর রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। ধরাপড়ার চার দিন পর বন বিভাগের সহায়তায় স্থানীয় একজন পেট ভর্তি ডিমওয়ালা ওই সাপটিকে শনিবার রাতে কুষ্টিয়ার দুর্গম চরে অবমুক্ত করে দেয়।
সমাজ সেবক শাহাবুদ্দিন মিলন জানান, গত বুধবার পদ্মার শাখা গড়াই নদীতে মাছ ধরতে যান শহরের মঙ্গলবাড়িয়া এলাকার মৃদুল শেখ। এক পর্যায়ে তার জালে সাপটি আটকে যায়। প্রায় পাঁচ ফিট লম্বা এই সাপটিকে অন্যান্য সাপের থেকে ব্যতিক্রম মনে হওয়ায় তিনি সাপটি বাড়িতে নিয়ে আসেন।
আরও পড়ুন: ভোলায় বিরল প্রজাতির বিষাক্ত রাসেল ভাইপার সাপ
কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বিষয়টি জানতে পেরে শনিবার রাতে তিনি লোকজন নিয়ে জেলে মৃদুল শেখের বাড়িতে যান। পরে সাপটিকে উদ্ধার করে কুষ্টিয়ার দুর্গম চরে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, জেলে মৃদুল শেখের জানা ছিল না এটি রাসেল ভাইপার সাপ এবং এর বিষ কতটা ভয়ঙ্কর হতে পারে।
আরও পড়ুন: হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক না থাকায় মা ও শিশুপুত্রের মৃত্যু
বাংলাদেশে অনেক আগেই এই সাপটি বিলুপ্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, ধারণা করা হচ্ছে সম্প্রতি বন্যার কারণে ভারত থেকে সাপটি ভেসে এসেছে। গত এক সপ্তাহ আগে কুষ্টিয়ার কুমারখালী এলাকার ছেঁউড়িয়ায় একজন জেলে গড়াই নদীতে মাছ ধরার সময় জালে আরেকটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
১৫৩৮ দিন আগে
ঝিনাইদহের ১২টি নদী এখন মরা খাল
ঝিনাইদহের ছয় উপজেলার বুক চিরে বয়ে গেছে ১২টি নদ-নদী। কিন্তু খননের অভাব আর দখলদারদের কারণে নদীগুলো পরিণত হয়েছে মরা খালে। নদীগুলোতে এখন আর যৌবন নেই। পাওয়া যায়না দেশীয় প্রজাতির মাছ। শুষ্ক মৌসুমে থাকেনা পানি। সেখানে চাষ করা হয় ধান, পাট, সরিষাসহ নানা ফসলের।
২১৫১ দিন আগে
গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু
মাগুরা, ০৮ অক্টোবর (ইউএনবি)- শ্রীপুর উপজেলায় গড়াই নদীতে ডুবে মঙ্গলবার সকালে এক যুবকের মৃত্যু হয়েছে।
২২৫০ দিন আগে