কাশ্মীর
কাশ্মীর থেকে সাইকেল চালিয়ে ভারতীয় তরুণী বাংলাদেশে!
চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশে এসেছেন ছাবিতা মাহাতো নামে এক তরুণী। তিনি ঘুরে দেখবেন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢোকেন ভ্রমণপিপাসু সাবিতা মাহাতো। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাটে উদ্দেশ্যে রওনা দেন তিনি।
আরও পড়ুন: প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে বাংলাদেশে ভারতীয় যুবক
কাশ্মীরে জঙ্গি হামলায় দুই শিশুসহ নিহত ৪: পুলিশ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি গ্রামে জঙ্গি হামলায় দুই শিশুসহ চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার দক্ষিণ রাজৌরি জেলার ধাংড়ি গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রবিবার সারারাত জঙ্গিরা ওই গ্রামের কয়েকটি বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ বছরের একটি ছেলে এবং ১২ বছরের একটি মেয়েও রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা মুকেশ সিং সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার রাতে দুই বন্দুকধারী নির্বিচারে ধাংড়ির তিনটি বাড়িতে গুলি চালায়। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ভারতীয় কেন্দ্র শাসনের বিরুদ্ধে লড়াইরত জঙ্গিদের ধংড়িতে দুটি হামলার জন্য দায়ী করেছে।
আরও পড়ুন: সিরিয়ায় হামলায় নিহত ১০, কুর্দি বাহিনীর হাতে ৫২ জঙ্গি গ্রেপ্তার
তারা আরও জানায়, হামলাকারীরা আরও বিস্ফোরক রেখে গেছে কিনা তা এখনও জানা যায়নি।
হত্যাকাণ্ডের প্রতিবাদে ধাংড়িতে কয়েকশ’ মানুষ জড়ো হয়, হামলাকারীদের নিন্দা জানিয়ে স্লোগান দেয়। দক্ষিণাঞ্চলীয় শহর জম্মুর অর্ধশতাধিক মানুষও এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে।
নয়াদিল্লির শীর্ষ প্রশাসক মনোজ সিনহা এই হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে নিন্দা করেছেন।
তিনি বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করছি যে এই ঘৃণ্য হামলার পেছনে যারা আছে, তাদের শাস্তির আওতায় আনা হবে।’
ভারত ও পাকিস্তান প্রত্যেকেই অবিভক্ত কাশ্মীরকে নিজেদের অঞ্চল দাবি করে।
আরও পড়ুন: প্যারিসে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন গ্রেপ্তার
ইরাকে বিস্ফোরণে ৯ পুলিশ নিহত: কর্তৃপক্ষ
‘ভুল’ করে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ভারতীয় বিমানবাহিনীর ৩ কর্মকর্তা বরখাস্ত
চলতি বছরের মার্চে পাকিস্তানে ভুল করে একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায়ে ভারতীয় বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
তদন্ত আদালত কর্তৃক অভিযোগটি প্রমাণিত হওয়ার পর মঙ্গলবার তাদের বরখাস্ত করা হলো।
গত ৯ মার্চ ভারতের উত্তরাঞ্চলের রাজ্য পাঞ্জাবের বিমান ঘাঁটি থেকে দুর্ঘটনাজনিতভাবে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অভ্যন্তরে পতিত হয়েছিল।
এরপর ১১ মার্চ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলে, ‘৯ মার্চে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। ভারত সরকার বিষয়টি কঠোরভাবে দেখছে এবং উচ্চ পর্যায়ের আদালতের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে।’
সূত্র বলছে, দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০০ কিলোমিটার দূরবর্তী জায়গায় আঘাত হানতে সক্ষম ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে এবং বরখাস্ত করে।
এই দুর্ঘটনার পরদিন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার বলেছিলেন, ‘৯ মার্চ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ভারতের অভ্যন্তর থেকে একটি উচ্চ গতিসম্পন্ন বস্তু উড়ে এসেছে পাকিস্তানে।’
তিনি বলেন, প্রাথমিক গতিপথ বিচ্যুত হয়ে এটি পাকিস্তান সীমায় প্রবেশ করে পাকিস্তানেই আছড়ে পড়ে। ফলে কোনো মানুষ হতাহত না হলেও সাধারণ মানুষের কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
বিতর্কিত কাশ্মীর এলাকাকে ঘিরে ১৯৪৭ সাল থেকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত কমপক্ষে তিনবার বড় ধরনের যুদ্ধে লিপ্ত হয়েছিল।
আরও পড়ুন: ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু
ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০
আমি নির্বাচন নিয়ে ভারত সরকারকে কিছু বলিনি: ড. মোমেন
কাশ্মীরে মুসলমানদের সমাবেশ ছত্রভঙ্গ করে দিল পুলিশ, কয়েক ডজন আটক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে রবিবার শিয়া মুসলমানদের সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়ে কয়েক ডজন লোককে আটক করেছে দেশটির পুলিশ। তারা মুহররম মাস উপলক্ষ্যে শোভাযাত্রায় অংশ নেয়ার চেষ্টা করছিল।
শ্রীনগর শহরের প্রধান কিছু অংশে অনেক মুসলিম কঠোর নিরাপত্তা নিষেধাজ্ঞা অমান্য করে এবং ধর্মীয় স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে। বিধিনিষেধের মধ্যে শিয়া ধর্মীয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।
মুহররম বিশ্বজুড়ে শিয়াদের জন্য পবিত্রতম মাসগুলোর মধ্যে একটি। এই মাসে বর্তমান ইরাকের কারবালার যুদ্ধে নবী মুহাম্মদ (সা.) এর নাতি হোসাইন এবং তার ৭২ জন সঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করে। তারা তাদের নিজেদের বুকে আঘাত করে এবং স্লোগান দিয়ে শোকপ্রকাশ করার উদ্দেশ্যে বিশাল শোভাযাত্রায় অংশ নেয়।
আরও পড়ুন: কাশ্মীরে হামলাকারীর গুলিতে ২ হিন্দু নাগরিকের মৃত্যু
আশুরার আগে মুহররমের অষ্টম দিন রবিবার মিছিলটি বের হয়।
২০২০ সালেও ভারতীয় বাহিনী এমন একটি মিছিল ছত্রভঙ্গ করতে শটগান পেলেট (গুলি) এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে কয়েক ডজন লোক আহত হন।
১৯৮৯ সালে ভারত থেকে ভিন্ন হয়ে এই অঞ্চলের স্বাধীনতা বা প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে একত্রীকরণের দাবিতে একটি সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে কাশ্মীরের ভারত-নিয়ন্ত্রিত কিছু প্রধান অংশে মুহররম মিছিল নিষিদ্ধ করা হয়। এই সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী ও সরকারি বাহিনী নিহত হয়েছে।
আরও পড়ুন: কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় ভারতীয় সেনা নিহত, ৪ শ্রমিক আহত
কাশ্মীরি মুসলমানরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, সরকার আইনশৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করছে।
কাশ্মীরে হামলাকারীর গুলিতে ২ হিন্দু নাগরিকের মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার হামলাকারীরা একজন হিন্দু ব্যাংক ম্যানেজার এবং একজন শ্রমিককে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, যারা এই অঞ্চলের ভারতীয় শাসনের বিরুদ্ধে তারা এ হামলার জন্য দায়ী।
জম্মু-কাশ্মীর পুলিশ পৃথক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চাদুরা শহরের কাছে একটি ইট কারখানায় জঙ্গিরা দুই হিন্দু শ্রমিককে গুলি করে আহত করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে বিহারের এক শ্রমিকের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার, সন্দেহভাজন জঙ্গিরা দক্ষিণ কুলগাম জেলায় ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে হত্যা করেছে। ভারতের রাজস্থান রাজ্যের বিজয় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মারা যান।
সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন মুখোশধারী আততায়ী ব্যাংকে ঢুকে বিজয়ের ওপর গুলি ছুড়ছে।
আরও পড়ুন: মিয়ানমারে সহিংসতায় ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
কাশ্মীরে ক্যাব খাদে পড়ে নিহত ৯
কাশ্মীরে ক্যাব খাদে পড়ে নিহত ৯
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাহাড়ি রাস্তা থেকে একটি ক্যাব গভীর খাদে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাজ্য পুলিশ জানিয়েছে, শ্রীনগর-লেহ জাতীয় সড়কের জোজিলা পাসে দুর্ঘটনাটি ঘটে। জোজিলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ৪০০ মিটার উপরে।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে বলেছেন, ক্যাবটি কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দিকে যাচ্ছিলো। আট যাত্রী ও এক চালককে নিয়ে বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ঘটনায় আহত চালক ও এক সেনাসহ আরও চারজন বৃহস্পতিবার মারা গেছেন।
দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
আরও পড়ুন: উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
মার্কিন আইনপ্রণেতার কাশ্মীর সফরের নিন্দা ভারতের
পাকিস্তান-শাসিত কাশ্মীরে একজন বিশিষ্ট মার্কিন আইনপ্রণেতার সফরের নিন্দা করেছে ভারত।
মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমর বর্তমানে প্রতিবেশি পাকিস্তানে চার দিনের সফরে রয়েছেন। তিনি ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার পূর্বসূরি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু তার পাক-অধিকৃত কাশ্মীর সফরের কারণে ভারত বিরক্ত হয়েছে।
আরও পড়ুন: ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি দিল্লিতে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যদি এই ধরনের রাজনীতিবিদ নিজের বাড়িতে তার সংকীর্ণ মানসিকতার রাজনীতি অনুশীলন করতে চান, তবে এটি তার ব্যবসা হতে পারে। তবে এ উদ্দেশ্যে আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করলে আমাদের ভাবতে হবে।’
কাশ্মীর দীর্ঘকাল ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের বিষয়। দুই দেশই বিতর্কিত এই ভূখণ্ডের দাবিদার। বিগত ৭০ বছরে দুই দেশই বিতর্কিত ভূখণ্ড নিয়ে কমপক্ষে তিনটি বড় যুদ্ধে লিপ্ত হয়েছে।
৩৯ বছর বয়সী আইনপ্রণেতা ইলহান ওমর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে মিনেসোটার প্রতিনিধিত্ব করেন।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জনের মৃত্যু
জাফলংয়ের ডাউকি নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় ভারতীয় সেনা নিহত, ৪ শ্রমিক আহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহরে বিদ্রোহীদের হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এছাড়া অন্যত্র আরও দুটি পৃথক হামলায় চারজন ভারতীয় শ্রমিক আহত হয়েছেন।
ভারতীয় পুলিশ জানায়, সোমবার শ্রীনগরে টহল দেয়ার সময় আধাসামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে মোটরসাইকেলে করে আসা দুজন জঙ্গী গুলি চালায়। পরে আহত সেনাদের হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২
হামলার পর পুলিশ ও সেনারা ওই এলাকা ঘিরে ফেলে এবং জঙ্গীদের খোঁজে তল্লাশি চালায়।
এছাড়া সোমবার হামলাকারীরা দক্ষিণ পুলওয়ামা জেলায় দুই ভারতীয় শ্রমিকের ওপর গুলি চালায় এবং এতে তারা আহত হন। এর কয়েক ঘণ্টা আগে রবিবার গভীর রাতে পুলওয়ামায় গুলিবিদ্ধ হয়ে দুই শ্রমিক আহত হন।
কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় হিন্দু মন্দিরে পদদলিত হয়ে নববর্ষের দিনে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার ভোরে মাতা বৈষ্ণব দেবী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এইদিন দক্ষিণ জম্মু শহরের কাছে পার্বত্য শহর কাটরাতে হাজার হাজার হিন্দু ভক্ত শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়েছিল।
মহেশ নামের একজন জানিয়েছে, তীর্থযাত্রীরা মন্দিরের রুটে প্রবেশ ও প্রস্থান করার সময় একটি গেটের কাছে পদদলিত হয়।
প্রিয়ংশ নামে আরেক ভক্ত বলেছেন, তিনি ও নয়াদিল্লি থেকে আসা তার ১০ বন্ধু শুক্রবার রাতে মন্দির দেখতে এসেছিলেন এবং এই ঘটনায় তার দুই বন্ধু মারা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এক বার্তায় শোক প্রকাশ করে বলেছেন, পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত।
আরও পড়ুন: গণহত্যা ও জ্বালাও-পোড়াও নীতিতে ফিরে যাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী
তিনটি দেশে ৭ কোটি কোভোভ্যাক্স টিকার ডোজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলিউড অভিনেতা রাহুল রায়
ব্রেন স্ট্রোক করে ৪৫ দিনেরও বেশি সময় চিকিত্সা নেয়ার পর মুম্বাইয়ের একটি প্রাইভেট হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলিউড অভিনেতা রাহুল রায়।