অগ্নিকাণ্ড
খুলনায় তুলা-লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ড
খুলনায় অগ্নিকাণ্ডে তুলা-লেপ-তোষকের দোকানসহ তিনটি দোকান পুড়েছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মহানগরীর দৌলতপুর মহসিন মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে সারাদেশে ১৫৭৭টি অগ্নিকাণ্ড ঘটেছে: ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয় লোকজন আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৬টার দিকে নগরীর দৌলতপুর মোহসীন মোড় এলাকায় অবস্থিত একটি তুলা-লেপ-তোষকের দোকানের পেছন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনটি দোকানে।
এরমধ্যে দুটি তুলা-লোপ-তোষকের দোকান এবং একটি টায়ারের দোকান ছিল। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, আমাদের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে তিনটি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরে জানানো সম্ভব হবে।
আরও পড়ুন: সারাদেশে ৩৭ ঘণ্টায় ১৫টি অগ্নিকাণ্ড হয়েছে: ফায়ার সার্ভিস
মঙ্গলবার সারাদেশে ৭টি অগ্নিকাণ্ড ঘটেছে: ফায়ার সার্ভিস
সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬টি অগ্নিকাণ্ডে পোড়ানো হয়েছে ১০টি গাড়ি: ফায়ার সার্ভিস
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডে ১০টি গাড়ি পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, অবরোধের এই সময়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে একটি গাড়িসহ মোট ১০টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: পাকিস্তানি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ১০
এ সময় পাঁচটি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান পুড়ে যায়।
ঢাকা মহানগরী, নওগাঁ, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, রাজশাহী ও সিলেটে একটি করে এবং নাটোরে তিনটি বাসে আগুন দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও ৭৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে বিএনপি ও তার সমমনা দলগুলোর অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৫ ঘণ্টায় ১১টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
১৫ ঘণ্টায় ১১টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে।
এ সময় দুর্বৃত্তরা মোট ১১টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে পাঁচটিতে ঢাকা শহরের অভ্যন্তরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাজশাহী বিভাগে তিনটি, চট্টগ্রাম বিভাগে দু’টি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: সারা দেশে ৫১টি স্থানে ভেঙে পড়া গাছ সরিয়েছে ফায়ার সার্ভিস
ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ছয়টি বাস, একটি কাভার্ডভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান ও একটি ট্রেনের তিনটি বগি রয়েছে।
ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ছয়টি বাস, একটি কাভার্ডভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান ও একটি ট্রেনের তিনটি বগি রয়েছে।
এ সময় সারাদেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের ১০৭ জন সদস্য কাজ করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে।
আরও পড়ুন: ১০ ঘণ্টায় ৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস
চীনের উত্তরাঞ্চলে কয়লা উত্তোলন কোম্পানির ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২৫
চীনের উত্তরাঞ্চলীয় এক শহরে বৃহস্পতিবার কয়লা উত্তোলন কোম্পানির ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভবনটি ইয়ংজু কয়লা কোম্পানির মালিকানাধীন এবং এটি উত্তর শানশি প্রদেশের লভলিয়াং শহরে অবস্থিত।
জেলা কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে এবং জরুরি সেবা ঘটনাস্থলে রয়েছে। তারা ৬৩ জনকে সরিয়ে নিয়েছে, যদিও নিহত ২৫ জন সেই সংখ্যার মধ্যে ছিল কি না তা স্পষ্ট নয়।
স্থানীয় দমকল বিভাগ সিসিটিভিকে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়লা উত্তোলন যেখানে হচ্ছে সেখানে নয়, বরং অফিস ও ডরমিটরিসহ একটি ভবনে আগুনের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ১৫ ঘণ্টায় ১১ অগ্নিকাণ্ড, পুড়েছে ১২টি যানবাহন: ফায়ার সার্ভিস
ভারতের শ্রীনগরে হাউজবোটে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি পর্যটক নিহত
ভারতের শ্রীনগরে হাউজবোটে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি পর্যটক নিহত
ভারতের শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশি পর্যটকরা এই দুর্ঘটনার শিকার হন।
এনডিটিভির খবরে বলা হয়, ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর হ্রদের বেশ কয়েকটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়।
এতে আরও বলা হয়, লেকের পাশে সাফিনা হাউসবোটে অবস্থান করছিলেন বাংলাদেশি পর্যটকরা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটক নিহত
পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত অন্যগুলোতে ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে পাঁচটি হাউসবোট ধ্বংস হয়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার কারণ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: সাজেক থেকে ফেরার পথে ‘চান্দের গাড়ি’ খাদে পড়ে পর্যটক নিহত
সারাদেশে ৩৭ ঘণ্টায় ১৫টি অগ্নিকাণ্ড হয়েছে: ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে ১৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাজধানীর হাজারীবাগ, তাতিবাজার, কাকলী, মিরপুর, ধানমন্ডি, বারিধারা ও মাতুয়াইল এলাকায় সাতটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ঢাকার শাহজাদপুরে বাসে আগুন
এচাড়া ঢাকার বাইরে গাজীপুরে তিনটি, চট্টগ্রামের খাগড়াছড়ি ও নোয়াখালীতে দুটি, বরিশালের গৌরনদী ও বরগুনায় দুটি এবং রাজশাহীতে একটি সহ ১৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ সময় ৯টি বাস, ৪টি কাভার্ডভ্যান ও ২টি ট্রাক পুড়ে যায়।
আরও পড়ুন: বনানীতে মিনিবাসে আগুন
ঢাকার মধ্যে মিরপুরে অক্টোবরে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলেছে, গত মাসে সারা দেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ঢাকা শহরে ১৬৩টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, অক্টোবরে ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে ৮টি। সেপ্টেম্বরে ছিল ১৫৫টি ঘটনা।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে ঢাকা শহরে প্রতিদিন গড়ে ৫টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মিরপুরে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আইআইজি, ইন্টারনেটের গতি ব্যাহত
তবে মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বরে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ১ হাজার ৫৭৭ টি থেকে অক্টোবরে ১০২টি কমেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত মাসে ঢাকা বিভাগে ৫০১টি, ময়মনসিংহে ৫৫টি, চট্টগ্রামে ২৩৯টি, রাজশাহী বিভাগে ২১৩টি, খুলনা বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ৫৯টি, বরিশাল বিভাগে ৬৬টি এবং রংপুর বিভাগে ১৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্যান্য দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ৮৩০ জন আহত হয়েছেন এবং ফায়ার সার্ভিস ৮৪৬টি ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৯০টি ছিল সড়ক দুর্ঘটনা।
এ ছাড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০টি, গ্যাস লাইনে ত্রুটির কারণে ১৩টি, লিফটে ত্রুটির কারণে ২১টি, বজ্রপাতে ৩টি এবং পানিতে ডুবে ৫৮টি দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মঙ্গলবার সারাদেশে ৭টি অগ্নিকাণ্ড ঘটেছে: ফায়ার সার্ভিস
গত মাসে সারা দেশে নদী, পুকুর ও অন্যান্য জলাশয়ে পানিতে ডুবে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা শহরেই ৪৪টি ঘটনা ঘটেছে, এতে ৮ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস আরও জানায়, অক্টোবরে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঘটনায় সারা দেশে তাদের কার্যালয়গুলো ৪ হাজার ৮১৭টি কলের জবাব দিয়েছে।
এছাড়া ফায়ার সার্ভিস ১ হাজার ১৩৯টি কলের জবাবে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করেছে। অক্টোবর মাসে সারা দেশে ১ হাজার ১৬৪ জন রোগীকে পরিবহন করে সেবা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
কাতারে অগ্নিকাণ্ডে নিহত ৪ বাংলাদেশির মধ্যে ২ জন ফেনীর
কাতারের রাজধানী দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশিসহ ৬ অভিবাসী নিহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার রাতে দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা নিকটবর্তী একটি ভবনে ছড়িয়ে পড়ে।
নিহত ৪ বাংলাদেশির মধ্যে ২ জন ফেনীর এবং আরও দু’জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দু’জন পাকিস্তানি নাগরিক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
ফেনীর নিহতরা হলেন, পৌরসভার ৭নং ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান। দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ ।
জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর বশীদ মিলন কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সেলর বাহার মিয়া মোহাম্মদ মাহফুজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
আরও পড়ুন: রূপসায় জুটমিলে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আইআইজি, ইন্টারনেটের গতি ব্যাহত
নারায়ণগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে এই তথ্য নিশিত করে পুলিশ জানায়, শুক্রবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জের আওকাবো বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- হাসুন বানু (৫৫), তার স্বামী অলি আহমেদ (৬৫), ছেলে ওমর ফারুক (১৮), মেয়ে সাহারা বেগম (২৪) ও ভাই সোনাউদ্দিন (৪৫)।
হাসপাতালে হাসুন বানুর ভাতিজা মো. নূরে আলম জানান, রূপগঞ্জের ওই বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন তারা। হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুটকির দোকান করেন। এছাড়া মেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।
আরও পড়ুন: মঙ্গলবার সারাদেশে ৭টি অগ্নিকাণ্ড ঘটেছে: ফায়ার সার্ভিস
তিনি আরও জানান, বাসাটিতে লাইনে তেমন গ্যাসে থাকে না। সেজন্য রান্নার কাজে গ্যাসের চাপ বাড়াতে ২ সপ্তাহ আগে একটি যন্ত্র লাগিয়েছেন। রাতে তারা যখন ঘুমিয়ে ছিলেন, তখন ওই গ্যাসলাইন থেকেই এই বিস্ফোরণ ঘটে বলে তাদের ধারণা।
ঘটনার পরপরই প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে মধ্যরাতে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
তবে হাসুন বানুর বড় ছেলে গার্মেন্টস কর্মী ফরমুজ সেসময় বাসায় না থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে যান।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসুন বানুর শরীরের ৪৬ শতাংশ, তার স্বামী অলি আহমেদের ৫৮, মেয়ে সাহারার ৩০, ছেলে ওমর ফারুকের ১৫ এবং ভাই সোনাউদ্দিনের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সাঈদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আইআইজি, ইন্টারনেটের গতি ব্যাহত
মঙ্গলবার সারাদেশে ৭টি অগ্নিকাণ্ড ঘটেছে: ফায়ার সার্ভিস
বিএনপি ও তার সহযোগী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে মঙ্গলবার সারাদেশে অন্তত সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সারাদেশে সাতটি অগ্নিসংযোগের খবর পেয়েছেন তারা।
এর মধ্যে ঢাকা শহরে একটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ ও গাজীপুর) চারটি, চট্টগ্রাম বিভাগে একটি এবং রাজশাহী বিভাগে (বগুড়া) একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে তিনটি যাত্রীবাহী বাস, একটি কাভার্ডভ্যান, একটি পিকআপ ভ্যান, দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম এবং একটি পুলিশ বক্স পুড়ে গেছে।
আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দিতে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।
আরও পড়ুন: বিএনপির অবরোধের প্রথম দিন: চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস বন্ধ, আটক ১৪
বিএনপির অবরোধ: বগুড়ায় ৩টি মোটসাইকেলে আগুন, বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর
হাইকোর্ট এলাকায় বাসে আগুন