অগ্নিকাণ্ড
ঝাড়খন্ডে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৪, আহত ১২
ভারতের ঝাড়খন্ড প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১২ জন।
মঙ্গলবার(৩১ জানুয়ারি) প্রদেশের ধানবাদ এলাকায় এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১০ নারী, তিন শিশুও রয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম এএনআই।
ভবনটিতে উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ধানবাদের ডেপুটি কমিশনার সন্দীপ কুমার।
জানা যায়, ভবনটিতে অনেক লোক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল।
ধানবাদের অগ্নিদুর্গত আর্শীবাদ টাওয়ার অ্যাপার্টমেন্টের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: মোংলা ইপিজেডের আগুন ২৪ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে
সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির পাম্প হাউজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন।
আহতরা হলেন-দগ্ধ ৭
আরও পড়ুন: সিলেটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, একটিতে আগুন লেগে হেলপারের মৃত্যু
আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মোটর ও ইলেকট্রিক তার পুড়ে গেছে বলে জানা যায়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতাবস্থায় পাঁচজন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
আরও পড়ুন: রাজধানীর গেন্ডারিয়ার আগুন নিয়ন্ত্রণে
কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু
বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ও ১২ দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অগ্নিকাণ্ডে ১০ পরিবারের বসতঘর ও ১২টি দোকান ভষ্মিভূত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) উপজেলার পূর্ব কধুরখীল ও পৌরসভার পূর্ব গোমদণ্ডীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মনু ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পার্বতীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
আগুনে অশোক তালুকদার, উত্তম তালুকদার, দীলিপ তালুকদার, কাজল তালুকদার, মৃদুল তালুকদার, দীপক তালুকদার, বিশু শীল, অমর শীল, শশী শীল ও সুধীর শীলের বসত ঘর পুড়ে গেছে।
আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করলেও ফায়ার সার্ভিস বলছে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিউলে অগ্নিকাণ্ডে ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত
দক্ষিণ কোরিয়ার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ৬০টি বাড়ি পুড়ে গেছে। শুক্রবার রাজধানী সিউলের গুরিয়ং গ্রামে লাগা এ আগুন প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিউলের গাংনাম জেলার দমকল বিভাগের একজন কর্মকর্তা শিন ইয়ং-হো বলেছেন, উদ্ধারকর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি করেছে, সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন: চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৮
এদিন সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার পর ৮০০ জনেরও বেশি দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দুর্ঘটনাকবলিতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ করে।
৬৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা কিম সুং-হান দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, ‘চান্দ্র নববর্ষের ছুটিতে এ ধরনের দুর্ঘটনা কীভাবে ঘটতে পারে?’
উল্লেখ্য, দেশটির সবচেয়ে বড় ছুটির একটি হলো চান্দ্র নববর্ষ এবং আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ উপলক্ষে ছুটি থাকবে।
কিম বলেন, ‘আর কিছু বের করতে না পেরে, আমি শুধু এই পোশাকেই বাড়ি থেকে ছুটে বেড়িয়েছি।’
গ্রামটির একজন নেতা লি উন-চেওল বলেছেন, বাসিন্দারা দ্রুত অন্যদেরকে আগুনের বিষয়ে সতর্ক করতে সক্ষম হয়েছিল এবং দমকলকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে লোকেদের সন্ধান করছে এবং তাদের সরিয়ে নিতে সহায়তা করেছে।
লি ওয়াইটিএন নিউজ চ্যানেলকে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এখানে অনেক দুর্ঘটনা ঘটে।’
তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
গাংনাম জেলা অফিসের একজন কর্মকর্তা কিম আহ-রিউম বলেছেন, প্রায় ৫০০ জন বাসিন্দাকে একটি স্কুল ও জিমসহ আশেপাশের স্থাপনাগুলোতে সরিয়ে নেয়া হয়েছে।
কর্মকর্তারা বলছেন যে, ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই বাড়িতে ফিরতে পারবে বলে আশা করছিল। যাদের বাড়ি ধ্বংস হয়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কমপক্ষে ৪৫ জনকে অস্থায়ীভাবে একটি হোটেলে থাকতে হবে। পুড়ে যাওয়া ৬০টি বাড়ির মধ্যে কয়েকটি অবশ্য খালি ছিল।
আগুনের খবর পেয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল উদ্বেগ প্রকাশ করেছেন।
বর্তমানে তিনি সুইজারল্যান্ডের দাভোসে সফররত।
তার মুখপাত্র কিম ইউন-হে বলেছেন, দুর্ঘটনার ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা কমানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
২০২২ সালের অক্টোবরে সিউলের একটি সংকীর্ণ রাস্তায় ভিড়ে ঠেলাঠেলিতে কমপক্ষে ১৬০ জন মারা যান। এটি গত এক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় দুর্ঘটনা।
বিশেষজ্ঞরা দাবি করেছেন যে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের দুর্বল পরিকল্পনার জন্য মারাত্মক এই দুর্ঘটনা ঘটে।
কেননা দুই বছর পর হ্যালোইন উদযাপকদের বিশাল সমাবেশের কথা জেনেও, কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণের মৌলিক ব্যবস্থা করতে ব্যর্থ হয়।
গুরিয়ং গ্রাম, সিউলের সবচেয়ে ব্যয়বহুল কিছু এলাকার কাছাকাছি অবস্থিত একটি অবৈধ ছাউনি। যা সুউচ্চ উঁচু অ্যাপার্টমেন্ট এবং বিলাসবহুল শপিং মলের পাশেই অবস্থিত। এটি দীর্ঘকাল ধরে দক্ষিণ কোরিয়ায় বিদ্যমান আয় বৈষম্যের প্রতীক।
সহজেই আগুনে পোড়ে এমন উপকরণ দিয়ে তৈরি হওয়ায় পাহাড়ের পাশের গ্রামটি কয়েক বছর ধরে প্রায়ই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত মার্চ মাসে আগুনে ১১টি বাড়ি পুড়ে গিয়েছিল এবং বন্যার কারণে গত আগস্টে প্রায় ১০০ জন লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়েছিল।
গ্রামটিতে প্রায় ৬৭০টি বাড়ি রয়েছে, তবে সবগুলোতে মানুষ বাস করে না।
আরও পড়ুন: রাশিয়ায় অবৈধ আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু
ফ্রান্সের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৫ শিশুসহ নিহত ১০
ধামরাইয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মরিয়ম মারা গেছে
রাজধানীর ধামরাই উপজেলার একটি বাড়িতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ পাঁচজনের মধ্যে দুই বছরের শিশু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে।
মৃত শিশুটির নাম মরিয়ম। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন বলেন, শরীরের ১৫ শতাংশ দগ্ধ নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মরিয়ম রাত আড়াইটার দিকে মারা যায়।
অগ্নিদগ্ধ অন্য ব্যক্তিরা হলেন-গার্মেন্টস শ্রমিক মো. মঞ্জুরুল (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫), জোসনার বড় বোন হোসনা বেগম (৩০) ও তার মেয়ে সাদিয়া আক্তার (১৮)। সবার স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা।
ডা. এসএম আইয়ুব হোসেন আরও বলেন, মঞ্জুরুলের শরীরের ৩৩ শতাংশ, জোসনার ৪০ শতাংশ, হোসনার ২৫ শতাংশ ও সাদিয়ার ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে ধামরাইয়ের কুমরাল গ্রামের বাসিন্দা জোসনা তাদের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণটি ঘটে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩জন দগ্ধ
রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
রাজধানীর ধামরাইয়ে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচ সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ধামরাইয়ের কুমরাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন-গার্মেন্টস শ্রমিক মো. মঞ্জুরুল (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫), তাদের দুই বছরের মেয়ে মরিয়ম, জোসনার বড় বোন হোসনা বেগম (৩০) ও তার মেয়ে সাদিয়া আক্তার (১৮)। সবার স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা।
আরও পড়ুন: রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩জন দগ্ধ
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, মঞ্জুরুলের শরীরের ৩৩ শতাংশ, জোসনার ৪০ শতাংশ, মরিয়মের ১৫ শতাংশ, হোসনার ২৫ শতাংশ ও সাদিয়ার ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া এক প্রতিবেশি সুফিয়ান বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ধামরাইয়ের কুমরাল গ্রামের বাসিন্দা জোসনা তাদের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণটি ঘটে।
রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে সবাই সন্দেহ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কম্বোডিয়ায় হোটেল-ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে নিহত ১৯
রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩জন দগ্ধ
রাজধানীর উত্তরখান এলাকায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে উত্তরখানের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডালিয়া রহমান (৩৫), ডালিয়ার মা আলেয়া বেগম (৫৯) ও ডালিয়ার ভাতিজি অঞ্জনা রহমান (৩০)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডালিয়া তার মা ও ভাতিজির সঙ্গে রান্নাঘরে চা বানানোর জন্য গিয়ে চুলা জ্বালালে অগ্নিকাণ্ড ঘটে। আহত অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট
তিনি আরও জানান, আহতদের মধ্যে আলেয়া ৬০ শতাংশ এবং অঞ্জনা ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। এবং অগ্নিকাণ্ডে সামান্য আহত ডালিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: শার্শায় জুট মিলে অগ্নিকাণ্ডে ২০ জন আহত
রাজশাহীতে অগ্নিকাণ্ড: গ্যারেজের ৫ গাড়িসহ বহুতল ভবনে আগুন
শার্শায় জুট মিলে অগ্নিকাণ্ডে ২০ জন আহত
যশোরের শার্শায় একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আফিল জুট উইভিং মিলস লি. এর তিনটি গুদাম পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১০০ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আফিল জুট উইভিং মিলের জেনারেল ম্যানেজার আব্দুল।
গুরুতর আহত শ্রমিকের নাম আখের আলী।
জানা যায়, যশোর, ঝিকরগাছা ও বেনাপোল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে বিকাল ৩টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন: রাজশাহীতে অগ্নিকাণ্ড: গ্যারেজের ৫ গাড়িসহ বহুতল ভবনে আগুন
আফিল জুট উইভিং মিলের জেনারেল ম্যানেজার আব্দুল ওহাব জানান, কোন কিছু বোঝাই আগেই দুপুর ১টার দিকে মিলের পেছনের অংশের ৩টি ইউনিটের উৎপাদিত সুতা, বস্তা ও পাট সহ মেশিনে আগুন ধরে যায়। মিলের শ্রমিকরা প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে বেনাপোল ফায়ার সার্ভিস, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আধাঘন্টা দেড়িতে এসেছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেন।
বেনাপোল ফায়ার সার্ভিস’র সহকালী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, বেনাপোল, ঝিকরগাছা, যশোর ও নওয়াপাড়ার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত না করে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়।
আরও পড়ুন: মনপুরায় অগ্নিকাণ্ডে ১৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ব্যাংক ও ১০টি দোকান পুড়ে ছাই
রাজশাহীতে অগ্নিকাণ্ড: গ্যারেজের ৫ গাড়িসহ বহুতল ভবনে আগুন
রাজশাহী নগরীর বরেন্দ্র কলেজ এলাকায় গাড়ি মেরামতের গ্যারেজে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজের পাশে থাকা ১০ তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪ টার দিকে প্রথমে গ্যারেজে আগুন লাগে। পরে সেখান থেকে পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের বেশকিছু মালামাল পুড়ে যায়। অন্যদিকে গ্যারেজে থাকা পাঁচটি প্রাইভেটকার পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানার, ভোর ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় দুই ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গ্যারেজে আগুনে লেগে পাঁচটি কার পুড়ে যায়। পরে সেখান থেকে পাশের ১০ তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটির দুই তলায় থাকা একটি রেস্টুরেন্ট পুড়ে যায়।
তিনি আরও জানান, ভবনটির ফ্ল্যাটগুলোতে তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আগুনের ধোঁয়ায় একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন
আগুন সন্ত্রাস হলে আগের মতই কঠোর জবাব দেয়া হবে: আইজিপি
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ
চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৮
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে রাসায়নিক ও অন্যান্য শিল্প পণ্যের লেনদেনকারী একটি কোম্পানিতে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার অ্যানিয়াং শহরের একাংশের স্থানীয় সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ওয়েনফাং জেলা প্রশাসন জানিয়েছে, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালান।
আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু
রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে যে আগুনে আচ্ছন্ন একটি দোতলা ভবন থেকে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে। রাত্রিকালীন শটগুলোতে, দমকলকর্মীরা একটি এক্সটেনশন মই এবং আলোর সাহায্যে কাঠামোর ক্ষতবিক্ষত, অবশিষ্টাংশগুলো কঙ্কালগ পরীক্ষা করছে।
অগ্নিকাণ্ডের কারণ বা কতজন কর্মচারী নিহত হয়েছে সে সম্পর্কে কোনও ধারণা দেয়া হয়নি। যদিও চীনে কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে শিথিলতার কারণে শিল্প দুর্ঘটনার ইতিহাস রয়েছে।দুর্ঘটনার জন্য দুর্বল গুদাম পরিস্থিতি, প্রস্থানের রাস্তা তালাবদ্ধ থাকা এবং অগ্নিনির্বাপক সরঞ্জামের অভাব প্রায়শই সরাসরি কারণ হিসাবে উল্লেখ করা হয়।
অনলাইন কোম্পানি কেসিন্দা বলেছে যে এটি একটি পাইকারী বিক্রেতা যা বিশেষায়িত রাসায়নিক হিসেবে বর্ণনা করাসহ বিস্তৃত শিল্প পণ্যের লেনদেন করে।
উত্তরের বন্দর শহর তিয়ানজিনের একটি রাসায়নিক গুদামে ২০১৫ সালের একটি বিশাল বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিল। যাদের বেশিরভাগই ছিল দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা। রাসায়নিকগুলো মিথ্যাভাবে নিবন্ধিত এবং সংরক্ষণ করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সম্ভাব্য হুমকির জটিলতার কারণে নিরব ছিলেন।
বিবৃতি অনুসারে, ২০০টিরও বেশি অনুসন্ধান ও উদ্ধারকর্মী এবং ৬০ জন দমকলকর্মী হেনানের আগুনে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।
ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশটি স্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার হওয়ার বেশ কয়েকটি মারাত্মক ঘটনা দেখেছে।
এপ্রিল মাসে প্রাদেশিক রাজধানী চাংশার উপকণ্ঠে একটি ভবন ধসে ৫৩ জন নিহত হওয়ার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মনপুরায় অগ্নিকাণ্ডে ১৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
মালদ্বীপে অগ্নিকাণ্ড: নিহত ২ বাংলাদেশি শনাক্ত