চোরাই পণ্য
সিলেট সীমান্তে ১ কোটি ৪৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫১০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলেটের সোনালীচেলা, নোয়াকোট, বিছনাকান্দি, বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর ও সদর অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পণ্যগুলো হলো— ভারতীয় নিমেসুলাইড ট্যাবলেট, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, স্কিন সানরাইজ ক্রিম, প্রিমিয়াম মিল্ক লাচ্ছা সেমাই, কর্ণফ্লেক্স মিক্স, ট্যাং, ফ্যাশন হার্বস গোল্ড ক্রিম, নূপুর, জিরা, মাল্টা, সুপারি, আঙ্গুর, গরু, চিনি, ছাগল ও মদ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে ৩ কেজি ৬ গ্রাম স্বর্ণ জব্দ, আটক ১
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এসব পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা এই বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে। আটক মালামালগুলোর বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আটক মালামালের মূল্য ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫১০ টাকা বলেও জানান তিনি।
২৫২ দিন আগে
সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেটে মদসহ ৭৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়ে বলে শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, ২৮ ও ২৯ নভেম্বর সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ ও পাথরকোয়ারী বিওপি অভিযান চালিয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ৩
৩৭১ দিন আগে
জুলাই মাসে ৫০.৪৩ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৫০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
১৯৫০ দিন আগে