স্কুলছাত্রী নিহত
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত বাবা-মা
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় হোসনা ইন (ইফফা) নামে ১৩ বছরের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার মা ও বাবা।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বিজয়রামপুর খৈয়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, কেশবপুর থেকে প্রাইভেটকারে যশোর শহরে আসার পথে একটি অজ্ঞাতপরিচয় কভার্ডভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নড়াইলের সদর উপজেলার ভওয়াখালীর ইফফা, তার বাবা গিয়াস আহমেদ সোহেল ও মা স্বপনীল ইসলাম গুরুতর আহত হন।
পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ইফফাকে মৃত ঘোষণা করেন। আহত মায়ের চিকিৎসা চলছে। পিতা স্বপনীল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি আটকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০৫ দিন আগে
প্রাইভেট কারের ধাক্কায় মাগুরায় স্কুলছাত্রী নিহত
মাগুরার কাটাখালী আখ সেন্টার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।
মাগুরা যশোর সড়কে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া সুলতানা (১৫) সদর উপজেলার ছয়চার গ্রামের আছাদুজ্জামানের মেয়ে ও কাটাখালী হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: সিলেটে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার সে প্রাইভেট পড়ে নিজ বাড়িতে ফেরার সময় কাটাখালী আখ সেন্টারের কাছে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত
১৬২৪ দিন আগে
দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তালপুকুর বাজারের রবিবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
১৮৪৬ দিন আগে
যশোরে ট্রাকচাপায় স্কুলছাত্রীসহ নিহত ২
যশোরের শার্শা উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাপায় এক স্কুলছাত্রী ও ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই ছাত্রী।
১৮৪৯ দিন আগে
শেরপুরে বজ্রপাতে ৩য় শ্রেণির স্কুলছাত্রী নিহত
জেলার ঝিনাইগাতীর জুলগাঁও গ্রামে মঙ্গলবার বজ্রপাতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
১৯৪৯ দিন আগে