অস্বীকার
নাটোরে দোকানে তালা লাগিয়ে চাঁদা দাবির বিষয় অস্বীকার জেলা জামায়াতের
নাটোরের বড়াইগ্রামে ১১টি কোকানে তালা লাগিয়ে দখল চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা রুহুল আমিনসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার (২৯ জুলাই) অভিযুক্তদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমনের আদালতে হাজির করে জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশের উপ পরিদর্শক আলমগীর হোসেন।
এদিকে মঙ্গলবার(২৯ জুলাই) বিকালে শহরের একটি কনফারেন্স সেন্টারে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত।
এতে জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম দাবি করেন, দীর্ঘদিন ধরে বেহাত হওয়া পৈত্রিক সম্পত্তি উদ্ধারের জন্য চেষ্টা করেছেন রুহুল আমিন ও তার পরিবার। এখানে রাজনৈতিক পরিচয় ব্যবহার ও চাঁদাবাজির কোনো বিষয় ছিল না। তবে দোকানে তালা লাগানোর বিষটি ঠিক হয়নি বলে মন্তব্য করেন জেলা আমির।
পড়ুন: বিচার-সংস্কার, নির্বাচন পাশাপাশি হতে হবে: জামায়াত আমির
তিনি জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে সালিস ডাকা হলেও প্রতিপক্ষ সেখানে হাজির জননি। এ অবস্থায় রুহুল আমিন ও তার ভাইয়েরা মিলে দোকানগুলোতে তালা লাগিয়ে দেয়। বিষয়টি কেন্দ্রীয় জামায়াত পর্যবেক্ষণ করছে। এ ক্ষেত্রে অনিয়ম ও দলীয় পরিচয়ে ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ পেলে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে বলেও জানান মীর নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এরআগে সোমবার(২৮ জুলাই) বিকালে স্থানীয় জামায়াত নেতা রুহুল আমিন ও তার ভাই বিএনপি নেতা হায়দার আলীসহ স্বজনরা গিয়ে উপজেলার আহম্মদপুর বাজারের ১১টি দোকান নিজেদের দাবি করে। পরে তারা সেসব দোকানে তালা লাগিয়ে দিলে ব্যবসা বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সেনাবাহিনীর সহায়তা চাইলে সেনা সদস্যরা গিয়ে কাগজপত্র যাচাই বাছাই শেষে তালাবদ্ধ দোকানগুলোর তালা খুলে দেওয়ার ব্যবস্থা করে এবং তালা লাগানোর সঙ্গে জড়িত জামায়াত নেতা রুহুল আমিন তার ভাই হায়দার আলী, অপর ভাই আজিম উদ্দিন ও তাদের বাবা মজিবর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল চেষ্টার অভিযোগে মামলা দায়ের করের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। পরে আটককৃত ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়া হোসেন।
১২৯ দিন আগে
কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গাফিলতির অভিযোগ অস্বীকার র্যাবের
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতায় একটি পার্কে ঘুরে বেড়াচ্ছেন এমন ভিডিও বেসরকারি একটি টেলিভিশনে ছড়িয়ে পড়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনার ঝড় ওঠেছে।
বিষয়টি নিয়ে র্যাবের কাছে চাওয়া হলে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, র্যাব এ কাজে কোনো অবহেলা করেনি। তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথ পালন করে যাচ্ছে।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর পলায়নে র্যাবের কোনো ধরনের গাফিলাতি ছিল না বলে জানান মুনীম ফেরদৌস।
আরও পড়ুন: ছাত্র-জনতার ওপর র্যাব কোনো গুলি চালায়নি: কর্নেল মুনীম ফেরদৌস
তিনি বলেন, ‘এখানে র্যাবের উদাসীনতা বা গাফিলাতি ছিল তা বলতে চাই না। আমাদের ওপর যে দায়িত্ব, আমাদের যতটুকু সামর্থ্য তা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও আমাদের কর্মপরিধির মধ্যে যতেটুকু করা দরকার আমরা তা করেছি।’
গত ৫ আগস্টের পর আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সমাজে অপরাধ থাকবে বলেই কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাব আছে। যদি অপরাধ নির্মূল হয়ে যেত, তাহলে কিন্তু সমাজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে না।
৪২৯ দিন আগে
খেলোয়াড়দের অর্থ প্রদান বিষয়ে ফিকার দাবি অস্বীকার বিসিবির
ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সম্প্রতি ‘মেনস গ্লোবাল এমপ্লয়মেন্ট রিপোর্ট ২০২০’ এ ফ্র্যাঞ্চাইজি ইভেন্ট চুক্তি পরিচালনা এবং আইসিসি ইভেন্টে খেলোয়াড়দের অর্থ প্রদান সংক্রান্ত বিভ্রান্তিমূলক এবং ভুল তথ্য প্রকাশ করেছে বলে বিসিবি জানিয়েছে।
১৯৪৯ দিন আগে