শুল্ক গোয়েন্দা বিভাগ
চট্টগ্রাম বিমানবন্দরে এক কেজি সোনা জব্দ, আটক ১
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে এক কেজি সোনা জব্দ করা হয়।
আটক মিজানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা বিভাগের দায়িত্বরত কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, মিজানুর আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসেন।
আরও পড়ুন: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
তিনি বলেন, ‘খবর পেয়ে আমাদের সদস্যরা মিজানুরকে গ্রিন চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় তল্লাশি করেন এবং তার কাছ থেকে এক কেজি সোনা, মদ ও সিগারেট জব্দ করেন।’
মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
১২১৯ দিন আগে
সিলেট ওসমানী বিমানবন্দরে ৭৯৮ কার্টন সিগারেট উদ্ধার
সিলেট, ১৩ অক্টোবর (ইউএনবি)- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৭৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।
২২৪৪ দিন আগে