নৌকা বাইচ
গাইবান্ধায় ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মহিমাগঞ্জের বাঙ্গালী নদে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪টি নৌকা অংশ গ্রহণ করেছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
প্রতিযোগিতাটি উপভোগ করতে গোবিন্দগঞ্জের বাঙ্গালী নদীর তীর জনস্রোতে সৃষ্টি হয়। নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা বাঙ্গালীর দুই পাড় কানায় কানায় ভরে যায়।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কেএম জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান. উপজেলা স্বেচ্ছা সেবকলীগের হামিদুল ইসলাম সহ অন্যরা।
জানা যায়, ৫দিনের নৌকা বাইচ শেষে বিজয়ী দলকে একটি গরু এবং রানার্স আপ দলকে একটি খাসি পুরস্কার হিসেবে দেয়া হবে।
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
মধুমতি নদীতে নৌকাবাইচ, দুই তীরে মানুষের মিলনমেলা
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একে কেন্দ্র করে নদী দুই পাড়ে দূরদূরন্ত থেকে আসা শিশু থেকে শুরু করে নানা বয়সের উৎসুক দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
স্থানীয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার দুপুর ১টার দিকে নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নামে এই নৌকা বাইচের নাম দেয়া হয়।
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
জানা গেছে, বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকার মোট সাতটি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। মধুমতি নদীর আস্তাইল এলাকা থেকে মোল্লাহাট সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে চলে বাইচ প্রতিযোগিতা। চারটি ছোপের (রাউন্ড) মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় বিজয়ী নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মো. দিদারুল আলমের ভাইভাই জলপরী বাইচ দল এবং রানার্সআপ হয়েছে মো. ইকবাল হোসেনের দুই ভাই জলপরী বাইচ দল। প্রতিযোগিতায় প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ফ্রিজ এবং অংশ নেয়া সবকটি বাইচদলের হাতে টেলিভিশন তুলে দেয়া হয়।
সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
সিলেট, ৩ সেপ্টেম্বর (ইউএনবি)- সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার চেঙ্গের খাল নদীতে বৃহস্পতিবার এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে-গেয়ে মাতিয়ে তুলে এলাকা। বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে, কেউ রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। বাইচে অংশ নিয়ে এলাকার মানুষদের আনন্দ দিতে পেরে খুশি মাঝি-মাল্লারা।
প্রতিযোগিতায় ১০টি নৌকার মধ্যে জৈন্তাপুর উপজেলার 'ছাতার খাই' নৌকা প্রথম হয়।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে ১৫ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ: পররাষ্ট্রমন্ত্রী
আর দ্বিতীয় হয়েছে গোয়াইনঘাট উপজেলার 'লেংগুরা'। তৃতীয় হয়েছে জৈন্তাপুর উপজেলার ‘দক্ষিণ কাঞ্চন’।
প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি ছাগল এবং তৃতীয় পুরস্কার ছিল একটি এলইডি টিভি।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ চুনু মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্লাত আহমদ চৌধুরী।
আরও পড়ুন: সিলেটে স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতার পদত্যাগ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
মানিকগঞ্জ, ১৪ অক্টোবর (ইউএনবি)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামে ধলেশ্বরী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।