অজ্ঞাত ব্যক্তির লাশ
পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ, ৯ ঘণ্টা পর উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের বিপরীতে পদ্মা নদীর চরের কিনারে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে দৌলতদিয়া ঘাট নৌ-ফাঁড়ি পুলিশ। এর আগে শনিবার বেলা ১১টার থেকে লাশটি ভাসতে দেখেন অনেকে।
স্থানীয়রা জানান, পদ্মায় মাছ ধরার সময় স্থানীয় কয়েকজন জেলে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের বিপরিতে উত্তর দিকের পদ্মা নদীর মাঝে বালুর চরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখেন।
পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। রাত ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: নিখোঁজ হওয়ার ২০ দিন পর যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার
ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘সন্ধ্যার আগে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৬ মে) বিকালের দিকে ঝড়ের সময় ফেরি বা লঞ্চ থেকে এই ব্যক্তি পদ্মা নদীতে পড়তে পারেন। নিহত ব্যক্তির বয়স অনুমান ৪০ থেকে ৪৫ বছরের মতো হতে পারে। তবে সুরতহালকালে লাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পকেট থেকে ৪৫০ টাকা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘আজ রবিবার (১৮ মে) সকালে ফরিদপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আসার কথা রয়েছে। তারা আসলে প্রযুক্তিগত সহযোগিতায় পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।’
ত্রিনাথ সাহা জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বর্তমানে লাশটি দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে রয়েছে।
২০১ দিন আগে
কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় জোয়ারের পানির সঙ্গে নাফ নদী হয়ে খালের ঝিরি দিয়ে মিয়ানমার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে এসেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় লাশটি দেখতে পায় স্থানীয়রা।
বালুখালী স্থানীয় যুবক কায়সার বলেন, লাশটির মুখে কালি রয়েছে। মাথায় হেলমেট ও গায়ে খাকি পোশাক। দেখে মনে হচ্ছে, এটা মিয়ানমার বাহিনীর কোনো সদস্যের লাশ। লাশটি খালের ঝিরির চলন্ত পানিতে মিয়ানমারের ঢেকিবুনিয়া থেকে ভেসে এসেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, খালের ঝিরি দিয়ে লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ময়মনসিংহে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
শরীয়তপুরে ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
৬৬৩ দিন আগে
খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
খুলনা মহানগরীর লবনচরা থানাধীন পশ্চিমে সুঁড়িখাল মোড়ে সোমবার কসটেপ আটকানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৯৪৩ দিন আগে