বিচার দাবি
হাদি হত্যা ও সংবাদমাধ্যমে হামলার বিচার দাবি ঢাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং রাজধানীতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার’র কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পাশাপাশি নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তারা এ সব ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, দেশবিরোধী সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গণমাধ্যমে হামলার প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, হাদি হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী উগ্রগোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কার্যালয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। এ ছাড়া নিউ এইজ-এর সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
তারা বলেন, অতীতের মতো বর্তমান সময়েও এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে খুনিদের ভারতে পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
বিবৃতিতে দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা ও সহিংসতা পরিহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মানুষ, গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
৪ ঘণ্টা আগে
সব বিচারবহির্ভূত হত্যার বিচার দাবি বিএনপির
আওয়ামী লীগের শাসনের এক দশকে সারা দেশে প্রায় তিন হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে দাবি করে বিএনপি বৃহস্পতিবার এ জাতীয় সব ঘটনার যথাযথ বিচার দাবি করেছে।
১৯৫৪ দিন আগে