সাইকেল
খুলনায় সাইকেল থেকে পড়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
খুলনার ডুমুরিয়ায় সাইকেল থেকে পড়ে মো. রবিউল ইসলাম গাজী নামে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মে) সকাল ১০টার দিকে তিনি মারা যান। তিনি ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর হেকমত আলী গাজী ছেলে।
আরও পড়ুন: আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩ শতাধিক: জাতিসংঘ
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুতের কাজ করার জন্য তিনি বাড়ি থেকে সাইকেলযোগে চুকনগর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি জনৈক শেখ আবদুস সামাদের মাছের ঘেরের কাছে পৌঁছালে প্রচণ্ড বাতাসে সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে পড়েন। এ ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেলে নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা সাইকেল থেকে পড়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শিক্ষাসফরের বাস দুর্ঘটনায় নিহত ১১
যশোরে ফুটবল খেলা নিয়ে গোলযোগ, ছুরিকাঘাতে যুবক নিহত
৫৭১ দিন আগে
চুয়াডাঙ্গায় সাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল ইসলাম (৫০) সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত মিসকার মল্লিকের ছেলে।
আলুকদিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, সকালে সাইকেলে পান বিক্রির জন্য চুয়াডাঙ্গা বড়বাজার পানের হাটে যাচ্ছিলেন শামসুল। এ সময় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে উঠলে চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাকচাপায় শিশুসহ নিহত ২
তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে তিন বাহনের সংঘর্ষ, নিহত ১
৬৬৪ দিন আগে
কাশ্মীর থেকে সাইকেল চালিয়ে ভারতীয় তরুণী বাংলাদেশে!
চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশে এসেছেন ছাবিতা মাহাতো নামে এক তরুণী। তিনি ঘুরে দেখবেন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢোকেন ভ্রমণপিপাসু সাবিতা মাহাতো। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাটে উদ্দেশ্যে রওনা দেন তিনি।
আরও পড়ুন: প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে বাংলাদেশে ভারতীয় যুবক
১০২০ দিন আগে
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬৫ শিশু-কিশোর
চট্টগ্রামের সীতকুণ্ডে টানা চল্লিশ দিন এশার ও ফজরের নামাজ জামাতে পড়ায় ৬৫ শিশু-কিশোরকে সাইকেল উপহার দেয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বগাচতর মজর উল্লাহ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ উপহার হিসেবে তুলে দেয়া হয়।
আরও পড়ুন: যশোরে বাইসাইকেল পেল ৫০ ছাত্রী
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার নাজমুল হক ভূঁইয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম মামুন ভূঁইয়া, আমিরিকা প্রবাসী এমরান হোসেন ভূঁইয়া ও ফরহাদ হোসেন ভূঁইয়া ও ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক ভূঁইয়া এবং মাওলানা আব্দুস সালাম ও তোফাজ্জল হোসেন ভূঁইয়া।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মস্টার গিয়াস উদ্দিন বলেন, অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য ফজর এবং এশার নামাজ জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজনটি করা হয়।
এতে প্রাথমিকভাবে ৬৯ জন শিশু-কিশোর রেজিস্ট্রেশন করলেও চারজন প্রতিযোগী নিয়মিত হতে পারেনি। তাই ৬৫ জনকে সাইকেল উপহার দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত কিশোর সাব্বির আনোয়ার বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে সাইকেল পেল ৪৫ শিশু
৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু-কিশোর
১০৪৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত মুনতাজ আলী (৭৫) একই উপজেলার বেনিচক এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মুনতাজ আলী সকাল সাড়ে ১১টার দিকে চৌডালা বাজার থেকে সাইকেলযোগে তার বাড়ি ফিরছিলেন। পথে চৌডালা মাদরাসা মোড় এলাকায় মালবাহী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুনতাজ আলী।
স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ও চালকসহ ট্রাকটি আটক করে।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
১০৮৮ দিন আগে
ছিন্নমূল শিশুদের পুনর্বাসন: কক্সবাজার থেকে সাইকেলে বিশ্বনাথে ২৪ ব্রিটেন প্রবাসী
বাংলাদেশে সফররত ব্রিটেনের জনপ্রিয় মুসলিম চ্যারিটি সংস্থার ২৪ সদস্য বিশিষ্ট ‘টিম এমসি’র সাইক্লিং দল সিলেটে এসেছেন। বাংলাদেশের ছিন্নমূল শিশুদের স্থায়ী পুনর্বাসনের জন্য তহবিল (ফান্ড) সংগহের লক্ষ্যে ‘ট্যুর ডি বাংলাদেশ’ নামে টিম এমসি’র সদস্যরা বাংলাদেশে আসেন এবং তারা কক্সবাজার থেকে সাইকেল চালিয়ে রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর ও শ্রীমঙ্গল হয়ে রবিবার দুপুরে বিশ্বনাথে পৌঁছেন।
টিম এমসি’র গ্রুপ লিডার, লন্ডন থেকে সাইকেল চালিয়ে মক্কায় হজ্ব পালন করে চমক সৃষ্টিকারী বিশ্বনাথের কৃতি সন্তান রাশিদ আলীর নেতৃত্বে ‘টিম এমসি’র সাইক্লিং দলের সদস্যরা বাংলাদেশে আসেন।
বিশ্বনাথে পৌঁছলে তাদেরকে দি ওয়ান পাউন্ড হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় দি ওয়ান পাউন্ড হসপিটালের জায়গা পরিদর্শন করেন সাইক্লিং টিমের সদস্যরা।
এসময় বিশ্বনাথের দি ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ডা. শানুর আলী মামুন, বিশিষ্ট মুরব্বী হালিম শিকদার, হসপিটালের চিপ কো-অডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখ তাদেরকে স্বাগত জানান।
আরও পড়ুন: সিলেটে গ্রেপ্তার ১০: জুয়ার সরঞ্জাম জব্দ
সিলেটে ‘বারি বেগুন-১২’ চাষে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া
১৩৯০ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম (৫৮) শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি খাকরিপাড়া গ্রামের মৃত মঞ্জুর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, খাইরুল ইসলাম ছত্রাজিতপুর বাজার থেকে সাইকেলযোগে রানাহাটী বাজারের দিক হয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সাইকেলে ধাক্কা দিলে ওই আরোহী রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটি সংঘর্ষে নিহত ৩
১৪০০ দিন আগে
৫০ বছরেও সেতু নির্মাণ হয়নি, ভেঙে যাওয়া সাঁকোই শেষ ভরসা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঙে যাওয়া বাঁশের সাঁকোয় হামাগুড়ি দিয়ে ঝুঁকির মধ্যে পারাপার করছে মানুষ। প্রতিবছর স্থানীয় উদ্যোগে সাঁকোটি মেরামত করা হলেও সরকারিভাবে সেতু নির্মাণের উদ্যোগ না নেয়ায় বিপাকে রয়েছে ওই এলাকার হাজার হাজার মানুষ।
ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার করতে প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্থায়ীভাবে সাঁকো নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামে নবিউলের ঘাটে বারোমাসিয়া নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। চলতি বছরে বন্যার তীব্র স্রোতে সাঁকোর মাঝামাঝি জায়গায় কয়েকটি খুটি ভেঙে সাঁকোটি বেঁকে হেলে পরেছে। এরই উপর দিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে মানুষ। ভারি বস্তা বা সামগ্রী পারাপার করতে হিমশিম অবস্থা তাদের।
আরও পড়ুন: ধানক্ষেতের মাঝে ৪০ লাখ টাকার সেতু, ব্যবহার হয় ‘সেলফি’ তোলায়!
স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা সাইকেলকে লাঠি হিসেবে ব্যবহার করে সতর্কভাবে পারাপার করছে। ধান কাটার মৌসুমে বিপাকে পরে চাষিরা। এসময় নৌকা সংগ্রহ করে ধান,পাট,ভুট্টাসহ শাক-সবজি অতিরিক্ত পয়সা গুণে পার করতে হয়।
ঘটনাস্থল ঘুরে দেখা যায়, কুড়িগ্রাম জেলায় সরকারিভাবে ১৬টি নদ-নদীর কথা উল্লেখ থাকলেও বারোমাসিয়া নামে কোন নদীর কথা উল্লেখ নেই। স্থানীয় সংবাদকর্মী অনীল চন্দ্র সরকার জানান, বারোমাসিয়া বা বাণিদহ নদীটি ধরলা নদীর একটি উপশাখা নদী। যা সরাসরি ভারত থেকে প্রবেশ করে কুড়িগ্রামে মূল ধরলা নদীতে মিশে গেছে। ধরলা নদী এবং বারোমাসিয়া নদীর পানির রঙ সম্পূর্ণ আলাদা। ফলে বারোমাসিয়া নদীটি আলাদা বৈশিষ্ট্য বহন করছে। নদীটি ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী মরাকুটি গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ গ্রাম দিয়ে। স্থানীয়ভাবে এটিকে বাণিদহ বা বারোমাসিয়া নদী বলা হয়ে থাকে। এর দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। এই উপশাখা নদীর উপর দুটি বাঁশের সাঁকো রয়েছে। একটি গতমাসে নির্মাণ করা হলেও নবীউলের ঘাটের সাঁকোটি বন্যায় ভেঙ্গে পরায় শোচনীয় অবস্থা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাঁকো ছাড়া অচল সেতু!
সাঁকো পারাপার করার সময় সাঁকোর ওপারের ঝাউকুটি গ্রামের স্কুল শিক্ষার্থী মমিনুল (১৪) ও আজমেরী (১৩) জানায়, তারা প্রতিদিন ভয়ে ভয়ে সাঁকোটি পার হয়। ভাঙা জায়গাটি পার হতে গিয়ে মনে হয় এই বুঝি সাঁকোটি ভেঙ্গে পরে যাবে।
মাথায় ধানের বস্তা নিয়ে পার হতে গিয়ে শাহাদত (৪৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘ভারি জিনিস নিয়া বাঁশের হাঙ্গরাত যাওয়া আমার খুব কষ্ট হয়। একনা সাইকেল পার করা, ভার ধরি যাওয়া খুব কষ্ট হয়।’
এই গ্রামের কৃষক হামিদ মিয়া জানান, ‘ছয় বছর আগে এখানে একটা ঘাট ছিল। তখন আমরা নৌকা দিয়ে পারাপার করছি। তারপরে জনগণের কাছে বাঁশ কালেকশন করি আমরা একটা বাঁশের সাঁকো দিছি। এবার সাঁকোটি ভেঙে গেছে। এখন পারাপারে খুবই সমস্যা।’
আরও পড়ুন: আগামী জুনের মধ্যে পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া হবে: সেতুমন্ত্রী
বালাহাট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ও মৎস ব্যবসায়ী আতাউর রহমান রতন জানান, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ এই এলাকার উৎপাদিত পণ্য এই ব্রীজের ওপর খুব ঝুঁকি নিয়ে পার করতে হয়। সাঁকোটির দৈর্ঘ্য প্রায় ১২০ ফুট। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ পারাপার করে। প্রতিবছর আমরা নিজেদের উদ্যোগ সাঁকোটি পারাপারের উপযোগী করি। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও সরকারিভাবে কোন উদ্যোগ নেয়া হয়নি। আমরা এখানে একটি স্থায়ী সেতু চাই।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস বলেন, ইতোমধ্যে জনদুর্ভোগ কমাতে দুটি জরাজীর্ণ সেতু আমরা ঠিক করার উদ্যোগ নিয়েছি। এছাড়াও এরকম কোন বিষয় আমাদের নজরে আসলে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়ার চেষ্টা করি। যাতে জনদুর্ভোগ কমিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়।
১৪৮৫ দিন আগে
৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ২০ শিশু-কিশোর
টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে উপহার হিসেবে সাইকেল পেয়েছে ২০ শিশু-কিশোর।
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে প্রতিযোগীদের হাতে উপহার তোলে দেন অতিথিরা।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পাইগাঁও যুবসমাজ গত রমজানে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে। গ্রামের প্রবাসীরা এতে অর্থায়ন করেন।
আয়োজকরা জানান, নৈতিকতা সম্পন্ন ধর্মপ্রাণ সুনাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করবেন এমনটাই তাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বক্তব্য দেন, শায়খ মুফতি আব্দুস সুবহান, ইউপি চেয়ারম্যান মোরাদ হোসেন, পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর প্রমুখ।
১৫৯৬ দিন আগে
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
তেতুঁলিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শালবাহানহাট ইউনিয়নের বালাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮২০ দিন আগে