কৃষি সম্প্রসারণ বিভাগ
খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ বিভাগে দুদকের অভিযান
বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৭ আগস্ট) কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালকের কার্যালয় এবং খাগড়াছড়ি জেলা পরিষদে এই অভিযান চালানো হয়। দুদকের হটলাইন নম্বর ১০৬-এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ উদ্যোগ নেয়া হয়।
রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ
দুদক সূত্রে জানা যায়, কৃষি বীজ বিতরণে অনিয়ম, কর্মশালার অর্থ আত্মসাৎ, কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে জটিলতা সংক্রান্ত অভিযোগ তদন্তে অভিযান চালানো হয়।
অভিযান শেষে রাঙ্গামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশনের কাছে জমা দেওয়া হবে।
উল্লেখ্য.খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোহাম্মদ বাছিরুল আলমের বিরুদ্ধে নিম্ন মানের বীজ ক্রয় সংক্রান্ত অনিয়মের অভিযোগে কিছুদিন আগে জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে।
১০০ দিন আগে
সরকারের প্রণোদনায় সারা দেশে আউশের আবাদ বেড়েছে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক দাবি করেছেন, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বীজ, সার, সেচসহ কৃষি উপকরণে বিভিন্ন প্রণোদনা দেয়ায় সারা দেশে আউশের আবাদ বেড়েছে।
১৯৩১ দিন আগে