অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি
অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি ভুতিয়ার পদ্ম বিল
আপনি নৌকায় বসে আছেন। চারি ধারে পানি। চলছে ডিঙ্গি নৌকা। পানির শব্দ আসছে কানে। বইছে ঝিরঝিরে বাতাস। আকাশে মেঘ-রৌদ্রের ছন্দে কখনও রোদ কখনও বৃষ্টি। দূর থেকে দেখলে মনে হবে যেনো রঙ্গের মেলা বসেছে। জলজ ফুলের রানী খ্যাত পদ্মফুল সারিসারি আর পদ্মপাতার সমারোহের মধ্যে আপনি, অনুভূতি কেমন হবে আপানার?
১৯৩১ দিন আগে