সড়ক দুর্ঘটনা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
মাগুরার সদরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (১ অক্টোবর) বিকালে মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাকিব (১২) জেলার সদর উপজেলার ভাবনহাটি গ্রামের রকিব শিকদারের ছেলে। সে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, সাকিব রবিবার বিকালে বাইসাইকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ভাবনহাটি নামক স্থানে রাস্তা পাড় হওয়ার সময় ৩ চাকার ইঞ্জিন চালিত লাটা গাড়ির ধাক্কায় সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গাছের গুঁড়িচাপায় স্কুলছাত্র নিহত
পরে স্থানীয় লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
বরিশালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
বরিশালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে নবগ্রাম রোডের উত্তর কড়াপুরের যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যানের চালক মিজান হাওলাদার (৪৮) নগরীর নবগ্রাম রোডের বিনয় বাজার এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, পিকআপ বোঝাই করে সবজি নিয়ে বরিশালের দিকে যাছিলেন মিজান।
তিনি আরও বলেন, পিকআপটি উত্তর কড়াপুর এলাকা অতিক্রমকালে একটি কুকুর গাড়ির সামনে পড়ে। তখন চালক মিজান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফেনীতে সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার আদালতে আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
পত্নীতলায় ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর মুগদার এলাকায় চলন্ত মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা লেগে মো. ইমন খন্দকার নামে চালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরোহী ফারুক হোসেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
তারা দুজনেই ট্রাক মালিক। তাদের বাসা দক্ষিণ মান্ডা এলাকায়।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতের বন্ধু মোশাররফ হোসেন বলেন, তাদের কাজ চলছে ডেমরা কোনাপাড়া এলাকায়। তারা মান্ডা থেকে ডেমরা কাজের ট্রাকের খোঁজ নিতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি থামানো ট্রাকের পেছনে ধাক্কা খায় মোটরসাইকেলটি।
তিনি আরও বলেন, সে সময়ে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইমন, পেছনে ছিলেন ফারুক। দুর্ঘটনার সংবাদ শুনে এগিয়ে দেখতে পাই, গুরুতর আহত ব্যক্তি আমার বন্ধু। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচু মিয়া বলেন, ইমনের লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আহত ফারুক চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১১জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার জোড়আমতল এবং সুলতানা মন্দির এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মছিউদৌলা (৭১) উপজেলার জোড়আমতল এলাকার কুয়েত কামালের বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় গার্লস স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় উল্টো পথে আসা একটি অজ্ঞাত লরী মছিউদৌলাকে চাপা দেয়।এসময় খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া।
অপরদিকে, বৃহস্পতিবার ভোরে উপজেলার বাঁশবাড়িয়াস্থ সুলতানা মন্দির এলাকায় কক্সবাজারগামী বাস একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনা দুটির সত্যতিা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল। তিনি পরিবার নিয়ে কুষ্টিয়া থেকে বান্দরবান যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় বহনকারী হাইচ মাইক্রোবাস কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারকে বহনকারী হাইচ গাড়িটি চট্টগ্রামের মীরসরাইয়ে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কালভার্টের সঙ্গে ধাক্কা দেয়। পরে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। আর এতেই ঘটনাস্থলে মারা যান জাহিদ ইকবাল।
আরও পড়ুন: ফেনীতে সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার আদালতে আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
তারা আরও জানান, গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদের ছেলে, দুই বোন ও দুই ভাগনের পাশাপাশি প্রাইভেটকারে থাকা দু’জনও এতে আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ডের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত পুলিশ সদস্যের লাশ কুমিরা হাইওয়ে থানায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।’
নিহত পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল বাংলাদেশ পুলিশের ২৭তম ব্যাচের ক্যাডেট (এসআই) ছিলেন। তিনি রাণীসংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। সম্প্রতি বদলি হয়ে সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিআইডি পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে তিনি ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসিও নির্বাচিত হয়েছিলেন। তার স্ত্রী রেশমা-ও পুলিশ পরিদর্শক।
আরও পড়ুন: পত্নীতলায় ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
যৌতুকের দাবিতে নির্যাতন: স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামে পটিয়া ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ার কমল মুন্সির হাট এবং সীতাকুণ্ডের ইকোপার্ক গেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এস এম আজিজুর রহমান খোকন, সৈয়দ আলম ও সীতাকুণ্ডে অজ্ঞাত এক নারী (৫৫)।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস রাত সাড়ে ১১টায় পটিয়া কমল মুন্সির হাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, ঘাতক বাসটি পটিয়া হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে চালক ও চালকের সহাকরী পালিয়ে গেছে।
অন্যদিকে, একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইকোপার্ক গেট এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত (৫৫) এক নারী নিহত হয়েছেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, রাতে রাস্তা পারাপারের সময় ওই নারী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই নারীর পরিচয় শনাক্তে পিবিআই আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: ইরাকের উত্তরাঞ্চলে বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে নিহত শতাধিক
সাতক্ষীরায় ছেলের বন্ধুদের হাতে বাবা নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোয়াজ্জেম আলী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সিংড়া উপজেলার দূর্গাপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের কড়ইতলা এলাকায় গরুবাহী নছিমনের ধাক্কায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
নিহত মোয়াজ্জেম আলীর (৩২) বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ দেউলি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে সিংড়া উপজেলার দূর্গাপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের কড়ইতলা এলাকায় গরুবাহী নছিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেল চালক মোয়াজ্জেম।
তাকে উদ্ধার করে সরাসরি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ বগুড়াতেই রয়েছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
নাটোর শহরে সড়ক দুর্ঘটনায় আইয়ুব খাঁ (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জেলা শহরের হরিশপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এ সময় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, পাবনার সাঁথিয়া থেকে নাটোর শহরের বড় হরিশপুর খ্রিস্টান মিশনারী হাসপাতালে আসেন আয়ুবসহ তার স্বজনরা।
তিনি আরও জানান, ভোর ৫টার দিকে হাসপাতালের সামনের প্রধান সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক আয়ুব খাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ও দিবাগত রাত ২টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটিমরজালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বেলাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল জানান, এই দুর্ঘটনার আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন— রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম, তার নাতি আরিয়ান ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা চালকসহ আহত তিনজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আমরা এ ঘটনার মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
অন্যদিকে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলো- চাঁদপুর জেলার মতলব থানার মুন্সীরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এফাজুল হক, তার ছেলে মোস্তাকিম ও মাইক্রোবাসের চালক নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সাবদীবাজার এলাকার সুভাস চন্দ্রের ছেলে সাগর চন্দ্র।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, বেপরোয়া গতি ও ওভারটেকিং এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা ট্রাক ও মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে এসেছি। আর মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্বজনরা লাশগুলো বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আবেদন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মান্দায় তিন বাহনের সংঘর্ষে নিহত ২
নওগাঁর মান্দায় দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের ফেরদৌসের ছেলে রবিউল ইসলাম (১৮) ও নাটোরের হাজিরহাট গ্রামের লিটনের ছেলে আরিয়ান খান রকি (২৫)।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ৫ লাখ, অঙ্গহানিতে পাবেন ৩ লাখ টাকা
স্থানীয়রা জানায়, দুই মোটরসাইকেলে করে চার বন্ধু ঘোরাঘুরির জন্য দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের পেছনে ধাক্কা মারে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরেকজন মারা যান। মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজবাড়ীতে বালুর স্তূপ ধসে নিহত ৩