ট্রাক চালক
সীতাকুণ্ডে পুকুরে ডুবে ট্রাক চালকের সহকারীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরে ডুবে মো. বিজয় নামে ট্রাক চালকের এক সহকারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ডায়াবেটিকস হাসপাতাল ও প্রেস ক্লাবের সামনের পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত যুবক মো. বিজয়ের বাড়ি জেলার হাটহাজারী উপজেলায়। তার বাবার নাম মো. কামাল উদ্দিন।
আরও পড়ুন: মানিকগঞ্জে সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ড
প্রতক্ষ্যদর্শীরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে একটি মিনি ট্রাক (চট্টমেট্রো-ন ১২০২২৬) রাস্তার পাশে থামিয়ে পাশের পুকুর থেকে বালতি দিয়ে পানি নিতে যান চালকের সহকারী বিজয়।
এসময় হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে পানির নিচে তলিয়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টার দিকে বিজয়ের লাশ উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, থানা সদরের কাছে মুক্তিযোদ্ধা ভবনসংলগ্ন দিঘিতে পানি তুলতে গিয়ে ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: ইজতেমা প্রাঙ্গণে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু
সিলেটে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
৬৭২ দিন আগে
চট্টগ্রামে ইয়াবা জব্দ: মামলায় ট্রাকচালক ও সহকারীর যাবজ্জীবন
চট্টগ্রামে ইয়াবা পাচার মামলায় ট্রাকচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালত এই রায় দেন।
আরও পড়ুন: চাঁদপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চালক মো. মাসুম মিয়া ও সহকারী মো. আলম হোসেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাস টার্মিনাল এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানো হয়।
সে সময় ট্রাকের কেবিনের সিলিং থেকে লুকিয়ে রাখা ২৪টি প্যাকেট থেকে মোট ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
এ ঘটনায় পটিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বাদী হয়ে মামলা করেন।
চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, ৪৮ হাজার ইয়াবা জব্দের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে তাদের ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি আরও বলেন যে পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
৮৬৩ দিন আগে
ভারতীয় ট্রাক চালকদের আকস্মিক ধর্মঘটে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি বন্ধ
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালকদের আকস্মিক ধর্মঘটে রবিবার (০৪ জুন) সারাদিন কোনো ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এতে করে ভারতীয় এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক।
সংকট নিরসনে আলোচনায় বসতে ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশি আমদানিকারকদের চিঠি দিলেও দু’পক্ষের মধ্যে কোনো বৈঠক বসেনি। তবে সোমবার থেকে পণ্য পরিবহন স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, শনিবার (০৩ জুন) কয়েকজন ভারতীয় ট্রাক চালক হিলির বেসরকারি অপারেটর পানামা ল্যান্ডপোর্টের বাইরে লোকালয়ে চলাচলে বাধা দেন পোর্টের নিরাপত্তা কর্মীরা। এ নিয়ে নিরাপত্তা কর্মীসহ স্থানীয়দের সঙ্গে ট্রাক চালকদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে পিটুনির শিকার হন কয়েকজন ভারতীয় ট্রাক চালক।
আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
রবিবার (০৪ জুন) সকালে ভারতে ফিরে অন্যান্য ট্রাক চালকদের শনিবারের ঘটনা জানান লাঞ্ছিতের শিকার ট্রাক চালকরা। এতে ক্ষুব্ধ অন্যান্য ভারতীয় ট্রাক চালকরা আকস্মিক ধর্মঘট শুরু করে। এতে রবিবার সারাদিন ভারত থেকে আমদানির পণ্যবাহী কোনো ট্রাক হিলিবন্দরে প্রবেশ করতে পারেনি।
হিলির বাংলাদেশি আমদানি রপ্তানিকারক সংগঠনের নেতা হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের বাংলাদেশি এলাকায় চলাচলে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন যৌথভাবে কিছু নিয়ম নীতি প্রণয়ন করেছিল। তাতে ভারতীয় ট্রাক চালকদের পণ্য খালাস শেষে নিজ দেশে ফিরে যাবার আগ পর্যন্ত ল্যান্ডপোর্টে সীমিত পরিসরে চলাচল করতে বলা হয়েছিল। কিন্তু তারা বন্দরে প্রবেশের পর লোকালয়ে অবাধে চলাচল অবৈধ পণ্য বেচাকেনা, মদপানসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পরিবেশ অসনীয় করে তুলছিল। এ নিয়ে বেসরকারি অপারেটর পানামা পোর্টের নিরাপত্তা কর্মীদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লোকালয়ে প্রবেশের চেষ্টা করায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভব ঘটে। এ সময় রাস্তায় আড়াআড়ি ভাবে ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তারা। এনিয়ে স্হানীয়দের হাতে লাঞ্ছিত কয়েকজন ট্রাক চালক রবিবার সকালে দেশে ফিরে ধর্মঘটের উদ্ভব ঘটায়।
আরও পড়ুন: মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
৯১৪ দিন আগে
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ট্রাক চালকের
চুয়াডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের গোকুলখালি নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আওয়াল সরদার (৪০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গুইজ উদ্দিন সরদারের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৩
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের টিম ট্রাকের মধ্যে আটকে থাকা চালকের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গোকুলখালি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আওয়াল সরদারের মৃত্যু হয়। লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুল আলম বলেন, লাশ ও ট্রাক আমাদের হেফাজতে রয়েছে। নিহতের স্বজন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুন: আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু
১১৫৯ দিন আগে
কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় পাঁচজন নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার রাকিবুল হাসান রনি (১৯) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় শিশু নিহত, চালক গ্রেপ্তার
কুমিল্লা র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রনির ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে রবিবার দুপুরে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গত শুক্রবার বুড়িচং সিন্দুরিয়া তুঁত বাগান এলাকায় ড্রাম ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় নিহত অটোরিকশা চালকের ছেলে স্বপন বাদী হয়ে বুড়িচং থানায় ওই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার রনিকে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
১৩৮৪ দিন আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বুধবার দুইজন নিহত হয়েছেন।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলকায় পিএইচপি ইউটার্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ জেলার দৌগাছি এলাকার মো. মোতালেবের ছেলে ট্রাক চালক মো. মাহবুব (৩২) ও একই জেলার বানগাঁও শান্তর হাটের মো. সেলিমের ছেলে ট্রাকের হেলপার মো. হাবীব (২৫)।
আরও পড়ুন:তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
হাইওয়ে পুলিশ জানায়, সকালে পিএইচপি ইউটার্ন মোড়ে দাঁড়ানো একটি লরির পেছনে চট্টগ্রামমুখী একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে আমরা লাশ দুইটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানার কাছে হস্তান্তর করেছি।
আরও পড়ুন: ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
১৭১৭ দিন আগে
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধে ভারতীয় ট্রাক চালকদের হুমকি
দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরে পণ্য রক্ষণাবেক্ষণে বেহাল দশা, পণ্য খালাস, পরীক্ষণ যন্ত্র নিয়ে জটিলতা ও জায়গা সংকটসহ নানা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশের বাণিজ্যক কার্যক্রম চলছে।
১৯১৫ দিন আগে