এফবিআই
যুক্তরাষ্ট্রে বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগে চীনা বিজ্ঞানীর বিরুদ্ধে মামলা
এক চীনা বিজ্ঞানী তার ব্যাকপ্যাকে এক বিষাক্ত ছত্রাক লুকিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গত বছর ওই বিজ্ঞানী এই কাজ করেছেন বলে জানানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) এ ঘটনায় ওই বিজ্ঞানী ও ইউনিভার্সিটি অব মিশিগানে কর্মরত তার এক প্রেমিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এফবিআই।
৩৩ বছর বয়সী বিজ্ঞানী জুনইয়ং লিউ ও তার প্রেমিকা ইউনকিং জিয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্র, চোরাচালান, মিথ্যা তথ্য দেওয়া ও ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
এফবিআইয়ের তথ্যমতে, ওই জীবাণুর নাম ফুসারিয়াম গ্রামিনেরিয়াম। এটি গম, যব, ভুট্টা ও ধানে আক্রমণ করতে পারে। এ ছাড়া গবাদি পশু ও মানুষকেও আক্রান্ত করতে পারে।
একটি বৈজ্ঞানিক সাময়িকীর বরাত দিয়ে এফবিআই কর্তৃফক্ষ একে ‘সম্ভাব্য কৃষি-সন্ত্রাসবাদের অস্ত্র’ হিসেবে উল্লেখ করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেরোম গরগন জুনিয়র বলেন, ‘চীনের নাগরিকদের আলোচিত এসব কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক।’
ওই দুই চীনা নাগরিকদের মধ্যে একজন চীনা কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ সমর্থক রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে, প্রাথমিক শুনানির জন্য মঙ্গলবার আদালতে হাজির হলে জিয়ানকে কারাগারে পাঠানো হয়। এ সময় তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (৫ জুন) দিন ধার্য করা হয়।
তবে আদালতে তার প্রাথমিক শুনানির জন্য নিযুক্ত এক আইনজীবী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এফবিআই জানায়, গত বছরের জুলাই মাসে ডেট্রয়েট বিমানবন্দর থেকে লিউকে চীনে ফেরত পাঠানো হয়। কারণ সে সময় তার ব্যাকপ্যাকে লাল উদ্ভিদজাত বস্তু পাওয়া যায় এবং এ নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি তার বক্তব্য পরিবর্তন করেন।
এফবিআইয়ের ভাষ্যে, শুরুতে লিউ নমুনাগুলো সম্পর্কে অজ্ঞতার ভান করেন। পরে সেটি ইউনিভার্সিটি অব মিশিগানের একটি ল্যাবে গবেষণার কাজে ব্যবহার করবেন বলে জানান। ওই ল্যাবে লিউ আগে কাজ করতেন এবং ঘটনার সময় জিয়ান সেখানে কর্মরত ছিলেন।
লিউর মোবাইল ফোনে ‘প্ল্যান্ট-প্যাথোজেন ওয়ারফেয়ার আন্ডার চেইঞ্জিং ক্লাইমেট কন্ডিশনস’ (পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতিতে উদ্ভিদ-রোগজীবাণু যুদ্ধ) নামে একটি বৈজ্ঞানিক প্রবন্ধও পাওয়া যায় বলেও জানায় তারা।
তদন্তকারী আরও জানান, ওই ঘটনার এক সপ্তাহ আগে লিউ ও জিয়ান ক্ষুদেবার্তা দিয়ে যোগাযোগ করেছিলেন। সেখানে জিয়ান লেখেন, ‘দুঃখের বিষয় যে এখনও আপনাদের হয়ে কাজ করতে হচ্ছে।’
আরও পড়ুন: বানরেরাও অপহরণ করে! বিজ্ঞানীদের অদ্ভুত আবিষ্কার
জবাবে লিউ বলেন, ‘একবার এটা হয়ে গেলে, বাকি সব কিছু সহজ হয়ে যাবে।’
এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে জিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এফবিআই কর্মকর্তারা। ল্যাবে লিউকে জীবাণু সংক্রান্ত কোনো সহায়তা করেছেন কিনা জানতে চাওয়া হলে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন জিয়ান। তবে তার মোবাইল ফোনে তারই সই করা চীনা কমিউনিস্ট পার্টির প্রতি সমর্থনসূচক এক বিবৃতি পাওয়ার কথা জানায় এফবিআই।
ডেট্রয়েট বিমানবন্দরে লিউ ধরা পড়ার আগে থেকেই জিয়ান ইউনিভার্সিটির ল্যাবে ফুসারিয়াম গ্রামিনেরিয়াম নিয়ে কাজ করছিলেন বলে তাদের মধ্যে হওয়া ক্ষুদেবার্তা আদান-প্রদান থেকে ধারণা করে মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি। আর এই জীবানু গবেষণায় ব্যবহারের ফেডারেল অনুমতি নেই।
এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকায় লিউ যদি নিজে ফিরে না আসেন, তাহলে তাকে গ্রেপ্তার করা অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
১৮৩ দিন আগে
এফবিআই: ম্যাগাজিন ও অন্যান্য নথির সঙ্গে ‘টপ সিক্রেট’ নথি মিশিয়ে রেখেছিল ট্রাম্প
চলতি বছরের শুরুর দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা এস্টেট থেকে উদ্ধার করা ১৫টি বাক্সের মধ্যে ১৪টি শ্রেণীবদ্ধ নথি রয়েছে। যার মধ্যে অনেকগুলো ‘টপ সিক্রেট’ নথি বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন ও ব্যক্তিগত চিঠিপত্রের সঙ্গে মিশিয়ে রাখা হয়েছিল। দেশটির বিচার বিভাগের অনুরোধের প্রেক্ষিতে শুক্রবার প্রকাশিত এফবিআই হলফনামা থেকে এ তথ্য জানা যায়।
ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে অভিযান চালিয়ে এসব নথি উদ্ধারের দাবি করে আমেরিকার এই গোয়েন্দা সংস্থা।
৩২-পৃষ্ঠার হলফনামা সাক্ষী ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে ও ‘চলমান তদন্তের অখণ্ডতা’ রক্ষা করার জন্য ব্যাপকভাবে সংশোধন করা হয়েছে।
এই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে যে কীভাবে শীর্ষ গোপনীয় সরকারি নথিগুলো এলামেলো করে রাখা হয়েছিল এবং মার্কিন কর্মকর্তাদের কয়েক মাসব্যাপী অনুরোধ সত্ত্বেও ট্রাম্প সেগুলো হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়।
এর ফলে ২০২৪ সালে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভিত্তি স্থাপনের আগেই ট্রাম্প সম্ভবত নতুন আইনি বিপদের মুখোমুখি হতে পারেন।
আরও পড়ুন: মার্কিন ক্যাপিটল ভবনে হামলায় দায়ী ট্রাম্প
একজন এফবিআই এজেন্ট হলফনামার প্রথম পৃষ্ঠায় লিখেছেন, ‘সরকার অননুমোদিত জায়গায় শ্রেণীবদ্ধ তথ্যের বেআইনিভাবে স্থানান্তর ও সংরক্ষণ এবং বেআইনিভাবে সেগুলো গোপন করা বা সরকারী রেকর্ড অপসারণের বিষয়ে একটি ফৌজদারি তদন্ত পরিচালনা করা হচ্ছে।’
যদিও ট্রাম্প দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলে আসছেন, নথিগুলিতে ‘গোপন’ কিছু নেই।
হলফনামায় গত ৮ আগস্ট মার-এ-লাগোতে অভিযানে উদ্ধার হওয়া ১১ সেটের শ্রেণীবদ্ধ রেকর্ডের বিষয়ে নতুন কোনো তথ্য দেয়া হয়নি। বরং এর পরিবর্তে পৃথক ১৫টি বাক্সের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। যা ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন জানুয়ারিতে ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার করেছিল। আর্কাইভস বিষয়টি বিচার বিভাগে পাঠিয়েছে।
হলফনামায় আরও বলা হয়েছে, এই ১৫টি বাক্সে পাওয়া অত্যন্ত সংবেদনশীল উপাদানগুলোর কারণে মার-এ-লাগোতে অনুসন্ধান করা প্রয়োজন ছিল।
হলফনামায় বলা হয়েছে, শ্রেণীবিন্যাস চিহ্ন সহ ১৮৪টি নথির মধ্যে ২৫টি ‘টপ সিক্রেট’ স্তরের।
আর্কাইভের একটি চিঠির বরাত দিয়ে হলফনামায় বলা হয়, এই শ্রেণীবদ্ধ নথিগুলো কিছু সংবাদপত্র, ম্যাগাজিন ও বিবিধ প্রিন্ট-আউট সহ অন্যান্য নথির সঙ্গে মিশিয়ে রাখা হয়েছিল।
আরও পড়ুন: ট্রাম্পের অভিবাসন নীতি বাতিলে ফের বাইডেনের স্বাক্ষর
ট্রাম্পের অভিশংসন বিচার শুরু ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে
১১৯৬ দিন আগে
বাইডেনের অভিষেক: হামলার শঙ্কায় নজরদারিতে থাকবে ওয়াশিংটনে আগত সৈন্যরা
জো বাইডেনের প্রেসিডেন্ট হিসাবে অভিষেকের দিন অনুষ্ঠান সম্পন্ন করতে সেবা দেওয়া সদস্যদের দ্বারা বা অন্য কোনো উপায়ে হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা উদ্বিগ্ন। এ কারণে তারা এফবিআইকে ওয়াশিংটনে আগত ন্যাশনাল গার্ড বাহিনীর ২৫ হাজার সদস্যের নজরদারিতে রাখার আহ্বান জানিয়েছেন।
১৭৮২ দিন আগে
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সশস্ত্র বিক্ষোভ সম্পর্কে সতর্ক করল এফবিআই
যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে গত সপ্তাহের ভয়াবহ অবরোধের পরে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগ মুহূর্তে দেশটির ওয়াশিংটন ডিসিসহ ৫০টি শহরে সশস্ত্র বিক্ষোভ পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছে এফবিআই।
১৭৮৮ দিন আগে
ট্রাম্পকে পাঠানো চিঠিতে পাওয়া গেল রাইসিন বিষ!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো পাওয়া গেছে। তবে হোয়াইট হাউজে পৌঁছানোর আগেই সেই চিঠি জব্দ করা হয়েছে।
১৯০২ দিন আগে