রূপনগর
রাজধানীর যেসব এলাকায় শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
সরবরাহ লাইন পরিবর্তনের জন্য শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দেয়া তথ্যমতে, এলাকাগুলো হলো মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ ও ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবাদি, মিরপুর ডিওএইচএস।
ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, আশেপাশের এলাকার ভোক্তারাও তাদের গ্যাস সরবরাহে নিম্নচাপ অনুভব করতে পারে।
আরও পড়ুন: ৩ মে ঢাকার বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু
১২৯৬ দিন আগে
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট ও রূপনগর বেড়িবাঁধ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফারুক মিয়া (৫৬), রফিক (২৫) ও বাদল (৪৫)। তাদের মধ্যে ফারুক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, রফিক কোককোলা গাড়ির শ্রমিক এবং বাদল ট্রাকের চালক।
বায়তুল মোকাররম দক্ষিণ গেটের দুর্ঘটনা সম্পর্কে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাবিব জানান, ফারুক সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংলগ্ন রাস্তায় ঝাড়ু দেয়ারকালে স্বদেশ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায় বলেও জানান তিনি।
রূপনগর বেড়িবাঁধের দুর্ঘটনা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রুপনগর বিরুলিয়া বেড়িবাঁধ দুটি ট্রাক ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে পিকআপভ্যানের ওপরে থাকা চার শ্রমিক ও এক ট্রাকচালক আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদল ও রফিক মারা যায়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১৩৫১ দিন আগে
রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণ: আরও এক শিশুর মৃত্যু
রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরেক শিশু মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে।
২২২৭ দিন আগে