নাফ নদী
নাফ নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভীবাজারে কেওড়া ফল আনতে গিয়ে নাফ নদীতে ডুবে উসমান (৮) ও জিহাদ (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা সুলিশ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উসমান ও জিহাদ মৌলভীবাজার এলাকার আবুল হোসেনের দুই ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।
আরও পড়ুন: সিলেটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৯৪ দিন আগে
‘মিয়ানমারের সীমান্তরক্ষীর’ গুলিতে নাফ নদীতে ২ জেলে গুলিবিদ্ধ
নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২১ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সীমান্তে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন বিজিপির ৫৮ সদস্য, ৪ বাংলাদেশি গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ হওয়া দুইজন হলেন- শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক।
এরমধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর ১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত জেলে ও স্বজনরা জানান, রবিবার সকালে মাছ ধরার জন্য ১০ জেলে নাফ নদীতে যান। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী। এতে দেইজন গুলিবিদ্ধ হয়।
জেলেদের দাবি তারা বাংলাদেশের জলসীমায় ছিলেন। মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী গুলি ছুঁড়ে বলে দাবি তাদের।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রণয় রুদ্র বলেন, ফারুকের শরীরে তিনটি গুলি লেগেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি বলেন, দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছেন। বিস্তারিত জানার চেষ্টা করছি।
আরও পড়ুন: রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ও গুলিবিদ্ধ ৮
কুমিল্লায় সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭, অস্ত্র-গুলি জব্দ
৩৩২ দিন আগে
বিজিবির সাথে বন্দুকযুদ্ধে টেকনাফে নিহত ১
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বন্দুকযুদ্ধে এক জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এই সময় তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও বন্দুকসহ ধারালো কিরিচ ও লোহার রড উদ্ধারের দাবি করেছে সামীন্তরক্ষী বাহিনী।
রবিবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢুকার সময় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খানের ভাষ্য, ভোরে মিয়ানমারের জলসীমানা থেকে নৌকাযোগে টেকনাফের নাফ নদ সীমান্ত দিয়ে প্রবেশেকালে কয়েকজন মাদক পাচারকারিকে দেখতে পায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি করতে থাকে পাচারকারীরা। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি করেন। এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও একটি বন্দুক উদ্ধার করে বিজিবি।
তার ভাষ্য, এ ঘটনায় সরকারি কাজে বাঁধা ও অবৈধ মাদক পাচারের দায়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
১২৮৪ দিন আগে
৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দ্বীপ সেন্টমার্টিনে যাওয়ার পথে নৌযান বিকল হয়ে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতায় উদ্ধার হলেন শিশুসহ ৩৮ পর্যটক। কক্সবাজারের নাফ নদীতে ভাসতে থাকা বিকল নৌযানের এক পর্যটকের ফোন কলে বিকল নৌযান মেরামত করে পর্যটদের নিরাপদে সেন্ট মার্টিন যাওয়ার ব্যবস্থা করে দেয় কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় ৯৯৯ কলটেকার কনষ্টেবল রাজু আহমেদ একটি কল রিসিভ করেন। আকবর হোসেন নামে একজন কলার কক্সবাজারের টেকনাফ থানাধীন নাফ নদী থেকে ফোন করে জানান, তারা ১২ জন নারী ও ২ শিশু সহ মোট ৩৮ জন পর্যটক টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌযান (ট্রলার) যোগে যাত্রা করেছিলেন। পর্যটকদের মধ্যে ঢাকা, কুমিল্লা, রাজশাহীর এবং স্থানীয় কিছু পর্যটক ছিলেন।
যাত্রার কিছুক্ষণ পর তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও নৌযানের চালক ইঞ্জিন ঠিক করতে পারেনি। শেষে কোন উপায় না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি টেকনাফ থানা পুলিশ এবং নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। ৯৯৯ ডিসপাচার এসআই (উপ-পরিদর্শক) শাহরিয়ার রুবেল এবং ৯৯৯ ডিউটি টিম সুপারভাইজার ইন্সপেক্টর (পরিদর্শক) জনাব নুর মোহাম্মদ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার সমন্বয় কাজ পরিচালনা করেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি উদ্ধারকারী দল একজন ইঞ্জিন মেরামতকারী মেকানিক সহ রওনা হয় তাদের উদ্ধার করতে।
আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
পরে উদ্ধারকারী পুলিশ দলের এ.এস.আই (সহকারী উপ-পরিদর্শক) মিজান ৯৯৯ কে ফোনে জানান, তারা পর্যটকদের জন্য খাবার ও পানীয় নিয়ে গিয়েছিলেন এবং সকলে মাঝে বিতরণ করা হয়। এরপর মেকানিক ইঞ্জিন মেরামত করে দিলে পর্যটকদের নিয়ে ট্রলারটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় এবং নিরাপদে সেন্টমার্টিন পৌঁছে যায়।
১২৯৯ দিন আগে
টেকনাফে ১৫ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর ওমরখাল পয়েন্ট থেকে ১৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা।
১৫২২ দিন আগে
টেকনাফ থেকে ৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদীর নিকটবর্তী এলাকায় ৩ কোটি ৬০ লাখ টাকার ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
১৬৫২ দিন আগে
টেকনাফে ৪ লাখ ২৪ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর তীরের আইয়ুবের জোড়া থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
১৬৫৮ দিন আগে
‘বন্দুকযুদ্ধে’ টেকনাফে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত
কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারের পূর্বে নাফ নদীর তীরে শনিবার রাতে কথিত বন্দুকযুদ্ধে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন।
১৮৭৯ দিন আগে
মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক জেলে।
১৯৬৬ দিন আগে