ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা।
রবিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ’ শ্রমিক।
সকাল সোয়া ৯টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও বিক্ষোভ ও পাল্টাপাল্টি ধাওয়া অব্যাহত ছিল। এ ঘটনায় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: এক দফা দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষাভরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশের বহু সদস্য এসে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে। তাদের সরাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।’
১৩১ দিন আগে
ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে নিহত বেড়ে ৩
টঙ্গিতে ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
নিহতরা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী।
রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি ইউনিয়নের ঢালীবাড়ি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক উল্টে নিহত ২
নিহতদে মধ্যে একজন ঘটনাস্থলে একজন ময়মনসিংহ মেডিকেলে ও একজন ঢাকা নেওয়ার পথে মারা যায়। এই ঘটনায় আহত ১৫ জন ময়মনসিংহ মেডিকেল ও ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতরা হলেন- জেলার গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাইম (১৩), ভালুকার পাইলাবর এলাকার ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৯) ও ফজলুল হক (১৮)।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক উল্টে নিহত ১, আহত ২০
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত থেকে সবাই একটি ট্রাকে করে মাদরাসা ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই ট্রাকের সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা সবাই আহত হয় ও নাইম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিক্ষার্থী সানাউল্লাহ মারা যান। নিহত অপর শিক্ষার্থী ফজলুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বালুভর্তি ট্রাক উল্টে কিশোরের মৃত্যু
৬৬৮ দিন আগে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ২ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুলের বাড়ি গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, সেলিম নামের অপরজনকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মৃত অন্যজনের পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। খবর পেয়ে মর্গে এসে দুইজনের লাশ পাওয়া গেছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন মারা গেছে: রোড সেফটি ফাউন্ডেশন
নাটোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
৯৯৮ দিন আগে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সড়কের বাঘের বাজার এলাকায় গোল্ডেন গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (২৭) শ্রীপুর থানার পাবুরিয়াচালা গ্রামের বারেক মিয়া ছেলে। তিনি পারফেট্টি বাংলাদেশ লিমিটেড কারখানায় চাকরি করতেন।
সালনা নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেলে তার কর্মস্থলে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
নিহত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
১০৭৩ দিন আগে
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাত জন নিহত হয়েছে। আর পাঁচজন আহত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় একটি বেপরোয়া গতি সম্পন্ন ট্রাক যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফজলুল হক (৩৫), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুড় নজরুল ইসলাম (৫৫)। নিহত দুই জনের পরিচয় সনাক্ত করা যায়নি।
আর আহত পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় এবং হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের চারজন একই পরিবারের সদস্য। তারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: খুলনায় চালকদের প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে দুর্ঘটনা বাড়ছে
বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর বাবা নিহত
১৫১০ দিন আগে
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় বকেয়া বেতন ও ভাতার দাবিতে শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিউয়েস্ট ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা।
১৮৮৮ দিন আগে