রাজশাহী সিটি করপোরেশন
রাজশাহী সিটির ৯৫২ পুকুর সংরক্ষণের নির্দেশ
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার ৯৫২টি পুকুর সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজশাহী শহরে যেন আর কোনো পুকুর দখল ও ভরাট না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সোমবার পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি’র) এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এ আদেশ বাস্তবায়নে রাসিক মেয়র, রাজশাহী পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন আদালত।
অন্য এক আদেশে রাজশাহী শহরের পুকুরগুলো যেন আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায় তা নিশ্চিত করার জন্যও বলা হয়েছে। এছাড়া মামলাটি চলমান থাকবে বলে জানিয়েছেন আদালত।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন এইচআরপিবি’র প্রেসিডেন্ট মনজিল মোরসেদ।
আরও পড়ুন: দুর্নীতি মামলার আসামিদের অব্যাহতি, দুদকের আইওকে হাইকোর্টে তলব
মনজিল মোরসেদ বলেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় পুকুর ভরাট বন্ধের দাবিতে ২০১৪ সালে হাইকোর্টে রিট করেছিলাম। হাইকোর্ট তখন রুল জারির পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় কতগুলো পুকুর আছে, তা জানতে রাজশাহী জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেন।
রুলে রাজশাহী মহানগরে (রাসিকের) ভেতরে পুকুর ভরাট বন্ধে এবং সেগুলো সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
এরপর ওই আদেশ অনুযায়ী রাজশাহী জেলা প্রশাসক হাইকোর্টে একটি প্রতিবেদন পাঠান। তাতে দেখা যায়, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৯৫২টি পুকুর রয়েছে।
মনজিল মোরসেদ আরও বলেন, সবশেষ গত ২৩ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘প্লট করে বিক্রির জন্য সংরক্ষিত দীঘি ভরাট’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ সংযুক্ত করে রাজশাহী সিটি করপোরেশন এলাকার সব পুকুর সংরক্ষণের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করি। সম্পূরক আবেদন ও রিটের ওপর একসঙ্গে শুনানি শেষে আজ রায় দেন হাইকোর্ট।
আরও পড়ুন: ঢাবি শিক্ষিকা সামিয়া রহমানের পদাবনতির সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট
নান্দনিক সড়কবাতিতে ঝলমলে রাজশাহী শহর
রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ইতোমধ্যে চার লেনে উন্নতি করেছে রাজশাহী সিটি করপোরেশন। সড়ক নিমার্ণের পাশাপাশি সৌন্দর্য বাড়াতে পর্যায়ক্রমে নান্দনিক সড়কবাতি স্থাপনের করা হচ্ছে। নগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত আধুনিক দৃষ্টিনন্দন এই বাতিগুলো শহরকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। সন্ধ্যা নামলেই আলো ঝলমলে হয়ে উঠে রাজশাহী শহর।
এ বিষয়ে সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা মাহাফুজ মিশু জানান, ১২৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আতওায় আধুনিক এই নান্দনিক বাতি বাসানোর হচ্ছে। সড়কের আইল্যান্ডে মোট ১৩০টি আধুনিক দৃষ্টিনন্দন খুঁটি বসানো এবং প্রতিটি খুঁটিতে ১৩টি করে বাতি থাকছে। এছাড়া সড়কের দক্ষিণ পাশে বাঁধে স্থাপন করা হচ্ছে ১৮০টি গার্ডেন লাইট।
আরও পড়ুন: সেতু এখন মরণ ফাঁদ!
তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারি থেকে শহরে দৃষ্টিনন্দন সড়ক বাতি বসানোর কাজ শুরু হয়। তবে প্রজাপতি সড়ক বাতি সকলের নজর কাড়ে।
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাসিক কর্মকর্তা কারাগারে
বিয়ের প্রলোভনে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রকৌশল শাখার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।