দুদকের অভিযান
হাইমচরের হাসপাতালে দুদকের হানা, মিলেছে একাধিক অনিয়মের সত্যতা
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে রোগীদের খাবারে ব্যাপক অনিয়ম, চিকিৎসকদের অনুমোদনহীন অনুপস্থিতি ও অন্যান্য একাধিক অব্যবস্থাপনার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩০ জুন) দুপুরে দুদক চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজগর হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্যে জানা গেছে, এই হাসপাতালের রোগীদের দুপুরের খাবারে মুরগির পরিবর্তে পাঙ্গাস মাছ দেওয়া হচ্ছে, কিন্তু সরকারি নথিপত্রে রুই মাছ দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। এ ছাড়াও, প্রত্যেক রোগীকে ১৮৬ গ্রাম মাছ দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছিল মাত্র ৮৮ গ্রাম। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
অভিযানকালে দুই চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। তবে তাদের অনুপস্থিতির কোনো বৈধ কাগজপত্র ছিল না। কর্তব্যরত অবস্থায়ও একজন চিকিৎসক টাকার বিনিময়ে রোগী দেখছিলেন বলে প্রমাণ পেয়েছে দুদক।
হাসপাতালের অপরিষ্কার পরিবেশ এবং নার্সদের দুর্ব্যবহারের অভিযোগও তদন্তে প্রমাণিত হয়েছে। এ সময় বিদ্যুৎ বিল বকেয়া রেখে টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে দুদক জানিয়েছে, তারা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনবে এবং সব নথি সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অভিযান শেষে মো. আজগর হোসেন ইউএনবিকে বলেন, তারা সব তথ্য ও প্রমাণ সংগ্রহ করে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: টিকিটের কালোবাজারি রোধে বড় বড় রেলস্টেশনে দুদকের অভিযান
১৫৭ দিন আগে
অনিয়মের অভিযোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দুদকের অভিযান
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিটি কর্পোরেশন কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক রাজু সারওয়ারের নেতৃত্বে আকস্মিক দুদক কার্যালয়ের একটি প্রতিনিধি দল অভিযান চালায়।
পরে প্রকল্পটির তিনটি প্যাকেজের কাজের বিভিন্ন নথি সংগ্রহ করার পর সেগুলো নিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেন তারা। এসময় আমলাপাড়া এলাকায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণকাজ যাচাই-বাছাই করেন কর্মকর্তারা।
আরও পড়ুন: সেন্টমার্টিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু
এদিন নগরীর বাঘমারা ও ব্রাহ্মপল্লী এলাকার আরও দুই প্যাকেজের উন্নয়ন কাজ তদন্ত করবে দুদক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা।
দুদকের সহকারী পরিচালক রাজু সারওয়ার হোসেন জানান, ২০২৪ সালের ২১ মার্চ আলী আহাম্মদ নামের একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, উন্নয়নের প্রকল্পের কাজ যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আমলাপাড়া, ব্রাহ্মপল্লী ও বাঘমারা ড্রেন ও সড়ক নির্মাণ এই তিনটি প্রকল্পের দুই কোটি ৭৮ লাখ টাকার কাজের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে এ ব্যাপারে তদন্ত শেষে আরও জানানো হবে।
২০১৮ সালে সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর ২০২০ সালের ৭ ডিসেম্বর সরকার উন্নয়ন প্রকল্পে ১ হাজার ৫৭৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করেন।
২৯২ দিন আগে
চট্টগ্রাম, বরিশাল ও গাইবান্ধায় দুদকের অভিযান
পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চট্টগ্রাম আঞ্চলিক হিসাব কেন্দ্রের হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম মজুমদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
১৮৮৬ দিন আগে