পিটুনি
কুমিল্লায় চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, আটক ২
কুমিল্লার মুরাদনগরে চোর সন্দেহে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন (৩৮) উপজেলার একই ইউনিয়নের রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, ‘দিবাগত রাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে চোরেরা অটোরিকশার ব্যাটারি চুরি করে ও ঘরের মাটি কেটে প্রবেশের চেষ্টা করে।’
আরও পড়ুন: পিকনিকের লঞ্চে দুই নারীকে প্রহার, সেই যুবক আটক
‘এ সময় ঘরের লোকজন টের পেয়ে সাদ্দামকে আটক করে তারা। পরে বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিমরা তাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। হত্যা মামলা প্রস্তুতি চলছে।’
২০৯ দিন আগে
চোর সন্দেহে পিটুনিতে শ্রমিকদল নেতার মৃত্যু, লক্ষ্মীপুরে গ্রেপ্তার ৪
লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিকদল নেতা রাজু হোসেনকে সংঘবদ্ধ পিটুনির পর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ মার্চ) সদর উপজেলার সবুজের গোঁজা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর গতকাল (সোমবার) তার মৃত্যু হলে এদিন রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ এবং আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
নিহত রাজু হোসেন চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ঈদের আগের দিন (রবিবার) রাতে প্রতিবেশী কবির হোসেনের ঘরে মোবাইল চার্জ দিয়ে বেরিয়ে যান রাজু। এ সময় তাকে চোর সন্দেহে আটক করেন কবির হোসেন ও তার সহযোগিরা। একপর্যায়ে অটোরিকশা চোর সন্দেহে কাজল কোম্পানির ইটভাটার সামনের রাস্তায় গাছের সঙ্গে বেঁধে তাকে পিটুনি দেন তারা। রাতভর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোমবার সকালে রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার আবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, আহত ২
এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কবির হোসেনসহ চারজনকে আটক করে। পরে মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন— সদর উপজেলার শাকচর ইউনিয়নের কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘রাজুকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
২৪৮ দিন আগে
জুতা না পরে স্কুলে যাওয়ায় প্রধান শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী হাসপাতালে
নড়াইলে জুতা না পরে স্কুলে যাওয়ায় হাবিবা খান মিষ্টি নামের এক শিক্ষার্থীকে বিদ্যালয় মাঠে খোলা মঞ্চে অসংখ্য শিক্ষার্থীর সামনে পিটিয়েছেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান। শুধু তা-ই নয়, প্রধান শিক্ষকের পিটুনিতে অসুস্থ হয়ে পরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মেয়েটিকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের মাঠে খোলা মঞ্চের ওপর তাকে পেটান প্রধান শিক্ষক মুরাদুজ্জামান।
হাবিবা কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মনিরুজ্জামানের মেয়ে এবং ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়ার কাছে অভিযোগ দিয়েছেন হাবিবার বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গণে খোলা মঞ্চের ওপর ছাত্র-ছাত্রীদের সামনে হাবিবাকে বেত দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে আহত করেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান। পরে হাবিবার জ্বর এলে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: অপহরণের ৪ ঘণ্টা পর কুবি শিক্ষার্থী উদ্ধার, আটক ১
এ বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান খান বলেন, ‘আমার মেয়ে রোজা রাখায় শারীরিকভাবে অসুস্থ বোধ করছিল। তাই সে পায়ে জুতা না পরে স্কুলে চলে যায়। এ কারণে প্রধান শিক্ষক সব ছেলেমেয়ের সামনে তাকে নির্দয়ভাবে মারধর করে।’
তিনি বলেন, ‘সামান্য বিষয় নিয়ে কেন এমন নির্দয়ভাবে আমার মেয়েকে মারধর করা হলো? আমি এর উপযুক্ত বিচার চাই।’
প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, ‘ছেলেমেয়েদের একেবারে ছেড়ে দিলে হয় না, একটু শাসন করতে হয়। শাসন করতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া বলেন, ‘এক মেয়ে শিক্ষার্থীকে নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যদি সতত্যা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
৩০৩ দিন আগে
ফরিদপুরে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় পিটুনিতে নিহত নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে।
ঘটনার ২৪ দিন পরে রবিবার (১২ মে) জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সিদ্দিক আলী গত ৭ মে এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, তদন্ত কমিটি তাদের কার্যক্রম পরিচালনার সময় শতাধিক ব্যক্তির বক্তব্য নিয়েছেন। তাদের বক্তব্যে এ ঘটনার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসক বলেন, ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বেশকিছু বিষয় উঠে এসেছে। তবে যেহেতু এটি আদালতে বিচারাধীন বিষয় তাই এ বিষয়ে আমরা বেশিকিছু বলতে পারছিনা।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, এ হত্যাকাণ্ডেরর সঙ্গে জনপ্রতিনিধি সহ অনেকের সম্পৃক্ততা ছিল। এটি বিভিন্ন ভুক্তভোগীদের বক্তব্যে উঠে এসেছে। তবে মন্দিরে অগ্নিসংযোগের বিষয়ে আগুন লাগানোর সঙ্গে দুই সহোদর জড়িত কিনা সে বিষয়ে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে মন্দিরে কে আগুন দিয়েছে সেটি খুঁজে বের করা সম্ভব হয়নি। দুই সহোদর কিংবা অন্য কোনো শ্রমিক আগুন লাগিয়েছে কিনা সেবিষয়ে প্রত্যক্ষদর্শী কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।
জেলা প্রশাসক তালুকদার বলেন, মন্দিরে আগুন কে বা কারা দিয়েছে সে বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য পাওয়া যায়নি। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি অনেকগুলো পর্যবেক্ষণ দিয়েছে।
এর মধ্যে রয়েছে এসবস্থানে দুর্ঘটনা প্রতিরোধে যাতে সিসি ক্যামেরা থাকে এবং অগ্নি নির্বাপকের ব্যবস্থা থাকার কথা বলা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ এ ধরনের কোন উন্নয়ন কর্মকাণ্ড যাতে স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে বাস্তবায়ন করা হয়। এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগের বিষয়ে কারো নিকট থেকে কোনো প্রমাণস্বরুপ বক্তব্যও পাওয়া যায়নি বলে এতে বলা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: ১৮ মাসের ইয়াসিন বাবার পর মাকে হারালো, মৃত্যু বেড়ে ১৫
গত ১৮ এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে আপন সহোদর দুই কিশোর নির্মাণ শ্রমিক আরশাদুল খান (১৯) ও আশরাফুল খানকে (১৫) নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে একটি মন্দিরের প্রতিমার কাপড়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে গ্রামবাসীকে উত্তেজিত করে তোলে জড়িতরা। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন।
এ ঘটনার পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সিদ্দিক আলীকে প্রধান করে প্রথমে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে সাত সদস্যে উন্নীত করা হয়। একইসঙ্গে তদন্ত কমিটির মেয়াদও বাড়ানো হয়।
এদিকে ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় একটি মামলা করেন দুই ভাইকে হত্যার অভিযোগে নিহত দুই ভাইয়ের বাবা মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের মো. শাহজাহান খান।
এছাড়া পুলিশ সদস্যদের আহত করা, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে দ্বিতীয় মামলাটি করেন মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় মন্দিরের পূজারী কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা প্রভাষ চন্দ্র মন্ডলের স্ত্রী তপতী রানী মন্ডল।
আরও পড়ুন: মন্দিরে আগুন: ফরিদপুরে বিক্ষুব্ধ জনতার হামলায় ২ জন নিহতের ঘটনায় বিজিবি মোতায়েন
৫৭১ দিন আগে
চকরিয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
১৮৩২ দিন আগে
মাদারীপুরে শিক্ষকের পিটুনিতে মাদরাসা ছাত্রের মৃত্যু
শিক্ষকের পিটুনিতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের একটি কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২২২০ দিন আগে