শুরু
ঢাকায় আইওআরএ'র মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু
ঢাকার একটি হোটেলে কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম) এর ২২তম বৈঠক বৃহস্পতিবার শুরু হয়েছে।
বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএর) বর্তমান সভাপতির দায়িত্বে থাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই মন্ত্রী পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করছেন।
বিকালে বৈঠকটির ফলাফল সম্পর্কে সাংবাদিকদের জানাবেন ।
আইওআরএর একটি আন্তঃ সরকার সংস্থা, যা ১৯৯৭ সালের ৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
আইওআরএর-এর ২৩টি সদস্য রাষ্ট্র ও ১০টি সংলাপ অংশীদার রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আইওআরএকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সকলের সমর্থন ও অবদান কামনা করেছেন।
আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ‘সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য আমরা একসঙ্গে কাজ করব, আমাদের সমুদ্রকে সুস্থ রাখব। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘দ্বিধা ছাড়াই আমি বলতে পারি যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা থাকা সত্ত্বেও, এমনকি দুই দশকেরও বেশি সময় পরেও আইওআরএ’র বাজারটি এর সদস্য রাষ্ট্রগুলো সম্পূর্ণরূপে অন্বেষণ করতে পারেনি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আন্তঃ আইওআরএ বাণিজ্য ও বিনিয়োগের গতিশীলতা পুনর্বিবেচনা করা গুরুত্বপূর্ণ এবং এমন একটি পদ্ধতি অবলম্বন করা যা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে সাহায্য করবে।
তিনি বলেন, একটি আঞ্চলিক বাণিজ্য চুক্তির মাধ্যমে আইওআরএ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং আন্তঃ আইওআরএ বাণিজ্য ও বিনিয়োগ বাধা দূর করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: সমুদ্রের জীববৈচিত্র্য সুরক্ষায় সহায়তা করুন: আইওআরএ সদস্যদের প্রধানমন্ত্রী
আইওআরএ সম্মেলন: চলতি সপ্তাহে ঢাকায় আসবেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৭ নভেম্বর
ফিফা বিশ্বকাপ-২০২২: আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু
ফিফা বিশ্বকাপ-২২, পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল আসর, রবিবার (২০ নভেম্বর) মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে প্রথমবারের মতো শুরু হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার ইকুয়েডরের মুখোমুখি হবে।
উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায় আল খোর শহরের ৬০ হাজার ধারণ ক্ষমতার আল বায়েত স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯টায় একটি জমাকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে খেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার কে-পপ গ্রুপের সদস্য জং কুক, ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি, আমেরিকান ব্যান্ড গ্রুপ ব্ল্যাক আইড পিয়ার, কলম্বিয়ান গায়ক জে বাইভিন, নাইজেরিয়ান মিউজিশিয়ান প্যাট্রিক নায়েমেকা আমেরিকান র্যাপার লিল বেবি এবং কলম্বিয়ান বিখ্যাত গায়িকা সাকিরা পারফর্ম করবেন বলে আশা করা হচ্ছে। যদিও আয়োজকরা অভিনয়কারীদের নাম প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
সারা বিশ্ব থেকে মোট ৩২টি শীর্ষস্থানীয় ফুটবল দেশ, চারটি টিম আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। সারা বিশ্বের ফুটবল পাগল ভক্তদের পাশাপাশি বাংলাদেশি ভক্তদের বিপুল উৎসাহের মধ্যে প্রাথমিকভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শোতে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২১১টি ফিফা সদস্য দেশ থেকে ৩১টি দেশ, ছয়টি মহাদেশীয় কনফেডারেশন থেকে, ফিফা বিশ্বকাপ কাতার২০২২ এর মূল আসরের জন্য বাছাই করেছে। কাতার স্বয়ংক্রিয়ভাবে হেভিওয়েট ফুটবল আয়োজক দেশ হিসাবে যোগ্যতা অর্জন করেছে।
৩২টি অংশগ্রহণকারী দেশের মধ্যে, ১৩টি ইউরোপ থেকে, ছয়টি এশিয়া থেকে, পাঁচটি সিএএফ থেকে এবং চারটি কনক্যাক্যাফ এবং কনমেবল থেকে এসেছে।
আরও পড়ুন: বিশ্বকাপ জ্বরে ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত কুষ্টিয়া!
গ্রুপগুলো হলো:
গ্রুপ এ- কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস।
গ্রুপ বি- ইংল্যান্ড, আইআর ইরান, যুক্তরাষ্ট্র ও ওয়ালস
গ্রুপ সি- আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড
গ্রুপ ডি- ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া
গ্রুপ ই- স্পেন, কোস্তারিকা, জার্মানি ও জাপান
গ্রুপ এফ- বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া
গ্রুপ জি- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন
গ্রুপ এইচ- পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও কোরিয়া প্রজাতন্ত্র
আটটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুটি দল ১৬ পর্বে উঠবে।
ম্যাচগুলো কাতারের পাঁচটি প্রধান স্থানের আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমস্ত ভেন্যু শীতাতপ নিয়ন্ত্রিত যেখানে স্টেডিয়ামের মধ্যে তাপমাত্রা ৩৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমানোর জন্য শীতাতপ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
যে পাঁচটি শহরে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেগুলো হলো লুসাইল, আল খোর, দোহা, আল রায়ান এবং আল ওয়াকরাহ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের জন্য এখানে আটটি স্টেডিয়াম রয়েছে।
বিশ্বকাপের ভেন্যুগুলো হল:
লুসাইল আইকনিক স্টেডিয়াম, লুসাইল সিটি (ধারণক্ষমতা ৮০ হাজার)
আল বায়ত স্টেডিয়াম, আল খোর সিটি (ধারণক্ষমতা ৬০ হাজার)
স্টেডিয়াম ৯৭৪, দোহা সিটি (ধারণ ক্ষমতা ৪০ হাজার)
আল থুমামা সিটি স্টেডিয়াম, দোহা (ধারণক্ষমতা ৪০ হাজার)
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম (আল রাইয়ান সিটি (ক্ষমতা ৪৫ হাজার ৪১৬)
এডুকেশন সিটি স্টেডিয়াম (আল রাইয়ান সিটি (ক্ষমতা ৪৫ হাজার ৩৫০)
আহমদ বিন আলী স্টেডিয়াম, আল ওয়াকরাহ সিটি, (ধারণক্ষমতা ৪৪ হাজার ৭৪০)
আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরাহ সিটি (ধারণক্ষমতা ৪০ হাজার)
গ্রুপ পর্বের ম্যাচগুলো ২০ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৬ পর্বের রাউন্ড ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৯ থেকে ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল, ১৪ এবং ১৫ ডিসেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফিফা বিশ্বকাপ-২০২২ গ্রুপ পর্বের প্রথম সপ্তাহের জন্য (বাংলাদেশের মান অনুযায়ী) ম্যাচ।
ম্যাচ ১: কাতার বনাম ইকুয়েডর, তারিখ- ২০ নভেম্বর , সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ২: ইংল্যান্ড বনাম ইরান, তারিখ- ২১ নভেম্বর | সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ৩: সেনেগাল বনাম নেদারল্যান্ডস, তারিখ- ২১ নভেম্বর, সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ৪: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস, তারিখ- ২২ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ৫: আর্জেন্টিনা বনাম সৌদি আরব, তারিখ- ২২ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ৬: ডেনমার্ক বনাম তিউনিসিয়া, তারিখ- ২২ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ৭: মেক্সিকো বনাম পোল্যান্ড, তারিখ- ২২ নভেম্বর, সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ৮: ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া, তারিখ- ২৩ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ৯: মরক্কো বনাম ক্রোয়েশিয়া, তারিখ- ২৩ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ১০: জার্মানি বনাম জাপান, তারিখ- ২৩ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ১১: স্পেন বনাম কোস্টারিকা, তারিখ- ২৩ নভেম্বর , সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ১২: বেলজিয়াম বনাম কানাডা, তারিখ- ২৪ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ১৩: সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, তারিখ- ২৪ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ১৫: উরুগুয়ে বনাম কোরিয়া প্রজাতন্ত্র, তারিখ-২৪ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ১৫: পর্তুগাল বনাম ঘানা, তারিখ- ২৪ নভেম্বর, সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ১৬: ব্রাজিল বনাম সার্বিয়া, তারিখ- ২৫ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ১৭: ওয়েলস বনাম ইরান, তারিখ- ২৫ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ১৮: কাতার বনাম সেনেগাল, তারিখ- ২৫ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ১৯: নেদারল্যান্ড বনাম ইকুয়েডর, তারিখ- ২৫ নভেম্বর, সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ২০: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড, তারিখ- ২৬ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ২১: অস্ট্রেলিয়া বনাম তিউনিসিয়া, তারিখ- ২৬ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ২২: পোল্যান্ড বনাম সৌদি আরব, তারিখ- ২৬ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ২৩: ফ্রান্স বনাম ডেনমার্ক, তারিখ- ২৬ নভেম্বর, সময়- ১০ পিএম।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির অনুমতি নেই
১৫ নভেম্বরে বাংলাদেশ রেলওয়ে’র সেবা সপ্তাহ শুরু
১৫ই নভেম্বর থেকে সপ্তাহব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ পালন করবে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে।
এ সকল কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ১৫ই নভেম্বর ঢাকা রেলওয়ে স্টেশনে এক আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক টাস্কফোর্স কমিটি গঠন-পূর্বক বিভিন্ন স্টেশন/ট্রেন পরিদর্শন করা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা রেলওয়ে স্টেশনে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ট্রেনে ভ্রমণরত যাত্রীদের মধ্যে ফুল/চকলেট/পানি বিতরণ করার ব্যবস্থা করা, যাত্রী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টেশনে রেল সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা ইত্যাদি।
আরও পড়ুন: বাংলাদেশ রেলওয়ে: ঢেলে সাজানোর বিস্তর পরিকল্পনা সরকারের
এছাড়া গুরুত্বপূর্ণ স্টেশন সমূহ ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা, বিনা টিকিটে রেল ভ্রমণ রোধে বিশেষ ব্লক চেকিং কার্যক্রম গ্রহণ করা, আরএনবি ও জিআরপি কর্তৃক বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্লাটফর্ম ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ট্রেনে সরবরাহকৃত খাবারের মান নিশ্চিতকরণ সম্পর্কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্লাটফর্ম ও স্টেশনে অবস্থিত দোকানসমূহ এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা, রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রেলওয়ে হাসপাতাল সংলগ্ন স্টেশনসমূহে ফ্রী চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা, ট্রেনের গার্ড ও স্টেশন মাস্টারের নিকট রক্ষিত ফার্স্ট এইড বক্সে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করার ব্যবস্থা ইত্যাদি করা হবে।
এছাড়াও রেলসেবার মান উন্নয়নের লক্ষে যাত্রীদের নিকট থেকে ফিডব্যাক সংক্রান্ত সার্ভে সরাসরি কোশ্চেনইয়ার এর মাধ্যমে এবং অনলাইনেও করা হবে।
আরও পড়ুন: বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন: বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ইঞ্জিন কেনার চুক্তি সই
ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু
ফরিদপুরে বিভিন্ন প্রতিবন্ধকতা ও পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও অনুসারী শনিবার দলটির বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন।
ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশটি সকাল ১১টায় জেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
ক্ষমতাসীন দলের লোকজন ও পুলিশের বাধা, বাস ধর্মঘটের কারণে সৃষ্ট ঝামেলা এবং ফরিদপুর ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় শোডাউন আশঙ্কায় পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আগাম জড়ো হওয়ায় শুক্রবার রাতেই সমাবেশস্থল বিএনপি নেতাকর্মীদের দ্বারা প্রায় পূর্ণ হয়ে যায়।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির সমাবেশ: ৫ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের আশপাশে ও শহরের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে বিভিন্ন প্রবেশপথ, পুলিশ চেকপোস্ট ও সিএন্ডবি ঘাটে তাদের নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে।
তবে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ছোট ছোট মিছিলে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসতে দেখা যায়।
শহর থেকে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দিকে যানবাহন ও অটোরিকশা যেতে না দেয়ায় বিএনপির অনেক নেতাকর্মী সমাবেশে অংশ নিতে প্রায় ৬ কিলোমিটার হেঁটে যেতে বাধ্য হন।
আয়োজকরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানির মূল্যবৃদ্ধির নিন্দা; ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে পূর্বে পুলিশের অভিযানে দলের পাঁচ নেতাকর্মীর মৃত্যু এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে এই সমাবেশের উদ্দেশ্য।
বিএনপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে আগামী জাতীয় নির্বাচন কোনো রাজনৈতিক সরকারের অধীনে নয়, বরং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। কিন্তু এই দাবি সংবিধান তা হতে দেয় না বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির কয়েকজন নেতাসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের পাঁচটি জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা বুধবার থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন এবং তাদের অনেকেই সেখানে রাত কাটাচ্ছেন।
বিএনপি নেতাকর্মীদের খাবার ও থাকার ব্যবস্থা করেছে আয়োজকরা।
শুক্রবার সকাল থেকে ফরিদপুরের সঙ্গে সারাদেশে বাস যোগাযোগ বন্ধ থাকলেও বিএনপি নেতাকর্মীদের ট্রেন, ট্রাক, ছোট যানবাহন, অটোরিকশা, থ্রি-হুইলার, মাইক্রোবাস, মোটরসাইকেলে করে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আসতে দেখা গেছে।
ইউএনবির সঙ্গে আলাপকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বাস ধর্মঘট ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জ উপেক্ষা করে তাদের নেতাকর্মীরা ফরিদপুরে সমাবেশে যোগ দিতে এসেছেন।
তিনি আরও বলেন যে তারা সমাবেশে এক লাখেরও বেশি লোকের অংশগ্রহণ আশা করেন।
ফরিদপুর জেলা বাস শ্রমিক ও মালিকরা শুক্রবার সকালে ৩৮ ঘণ্টার ধর্মঘটে যান, এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বিএনপি অভিযোগ করেছে যে তাদের সমাবেশকে ব্যর্থ করার পরিকল্পনার অংশ এটি।
বরিশাল, রংপুর ও খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগেও একই ধরনের ধর্মঘট দেখা যায়, তবে দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বাধা অতিক্রম করে সমাবেশে অংশ নেন।
চলমান আন্দোলনের গতি অব্যাহত রাখার পদক্ষেপের অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর ১০টি বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে গণসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করবে বিএনপি।
আরও পড়ুন: যুবলীগের সুবর্ণ জয়ন্তী সমাবেশ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
ফরিদপুরে বিএনপির সমাবেশ: ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু
ফরিদপুরে বিএনপির সমাবেশ: ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু
ফরিদপুরে শুক্রবার সকাল থেকে ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
মহাসড়কে তিন চাকার যান ‘বন্ধের দাবিতে’ ৩৮ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছিল এবং শনিবার রাত ৮ টায় এই ধর্মঘট শেষ হবে বলে জানা গেছে।
ধর্মঘটের বিষয় জেলা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আগামীকাল শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সরকার ও প্রশাসনের ইন্ধনে এই বাস ধর্মঘট ডাকা হয়েছে।
ধর্মঘটের সকাল থেকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুক্রবার সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড ও শহরের ইমামুদ্দিন স্কয়ার এলাকা ঘুরে যাত্রীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসগুলো টার্মিনালে সারিবদ্ধ করে রাখা হয়েছে। আর পরিবহন শ্রমিকরা কেউ কেউ কেরাম ও লুডু খেলছেন।
হাবিবুর নামের এক শ্রমিক বলেন, ‘আমরা ধর্মঘট করছি, আমাদের নেতারা বলছেন তাই ,আমাদের নেতাদের কথায় চলতে হয়। তবে আমাদের তো টাকা আয় না করলে প্রতিদিন ঘরে চাল জোটে না।’
আরও পড়ুন: বিএনপির আরেকটি সমাবেশ, আরেকটি পরিবহন ধর্মঘট: এবার ফরিদপুরে
পুরোনো বাসস্ট্যান্ডে নাটোরের কৃষি শ্রমিক গুলজার মিয়া বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। তিনি ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নে এসেছিলেন ভুট্টার খেতে কাজ করতে। বাড়িতে এক স্ত্রী ও দুই ছেলেমেয়ে আছে। মালিকের কাছে খবর এসেছে তারা তিনজনই জ্বরে আক্রান্ত। এই খবর পাওয়ার পর তিনি বাড়ির উদ্দেশে বের হয়ে নতুন বাসস্ট্যান্ড এসে দেখেন বাস চলাচল বন্ধ।
আরেক শ্রমিক বলেন, ‘এতটা পথ ইজিবাইকে (অটোরিকশা) ভেঙে ভেঙে যাওয়া সম্ভব নয়। তাছাড়া ভাড়াও লাগবে অনেক বেশি, তাই বাসের অপেক্ষায় বসে আছি।’
গত ৭ নভেম্বর জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ১০ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরদিন সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত (৩৮ ঘণ্টা) সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হবে।
সম্পাদক গোলাম নাসির বলেন, আমাদের দাবির বিষয়ে প্রশাসনের কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া না পাওয়ায় ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন তারা।
তবে জেলায় তিন চাকার গাড়ি ও ভাড়া করা মাইক্রোবাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, ফরিদপুরের জনসভায় জনগণকে বাধা দিতে সরকার নানা কৌশল অবলম্বন করছে।
তারা সফল হবে না এবং বিগত বিভাগীয় সমাবেশের মতো শনিবারও ফরিদপুর জনসমুদ্রে পরিণত হবে।
এদিকে হরতালের কারণে দলের নির্ধারিত সমাবেশের তিন দিন আগে বুধবার থেকে ফরিদপুরে জড়ো হতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা।
বুধবার রাত ১০টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-জনশিক্ষা সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে শরীয়তপুরের শত শত বিএনপি নেতাকর্মী কোমরপুর উপজেলার আব্দুল আজিজ ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে পৌঁছান।
খোকন তালুকদার জানান, ফরিদপুরে তারাই প্রথম এসেছেন। পরিবহন ধর্মঘটের কথা মাথায় রেখে বৃহস্পতিবার সকাল থেকে শরীয়তপুর ও রাজবাড়ী জেলা থেকে শতাধিক নেতাকর্মী সমাবেশস্থলে আসতে থাকেন।
তিনি বলেন, আয়োজকরা বিএনপি নেতাকর্মীদের খাবার ও আবাসনের ব্যবস্থা করেছেন।
আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বর আজ (শুক্রবার) সকালে জমজমাট ছিল কারণ বিএনপি নেতাকর্মীরা ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন এবং তারা তাদের দুপুরের খাবার রান্না করছেন।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে আরও পাঁচটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর শনিবার ফরিদপুরে বিভাগীয় পর্যায়ে বিএনপির ষষ্ঠ সমাবেশ হবে।
বরিশাল, রংপুর ও খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগেও একই ধরনের ধর্মঘট করা হয়েছিল, তবে দলের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক বাধা অতিক্রম করে সমাবেশে অংশ নেন।
চলমান আন্দোলনের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর ১০টি বিভাগীয় শহরে ধারাবাহিক জনসভার ঘোষণা দেয় বিএনপি।
আয়োজকরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানির মূল্যবৃদ্ধির নিন্দা, ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে পুলিশের হাতে দলের পাঁচ নেতাকর্মীর মৃত্যু এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতেই এই সমাবেশ।
বিএনপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে আগামী সাধারণ নির্বাচন কোনও রাজনৈতিক সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে সংবিধানে সেই সুযোগ নেই বলে তাদের দাবিকে প্রত্যাখান করে আসছে।
আরও পড়ুন: বরিশালে বিএনপির সমাবেশ: পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে যাত্রীরা
সিলেটে ২য় দিনে পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে, পণ্য সরবরাহে বিঘ্ন
দেশজুড়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষা রবিবার শুরু হয়েছে।
সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে।
এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকা থেকে যানজটের খবর পাওয়া গেছে।
ইউএনবি সংবাদদাতারা ঢাকার বেইলী রোডের কাকরাইল থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত দীর্ঘ যানজট দেখতে পান। এতে অনেক পরীক্ষার্থীকে শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়।
এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে।
পরীক্ষার্থীদের মোবাইল বা অন্য কোনো ডিভাইস বহন করতে দেয়া হবে না।
পরীক্ষামূলক পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু
পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ভাবে প্রথম বারের মতো রেল চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একটি ইঞ্জিন ও খোলা বগি নিয়ে ভাঙা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে।
এসময় পদ্মা সেতুর রেল সড়ক প্রকল্পের উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রকৌশলীগণ, রেলওয়ের কর্মকর্তাগণ, চীনা কোম্পানির প্রতিনিধি দল উপস্থিতি ছিলেন।
এর আগে পরীক্ষামূলক ভাবে পদ্মা সেতুর দিয়ে রেল চলাচল উপলক্ষে স্টেশনটিকে সাজানো হয়।
আরও পড়ুন: পদ্মা সেতুর সুবাদে প্রথমবার গার্মেন্টস পণ্য রপ্তানির সাক্ষী হলো মোংলা বন্দর
ভাঙ্গা রেল স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, রেল বগি গ্যাংকার ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের পরিক্ষামূলক ভাবে সকাল সাড়ে ১০ টায় ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতুর ভায়াডাক্ট পর্যন্ত ছেড়ে গেছে।
এসময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট ডিরেক্টর (পিডি) আফজাল হোসেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা মেজর, জেনারেল এস,এম জাহিদ ও রেল প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।
এ প্রসঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক এই ট্রেনটি চলার মধ্য দিয়ে দক্ষিণ বঙ্গের তথা ফরিদপুর অঞ্চলের মানুষের ভাগ্যে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
বর্তমান সরকার পদ্মা সেতু এবং বিভিন্ন উন্নয়নের করার মধ্য দিয়ে বৃহত্তর ফরিদপুরের মানুষকে ঋণী করে ফেলেছেন।
উল্লেখ্য, ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের মধ্যে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার এবং ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৯ কিলোমিটার অংশের কাজের অগ্রগতি শেষ পর্যায়ে রয়েছে। এই এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।
যার মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে প্রায় ১৮ হাজার কোটি টাকা এছাড়া চায়না সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা অর্থায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: পদ্মা সেতু: দক্ষিণাঞ্চলমুখী নৌপথে যাত্রী কমায় ৩০টি লঞ্চ সার্ভিস বন্ধ
পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু
সারাদেশে নৌযান চলাচল শুরু
ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে অভ্যন্তরীণ নৌপরিবহন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন জানান, বিআইডব্লিউটিএ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে নৌযান চলাচল পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে। নদীবন্দরগুলো এখন ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় রয়েছে।
এর আগে সোমবার সকাল ১০টায় বিআইডব্লিউটিএ সারাদেশের সব নৌপথে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজারের উপকূলে ১৩ ট্রলারডুবি
ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার মধ্যরাতে ভোলার নিকটে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করলেও বৃষ্টিপাতের কারণে দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিত্রাং খুব দ্রুত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয় ও বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে এবং বর্তমানে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: উপকূলবাসীর পাশে দাঁড়াতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ঘূর্ণিঝড় সিত্রাং: তিন বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এবারের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের জানুয়ারি মাসের ১৩ থেকে ১৫ তারিখ হবে ইজতেমার প্রথমধাপ এবং ২০ থেকে ২২ তারিখ হবে দ্বিতীয়ধাপ।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সভা শেষে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দুই গ্রুপের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুবায়ের গ্রুপের বিশ্ব ইজতেমা ১৩-১৫ জানুয়ারি এবং অন্য গ্রুপের ইজতেমা ২০-২২ জানুয়ারি হবে।
তিনি আরও বলেন, ‘গত দুইবছর ইজতেমা হয়নি। প্রধানমন্ত্রী ২০২৩ সালের ইজতেমা সংক্ষিপ্ত আকারে করতে নির্দেশ দিয়েছেন। ’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইজতেমা নিয়ে দলগুলোর মধ্যে বিরোধ ছিল এবং তা চলছে। আমি দলগুলোর কাছ থেকে পরামর্শ চেয়েছি। আমি তাদের আগের বারের মতো সাজানোর প্রস্তাব দিয়েছি এবং তারা মেনে নিয়েছে।’
আরও পড়ুন: মার্কিন প্রতিবেদন পর্যালোচনা করে র্যাবের সংস্কার শুরু হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক, পুলিশ ও আমাদের মতো বিত্তবানরাও মাদক সাপ্লাই করেন: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
টানা ৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: টানা ৩ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুনুর রশিদ জানান, দুর্গাপূজার উৎসব পালনে আট দিন ধরে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
ছুটি কাটিয়ে শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান জানান, ছুটিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলে চালু ছিল হিলি ইমিগ্রেশন বিভাগ।
পার্সপোটধারী যাত্রী পারাপার স্বভাবিক ছিলো। তবে ভারতে গমনকারীদের সংখ্যা ছিল তুলনামূলক কিছুটা বেশি।
আরও পড়ুন: দুর্গাপূজা: হিলি স্থলবন্দরে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু