জরিমানা
হুইপের মামলায় ইন্সপেক্টর সাইফের ৫ লাখ টাকা জরিমানা
জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশ পরিদর্শক (বরখাস্ত) মাহমুদ সাইফুল করিম ওরফে সাইফ আমিনকে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
তবে জরিমানার টাকা জমা দিলে আসামির কারাভোগ করতে হবে না বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: সিলেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
তিনি রায়ে আরও উল্লেখ করেন, জরিমানার অর্থ না দিলে আসামিকে ১৮ মাস কারাভোগ করতে হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহমুদ সাইফুল করিমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে ৯ মাসের কারাভোগ করতে হবে।
এছাড়া একই আইনের ২৯ (২) ধারায় তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের কারাদণ্ড দেন আদালত।
দুই ধারার সাজা পৃথকভাবে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
হুইপ শামসুল হক চৌধুরীর আইনজীবী মোহাম্মদ হায়দার তানভীরুজ্জামান বিষয়টি সাংবাদিকদের জানান।
২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছরে ১৮০ কোটি টাকা জুয়ার আসর থেকে আয়ের অভিযোগ করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে মাহমুদ সাইফুল করিমের বিরুদ্ধে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বাদীর কোথায়ও নাম আসেনি। তাই বাদির বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, যা প্রকাশের মাধ্যমে বাদী সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
২০২০ সালের ১০ ফেব্রুয়ারি মামলাটির প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক নাজমুল নিশাত।
আরও পড়ুন: নাটোরে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন
চট্টগ্রামে কন্টেইনার ডিপোকে ২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ভারটেক্স কন্টেইনার ডিপোতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে দেখা যায়, দীর্ঘ ২২ বছর ধরে ভারটেক্স কন্টেইনার ডিপোতে লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প চালানো এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রেখে কন্টেইনার ইয়ার্ড পরিচালনা করে আসছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প পরিচালনা করছিল প্রতিষ্ঠানটি। পাশাপাশি ডিপোটিতে নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ছিল না ফায়ার সেফটি প্লান ও ফায়ার হাইড্রেন্ট। ২২ বছর ধরে ডিপো পরিচালনা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন বা বাস্তবায়ন এর কোন ব্যবস্থা নেননি ডিপো কর্তৃপক্ষ। এসব অভিযোগে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো. মোয়াজ্জেম হোসেন কে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এ অভিযান চলাকালে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের টিমও উপস্থিত ছিল।
আরও পড়ুন: শরীয়তপুরে ১০০ কেজি জাটকা জব্দ, ৫ ব্যবসায়ীকে জরিমানা
ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
আচরণবিধি লঙ্ঘন করায় বিপিএলের ৪ খেলোয়াড়, কোচের জরিমানা
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চার খেলোয়াড় ও কোচকে বিভিন্ন ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে বিসিবি।
খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ, রংপুর রাইডার্স জুটি শেখ মেহেদী হাসান ও নিকোলাস পুরান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার এবং পোশাকের বিধি লঙ্ঘনসহ খেলার নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তি দেয়া হয়েছে।
বিসিবির আচরণবিধির ধারা ২.২০ লঙ্ঘনের জন্য মাহমুদকে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।
আরও পড়ুন: ২০২৩ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা
মাহমুদের শাস্তির কারণ উল্লেখ করেনি বিসিবি। তবে খুলনা টাইগার্সের ড্রেসিংরুমে ধূমপানের কারণে তাকে জরিমানা করা হয়েছে, যা টেলিভিশনের লাইভে ধরা পড়েছে।
গত ১০ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালীন এ ঘটনা ঘটে।
এসবিএনসিএস -এ ১২ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচের সময় বিসিবি আচরণবিধির ধারা ২.২ লঙ্ঘনের জন্য মেহেদীকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল এবং একটি ডিমেরিট পয়েন্ট পান।
একই ম্যাচ চলাকালীন বিসিবির আচরণবিধি ধারা ২.২২ লঙ্ঘনের জন্য পুরানকে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল এবং দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। তার হেলমেটে অননুমোদিত লোগো থাকায় তাকে অভিযুক্ত করা হয়েছিল।
এসবিএনসিএস -এ ১২ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারের সময় বিসিবির আচরণবিধি ধারা ২.২২ লঙ্ঘনের জন্য মোসাদ্দেককে তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল এবং একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। তার হেলমেটে একটি অননুমোদিত লোগো ছিল।
মাঠের আম্পায়ার, থার্ড আম্পায়ার এবং সংশ্লিষ্ট ম্যাচের চতুর্থ আম্পায়াররা অভিযোগ করেছেন। খেলোয়াড় ও কোচ তাদের অপরাধ স্বীকার করেন এবং আনুষ্ঠানিক শুনানির প্রয়োজনীয়তা এড়িয়ে ম্যাচ রেফারিদের প্রস্তাবিত নিষেধাজ্ঞা মেনে নেয়।
আরও পড়ুন: ১ ডিসেম্বর বাংলাদেশে আসবে ভারত: বিসিবি
এবার জরিমানার ফাঁদে হিরো আলম!
বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে জরিমানা করা হয়েছে। উপহারের গাড়ি নিতে হবিগঞ্জে আসার পথে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে তাঁকে আড়াই হাজার টাকা জরিমানা করে।
হিরো আলমকে বহনকারী গাড়িটি নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানোর দায়ে এই জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হিরো আলমের গাড়ি অতিরিক্ত গতিতে চালানোর দায়ে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় তাঁকে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: ফলাফল পাল্টে দেয়া হয়েছে: হিরো আলম
এছাড়া উপহার পাওয়া নোয়াহ মাইক্রোবাসটি গরীব রোগীদের চিকিৎসার কাজে এম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে জানালেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তিনি বলেছেন, ভালবাসতে গেলে একটা মন লাগে। করোর টাকা আছে মন নেই। আবার করোর মন আছে টাকা নেই। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি মখলিছুর রহমান গাড়ি উপহার দেবেন।
মঙ্গলবার দুপুরে মাইক্রোবাসের চাবি গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা জানান।
এদিকে চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুল জব্বার গাউছিয়া একাডেমির প্রিন্সিপাল এম মখলিছুর রহমান সম্প্রতি ফেসবুক লাইভে ওয়াদা করেছিলেন বগুড়া দুই আসনে উপ-নির্বাচনে জিতলে বা হারলে হিরো আলমকে তার গাড়ি দেয়ার কথা।
মঙ্গলবার দুপুরে গাড়ি গ্রহণ করতে নরপতি গ্রামে পৌঁছালে অসংখ্য নারী পুরুষ আনন্দে উল্লাস ফেটে পড়েন।
এছাড়া তাকে এক নজর দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়েন।
হিরো আলম বলেন, সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে। এর প্রমাণ আজ এম মখলিছুর রহমান দিয়েছেন। অনেকে তার লাইভ দেখে গালিগালাজও করেছেন। দেশ বিদেশ অনেকে আমাকে বলেছেন ভালবেসে কেউ কোন কিছু উপহার দিলে নিতে হয়। তাই এ ভালবাসার জিনিসটা ভাল কাজে ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, আমার গাড়ি আছে। তাই এই গাড়ি গরীব রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে।
এর আগে অনুষ্ঠানস্থলে মখলিছুর রহমান গাড়ির চাবি ও কাগজপত্র হিরো আলমের হাতে তুলে দেন।
আরও পড়ুন: মাইক্রোবাস উপহার নিতে হিরো আলম যাচ্ছেন হবিগঞ্জ
যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গেছে: হিরো আলম
সিটবেল্ট ব্যবহার না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুক্রবার (২০ জানুয়ারি)একটি চলন্ত গাড়িতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার জন্য তার সিটবেল্ট খুলে জরিমানা করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৪২ বছর বয়সী সুনাক উত্তর-পশ্চিম ইংল্যান্ড সফরের সময় একটি সরকারি গাড়ির পিছন থেকে ইনস্টাগ্রামে একটি বার্তা রেকর্ড করার সময় "আইন লঙ্ঘন" করার জন্য ক্ষমা চেয়েছেন।
ল্যাঙ্কাশায়ার পুলিশ জানান, ল্যাঙ্কাশায়ারে চলন্ত গাড়িতে এক যাত্রীর সিটবেল্ট পরতে না পারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সুনাকের নাম উল্লেখ না করে পুলিশ সদস্যে বলেছে, তারা লন্ডন থেকে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে শর্তসাপেক্ষে জরিমানার প্রস্তাব দিয়েছে।
সিটবেল্ট পরতে ব্যর্থ হলে ৫০০ পাউন্ড (৬২০ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে, যদিও এই ধরনের অপরাধের জন্য নির্দিষ্ট জরিমানার নোটিশ সাধারণত ১০০ পাউন্ড (১২৪ ডলার) হয় যদি তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়।
শর্তসাপেক্ষ প্রস্তাবের অর্থ হল জরিমানা করা ব্যক্তি যদি অপরাধ স্বীকার করে তবে তাকে আদালতে যেতে হবে না। তবে সুনাককে কত টাকা জরিমানা করা হয়েছে তা জানায়নি পুলিশ।
আরও পড়ুন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শেখ হাসিনার অভিনন্দন
সুনাকের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, 'প্রধানমন্ত্রী পুরোপুরি স্বীকার করেছেন যে এটি ভুল ছিল এবং তিনি ক্ষমা চেয়েছেন। তিনি অবশ্যই নির্ধারিত জরিমানা মেনে চলবেন।
রাজনৈতিক জীবনে দ্বিতীয়বারের মতো সুনাককে জরিমানা করা হলো।
উল্লেখ্য, গত বছর তিনি অর্থমন্ত্রী প্রধান থাকাকালীন সরকারি অফিসের অভ্যন্তরে সংক্ষিপ্ত ভাবে পার্টিতে যোগ দিয়ে মহামারী লকডাউন এর নিয়ম ভঙ্গ করার জন্য তাকে ৫০ পাউন্ড জরিমানা করা হয়েছিল। 'পার্টিগেট' কেলেঙ্কারির দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন জনসনসহ কয়েক ডজন কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে।
সুনাক গত অক্টোবরে যুক্তরাজ্যের নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কয়েক বছর ধরে জনসনকে একাধিক কেলেঙ্কারির কারণে ক্ষমতাচ্যুত করা হয় এবং তার উত্তরসূরি লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করা হয়।
আরও পড়ুন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক
ঋষি সুনাকই হচ্ছেন যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধ একটি ইটভাটায় অভিযান চালিয়ে এর মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের কেএসবি ব্রিকস ফিল্ড মালিককে এ অর্থদণ্ড দেয়ার কথা জানান ঠাকুরগাঁওয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ১৪০টি ইটভাটার ৯৪টি অনুমোদনহীন
তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া মলানী আরাজি ঝাড়গাঁও গ্রামে ওই ইটভাটা পরিচালনা করে আসছিলেন মালিক আব্দুস সোবহান।
ভ্রাম্যমাণ আদালত গঠন করে ইটভাটা ভেঙে ফেলার জন্য সেখানে গেলে সোবহান দোষ স্বীকার করে ইটভাটা বন্ধের কথা জানান।
এরপর তাকে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ১৫ ও ১৮ ধারার অভিযোগের প্রেক্ষিতে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে চিমনি অপসারণসহ ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কেএসবি ব্রিকস ফিল্ড নামের ওই ইটভাটার অবস্থান। সেটি পুরোপুরিভাবে অবৈধভাবে চলছিল। যে কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা মালিককে অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া অবৈধভাবে পরিচালিত প্রতিটি ইটভাটায় অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: অবৈধ ইটভাটার বিরুদ্ধে ডিসিদের ব্যবস্থা নেয়ার আহ্বান
কুড়িগ্রামে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার রেট, ভারতকে গুনতে হল জরিমানা
প্রথম ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ এখনও বয়ে বেড়াতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। রবিবার ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে দলটিকে তাদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করা হয়।
সোমবার বিকালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ তথ্য জানায়।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের রঞ্জন মাদুগাল সময় বিবেচনায় গত খেলায় ৪৬ ওভার করতে চার ওভার পিছিয়ে থাকায় এই জরিমানা করার সিদ্ধান্ত নেয়।
আইসিসি’র নিয়ম অনুযায়ী সময়ের বিচারে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশের ইনিংসের সিংহভাগ ম্যাচে এগিয়ে থাকা সত্ত্বেও, ভারত শেষ পর্যন্ত এক উইকেটে পরাজিত হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে মাত্র ১৮৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
সাকিব পাঁচ ও এবাদত চারটি উইকেট নেন। অন্যদিকে মেহেদীর অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ জয় নিশ্চিত করে। কারণ হাতে ছিল মাত্র এক উইকেট, প্রয়োজন ৫১ রান। এই লক্ষ্যকে তাড়া করেই জয় ছিনিয়ে নেন তিনি।
অন্যদিকে ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ তিন উইকেট নিলেও হারের স্বাদ নিতে হয়।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায় ৭ ডিসেম্বর এবং চট্টগ্রামে ১০ ডিসেম্বর।
আরও পড়ুন: মিরাজের ব্যাটিং নৈপুণ্যে ভারতকে ১ উইকেটে হারাল বাংলাদেশ
বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে: সাকিবের স্পিন দক্ষতায় ১৮৬ রানে অল-আউট ভারত
সিরাজগঞ্জে শিশু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের বেলকুচিতে ইমন (৬) নামে এক শিশুকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া মামলার অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তরুণীকে হত্যার দায়ে দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে এ দণ্ডাদেশ দিয়েছেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো-বেলকুচি উপজেলার চক মকিমপুর গ্রামের সোহেল (২৮), কাউছার (৩০), হীরন (৩২), আল-আমিন (৪০) ও ওসমান (৩৮)।
সেইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি আলহাজ ও গোলামকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
উক্ত আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার চর মকিমপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. চাঁন মিয়া ও মোছা. মমতা খাতুনের শিশু সন্তান ইমন ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকালে নিখোঁজ হয়।
নিখোঁজের সাত দিন পর ২২ ফেব্রুয়ারি দুপুরে একই উপজেলার মাইঝাইল গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশু ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুটির চাচা সানোয়ার হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার তদন্ত চলাকালে আসামি আল-আমিন ও মো. ওসমান জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মামলার তদন্ত শেষে সাত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এ মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে উল্লেখিত রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জীবননগর উপজেলার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জীবননগর উপজেলার চ্যাংখালী সড়কের তরফদার নিউ মার্কেটের মেসার্স গাজী স্টোর সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে চিনি বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলী আজগরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ভোক্তা অধিদপ্তরের জরিমানা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সহজ ডটকমের রিট
এছাড়া, মেসার্স সাজ ঘর কসমেটিকস-এ অভিযান চালিয়ে আমদানিকারকের স্টিকারবিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও চকলেট বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আশরাফুল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা উপ-পরিদর্শক আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আরও পড়ুন: পণ্য, সেবা ক্রয়ে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার আইনে অভিযোগ করার উপায়
ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী
মশক নিধন অভিযান: দ্বিতীয় দিনে জরিমানা ১০ লাখ ৩০ হাজার
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের দ্বিতীয় দিনেও জরিমান করেছে ১০ লাখ ৩০ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএনসিসির দশটি অঞ্চলেই একযোগে অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এডিসের লার্ভা পাওয়ায় ১৫টি মামলায় এ জরিমানা আদায় করে।
আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান পরিচালনা করবে সংস্থাটি।
ডিএনসিসির অঞ্চল-৫ এর আওতাধীন আগারগাঁও এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং রাস্তা ও ফুটপাত দখল করে রেস্টুরেন্ট পরিচালনা করায় অপর একটি মামলায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএনসিসির অঞ্চল-০৪ এর আওতাধীন ১১ ও ১৩ নং ওয়ার্ডস্থিত কল্যাণপুর নতুন বাজার, পূর্ব মনিপুর এলাকায় অভিযানকালে প্রায় ১০৫টি ভবন, স্থাপনা, জলাশয়, রেষ্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়েছে।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানেএকটি বাড়িতে লার্ভা পওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: অনলাইনে কর পরিশোধে ১০ শতাংশ রেয়াত ডিএনসিসির
এছাড়াও অঞ্চল-৬ এর আওতাধীন উত্তরা ১৩ নং সেক্টর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন অভিযান পরিচালনা করেন। উত্তরা এলাকয় তিনটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের বিরুদ্ধে তিনটি মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অঞ্চল-৯ এর আওতাধীন খিলবাড়িরটেক এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত-এর অভিযানে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় নব্বই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএনসিসির অঞ্চল-৩ এর আওতাধীন এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অঞ্চল-২ এর আওতাধীন রূপনগর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের অভিযানে লার্ভা পাওয়ায় একটি মামলায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও অঞ্চল-১ এর আওতাধীন কুড়িল এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন-এর অভিযানে বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লট, ড্রেন ঝোপঝাঁড়ে কিউলেক্স মশক বিরোধী অভিযান ও সমন্বিততভাবে এডিস বিরোধী অভিযানে ছয়টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এছাড়াও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন এলাকার রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং উপ-প্রধান স্বাস্থ্য কর্মকতা লেফট্যানেন্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার কয়েকটি অঞ্চল পরিদর্শন করেন।
আরও পড়ুন: ভবন নির্মাণে কোড অমান্য হলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে: ডিএনসিসি মেয়র
মশা নির্মূলে ডিএনসিসির বিশেষ অভিযান, জরিমানা ৪ লাখ ৩৭ হাজার টাকা