ই-কমার্স প্ল্যাটফর্ম
বাবা দিবসে দারাজের বিশেষ ক্যাম্পেইন‘আমার বাবা সুপার হিরো’
বাবা দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘আমার বাবা সুপার হিরো’ শীর্ষক একটি ক্যাম্পেইন। ইতোমধ্যে ক্যাম্পেইনটি শুরু হয়েছে এবং ২৪ জুন পর্যন্ত চলবে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা তাদের বাবার জন্য বিভিন্ন উপহার সামগ্রী যেমন পারফিউম, শেভিং ক্রিম, চকলেট, ট্রিমার এবং অন্যান্য উপহার সামগ্রী বিশেষ অফারে কিনতে পারবেন।
আরও পড়ুন: দারাজের সাথে বিখ্যাত ব্র্যান্ড মনস্টারের চুক্তি
পিতৃত্ব, পিতৃত্বের বন্ধন এবং সমাজে বাবাদের অবদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর পালন করা হয় বাবা দিবস। দেশ অনুসারে উদযাপনের দিন ভিন্ন হয়ে থাকে। তবে, বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার দিবসটি উদযাপন করা হয়।
এই ক্যাম্পেইন চলাকালীন, অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা বাবার সাথে তাদের প্রিয় স্মৃতি পোস্ট করতে পারবেন এবং ফেসবুকে ছবি বা স্টোরি আকারে তাদের পোস্ট করতে হবে। অংশগ্রহণকারীদের ক্যাম্পেইনে প্রবেশ নিশ্চিত করতে নির্দিষ্ট হ্যাশট্যাগ – #SuperDad ও #Daraz ব্যবহার করতে হবে। সর্বোচ্চ লাইক ও রিঅ্যাকশনের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হবে।
আরও পড়ুন: রিয়েলমি-দারাজের যৌথ ঈদ ক্যাম্পেইন শুরু
পাশাপাশি, দারাজ বাবা দিবস ক্যাম্পেইন উপলক্ষে একটি ফেসবুক লাইভ সেশনের আয়োজন করেছে। বিশেষ এই দিন উপলক্ষে দারাজ কর্মীরা তাদের বাবাদের প্রতি ভালোবাসা জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে।
এছাড়া, গ্রাহকরা দারাজ থেকে পণ্য কেনার সময় AMARBABA কোড ব্যবহার করে ৫ শতাংশ ছাড় (সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ৩০০ টাকা) উপভোগ করতে পারবেন। গ্রাহকরা সকল কার্ডে ৫ শতাংশ এবং বিকাশে ১০০ টাকা পর্যন্ত প্রি-পেমেন্ট ছাড় পাবেন (প্রি-পেমেন্ট ছাড়ের জন্য কোন ন্যুনতম অর্ডার মূল্য নেই)।
আরও পড়ুন: নববর্ষ উদযাপন: দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন
এই ক্যাম্পেইনে সহযোগিতা করছে ক্লিয়ার মেন, স্টুডিও এক্স এবং কুল। ক্যাম্পেইনের গিফট স্পন্সর হিসেবে রয়েছে - ওল্ড স্পাইস, জিলেট, কুল, লায়লা ব্লাঙ্ক, স্কিন ক্যাফে, জেইন অ্যান্ড মাইজা, রেডিয়েন, ওয়াইল্ড স্টোন, স্টুডিও এক্স, গেটওয়েল এবং জেএমআই।
১৬২৯ দিন আগে
নারী দিবস উদযাপনে দারাজের আকর্ষণীয় অফার
দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সম্প্রতি ‘লেট হার এক্সপ্লোর, টু কনকার’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে।
১৭৩২ দিন আগে
‘হাংরিনাকি’ কিনে নিল ‘দারাজ’
জনপ্রিয় ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হাংরিনাকির সম্পত্তি অধিগ্রহণের মাধ্যমে নিজেদের কার্যপরিসীমা সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন সূচনা করল আলীবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ।
১৭৩৬ দিন আগে
হিরো বাংলাদেশ এখন দারাজে
দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি নিটল নিলয় টাওয়ারে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
১৭৪০ দিন আগে
হোলসেল ক্লাবের সাথে অংশীদারিত্বে ইভ্যালি
বিস্তৃত পরিসীমার পণ্যসম্ভারের মাধ্যমে ক্রেতাদের লাইফস্টাইলের মানোন্নয়নে হোলসেল ক্লাবের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি।
১৮৭৬ দিন আগে