চাপাতি
চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১
রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ একজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান খান সাকিব ওরফে শাকিল নামের ওই যুবকের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও ছিনতাই হওয়া নগদ দুই হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন: ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় যুবক গ্রেপ্তার
পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুরে বাবা হজুর মসজিদ সংলগ্ন সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানা পুলিশ জানান, ১৫ এপ্রিল ভোর ৪টার দিকে অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছলে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখায়।
তারা জোরপূর্বক তাদের কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল) এবং তার চাচাতো বোনের গলার একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেল করে পালিয়ে যায়।
এই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুর মডেল থানা পুলিশের নজরে আসে। পুলিশ ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়।
অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। রেকর্ডপত্র পর্যালোচানায় জানা যায়, তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন: বিয়ানীবাজারে ‘ঠিকানা’র ধারেকাছে যান না মুক্তিযোদ্ধারা
এছাড়াম মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয় বলে জানান পুলিশ।
ডিএমপি ডেপুটি কমিশনার মিডিয়া তালিবুর রহমান বলেন, ‘গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপর দুজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
২৩০ দিন আগে
মিরপুরে রিভলবার ও চাপাতিসহ যুবক গ্রেপ্তার
রাজধানীতে চাঁদা আদায়ে ব্যর্থ হওয়ায় এক দোকান মালিককে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর থেকে অস্ত্র ও চাপাতিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফাহিম আহম্মেদ প্রকাশ, চাপাতি ফাহিম নামে বহুল পরিচিত।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, অপরাধীকে গ্রেপ্তারে অভিযানে পুলিশের একজন উপ-পরিদর্শকও ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আরও পড়ুন: খুলনায় পৌনে ৩ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার ২
ওসি জানান, ফাহিম স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। কেউ যদি দাবিকৃত টাকা দিতে অস্বীকার করে বা তার বিরুদ্ধে অভিযোগ করে, তবে তিনি তাদের উপর চাপাতি দিয়ে হামলা করতেন।
তিনি আরও জানান, টাকা আদায়ের সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বেড়ানোয় সবাই তাকে চাপাতি ফাহিম নামেই চেনে। গত কয়েকদিন ধরে শেওড়াপাড়া এলাকার তানভীর (৩০) নামে এক দোকান মালিকের কাছে টাকা দাবি করে আসছিলেন ফাহিম। তানভীর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফাহিম শুক্রবার সকালে আবারও চাঁদা আদায়ের জন্য দোকানে যায়। চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে তিনি দোকানের মালিককে তার চাপাতি দিয়ে কুপিয়ে ২৫০০ টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে একটি রিভলবার ও চাপাতি জব্দ করা হয়।
ওসি আরও বলেন, অভিযানচলাকালে এসআই সোহেল রানাকে ছুরিকাঘাত করে ফাহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সোহেল রানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজির অভিযোগে দুই মাস আগে তাকে গ্রেপ্তার করা হয়। ১০ দিন আগে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সে আবার চাঁদাবাজি শুরু করেন।
এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ফাহিমকে শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: খালি কন্টেইনারে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা, যুবক গ্রেপ্তার
মাগুরায় ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
৭৮৯ দিন আগে
চাঁদপুরে মা-মেয়কে ধর্ষণের ভয় দেখিয়ে ডাকাতি
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ধর্ষণের ভয় দেখিয়ে মা-মেয়ের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।
১৮৭৩ দিন আগে