কলেজছাত্র নিখোঁজ
লালমনিরহাটে তিস্তায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে গোসল করতে নেমে মেহেদি হাসান মুহিদ নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজছাত্র মুহিদ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাষ্টারের ছেলে। তিনি সম্প্রতি চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে দেশে ফিরেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে চার বন্ধুসহ তিস্তা নদীতে গোসল করতে নামেন মুহিদ। এক পর্যায়ে স্রোতের তোড়ে মুহিদ নদীর গভীরে তলিয়ে যান। সঙ্গে থাকা তিন বন্ধু নদী থেকে উঠতে পারলেও মুহিদ নিখোঁজ হন। এরপর খবর পেয়ে স্থানীয় লোকজন ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। বিকাল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত লিডার শরিফুল ইসলাম জানান, রংপুর থেকে ডুবুরি দল নেওয়া হয়েছে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তার সন্ধান মেলেনি।
৯৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার সকালে শহরের সিএ্যান্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজছাত্র মাসুদ রানা (২১) চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী এবং রাজশাহীর তেরখাদিয়ার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের তিনছাত্র একসঙ্গে ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে। পরবর্তীতে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে দুইজন উঠতে পারলেও অপর একজন পানিতে ডুবে যায়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কলেজছাত্র মাসুদের সন্ধানে উদ্বার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: গোসল করতে নেমে কাপ্তাই হ্রদে ডুবে দুই বন্ধুর মৃত্যু
ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
১২৫৬ দিন আগে
পদ্মা নদীতে কলেজছাত্র নিখোঁজ
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে ডুবে রাকিবুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
১৮৬৮ দিন আগে