হাঁসের খামার
সুনামগঞ্জের হাঁসের খামারে লুট, হামলায় মালিকসহ আহত ৩
সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে একটি হাঁসের খামারে লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে খামারের মালিকসহ তিনজনের ওপর হামলা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হাতিরঘাটা হাওরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—খামারের মালিক শিপন মিয়া (৩৫), তার ভাই হৃদয় মিয়া (২০) এবং খামারের কর্মচারী সাকিব মিয়া (২৪)। তারা উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আজ (সোমবার) সকালে আহত শিপন মিয়া তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্রে উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালি গ্রামের জাহাঙ্গীর আলম (৫০), জমসেদ মিয়া (৩৬), তামজিদ মিয়া (৩০), মুনছুর মিয়া (৩২), আকিক মিয়া (৩৪), ছয়ফুল মিয়া (৩২) ও সামরান মিয়ার (৩৪) নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, রবিবার বিকেল ৩টার দিকে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে শিপনের হাঁসের খামারে হামলা চালান। এ সময় খামারের কর্মচারী সাকিবকে মারধর করে বেঁধে রেখে প্রায় ৬৫০টি দেশি হাঁস লুট করে নিয়ে যান হামলাকারীরা, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এর পাশাপাশি ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লুটপাটের সময় বাধা দিতে গেলে শিপন ও হৃদয়কে দা, রড ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন অভিযুক্তরা।
ঘটনার পর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে হৃদয়ের অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭ দিন আগে
হাঁসের খামারে ১৪ ফুট লম্বা গোলবাহার অজগর, কাপ্তাই উদ্যানে অবমুক্ত
রাঙ্গামাটি জেলা পরিষদে কর্মরত কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা প্রকৌশলী মো. ইসমাইল হোসেনের হাঁসের খামারে ১৪ ফুট লম্বা গোলবাহার অজগর সাপ দেখা যায়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা।
আরও পড়ুন: শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা সাপ উদ্ধার, বনে অবমুক্ত
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন প্রায় ১৫ কেজি।
প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় স্থানীয় কয়েকজনের সহায়তায় অজগরটিকে ধরা হয়। অজগরটি আমার খামারের ৩ থেকে ৪টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর, আমরা রাত ৩টা থেকে অজগর সাপটিকে ধরার চেষ্টা করি। অবশেষে ভোর সাড়ে ৫টার দিকে অজগরটিকে ধরতে পারি।
পরে সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।
এসময় উপস্থিত ছিলেন- কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান, রাইংখিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফাড়িঁর স্টেশন কর্মকর্তা মো. মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিনসহ বন বিভাগের কর্মকর্তারা।
আরও পড়ুন: উদ্ধার করা দুটি হনুমান ও ১৬টি কাছিম অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে সাড়ে ১০ ফুট লম্বা অজগর অবমুক্ত
৬৩৬ দিন আগে
টিভি, ফেসবুকে হাঁস পালন দেখে খামার গড়ে সফল কুড়িগ্রামের আবুল কালাম
হাঁসের খামার গড়ে চমক সৃষ্টি করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ। গত দুই বছরে শুধু নিজেই স্বাবলম্বী হননি, প্রেরণা জুগিয়েছেন অন্যদের মাঝেও। সেই সাথে পাল্টে গেছে তার অভাবের জীবন।
১৯১২ দিন আগে