নাশকতার মামলা
চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপির ২ নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় নাশকতার মামলার আসামি বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(২২ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন এবং একই উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী হোসেন (৬২)।
ময়েন উদ্দিন ময়েন উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েসপুর গ্রামের ইন্তাজুল হকের ছেলে ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আলী হোসেন মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের মৃত সিদ্দিক খানের ছেলে।
পুলিশ জানায়, জীবননগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল আলম গতরাত আনুমানিক দেড়টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ময়েনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, জীবননগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জীবননগর থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে মো. আলী হোসেনকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল বোমা সাদৃশ্য বস্তু এবং অন্য আসামিদের ফেলে যাওয়া ৫টি বাশের লাঠি, ২টি লোহার রড উদ্ধারসহ একটি বাজাজ ব্রান্ডের ১০০সিসির মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, আটক দু’জনকে সংশ্লিষ্ট মামলায় আদালত পাঠানো হবে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।
৭১৩ দিন আগে
যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় শ্রমিকদল নেতাসহ ৪ জন গ্রেপ্তার: র্যাব
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল ও যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র ্যাব)।
শনিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকা দক্ষিণ ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আলী আকবর (৪৪) ও ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হাসান খান ( ৪০), শ্রমিক দলের সদস্য সচিব মো. শুক্কুর আলী (৫২), শ্রমিক দলের ৪৮ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক, শ্রমিক দলের ৬৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. আবু বকর (৫৭)।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে গত ২২ দিনে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
র ্যাব-১০ এর সহকারী পরিচালক (অপারেশনস) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় নাশকতার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা ও দানিয়াসহ আশপাশের এলাকায় গাড়ি ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের সহকারী পরিচালক।
আরও পড়ুন: হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজির বাসায় র্যাবের অভিযান
৭৪৭ দিন আগে
লালমনিরহাটে নাশকতার মামলায় আটক ১
লালমনিরহাটের হাতীবান্ধায় নাশকতার মামলায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার যশোরের অভয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।
গ্রেপ্তার মেহেদী হাসান হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকার লতিফ তালুকদার ওরফে লতিফ মুন্সির ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, ২০১৭ সালের ২৮ আগস্ট টংভাঙ্গা এলাকায় একটি নাশকতার ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পালাতক ছিলেন।
১২৫২ দিন আগে
নাশকতার মামলায় জামায়াতের আমিরের বিরুদ্ধে অভিযোগ গঠন
রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
১৮৬৫ দিন আগে