পিইসি
পায়ে লিখে এইচএসসি পরীক্ষাতেও জিপি-৫ পেলেন তামান্না
অদম্য মেধাবী তামান্না আক্তার নূরা। এক পায়ে লিখে এইচএসসি পরীক্ষাতেও পেয়েছেন জিপি-৫। পিইসি, জেএসসি ও এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন তামান্না।
মেধাবী এই শিক্ষার্থীর এক পা-ই সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। জীবন সংগ্রামে নিজেকে শানিত করতে নানান প্রতিবন্ধকতা মোকাবিলা করে একাডেমিক শিক্ষা জীবনের প্রতিটি স্তরে অর্জন করেছেন সর্বোচ্চ ফলাফল।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করলে তামান্নার কৃতিত্ব প্রকাশ পায়। তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন। তামান্নার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তার বাবার নাম রওশন আলী। মায়ের নাম খাদিজা পারভীন শিল্পী। বাবা স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদরাসার (নন এমপিও) বিএসসির শিক্ষক। মা গৃহিণী। তিন সন্তানের মধ্যে তামান্না সবার বড়।
তামান্নার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অনটনে সেটি এখন থেমে যাওয়ার উপক্রম। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও লিখেছেন তামান্না।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫.২৬ শতাংশ
এইচএসসি: এক নজরে কোন বোর্ডে পাসের হার কত
১৩৯১ দিন আগে
প্রাথমিক শিক্ষা সমাপনীতে আর বহিষ্কার নয়
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের বিধান বাতিলের বিষয়টি আদালতে জানিয়েছে সরকার।
২১৫১ দিন আগে
জেএসসি, জেডিসি, পিইসি ও ইবতেদায়ীর ফলাফল মঙ্গলবার
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হবে।
২১৬৭ দিন আগে
পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ইবতেদায়ি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।
২১৭৩ দিন আগে
নতুন হুইল চেয়ার পেল হাত-পাবিহীন লিতুন জিরা
দীর্ঘ প্রতিক্ষার পর হুইল চেয়ার পেয়েছে হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরা। নতুন হুইল চেয়ার পেয়ে সে অনেক খুশি।
২২০৮ দিন আগে